এমটিভি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
২০ নং লাইন:
}}
 
'''এমটিভি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: MTV) বা '''মিউজিক টেলিভিশন''' (Music Television) [[যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[নিউ ইয়র্ক সিটি]] কেন্দ্রিক একটি কেবল টেলিভিশন নেটওয়ার্ক, যার কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালের ১ আগস্ট।<ref>[http://80music.about.com/od/80sbackgroundcultu2/p/mtvprofile.htm About.com] 80s Music</ref> এই টেলিভিশন চ্যানেলটি তৈরির মূল উদ্দেশ্য ছিলো অন এয়ারে দিতে ইচ্ছুকদের মিউজিক ভিডিওগুলো প্রচার করা।<ref>{{cite web |url= http://www.cnn.com/SHOWBIZ/Music/9807/31/encore.mtv/index.html |title= CNN - MTV changed the music industry on August 1, 1981 - July 31, 1998}}</ref> বর্তমানে, এমটিভি সীমিত পরিসরে নির্বাচিত মিউজিক ভিডিও প্রদর্শন করে, কিন্তু প্রাথমিক ভাব এটি দর্শক-শ্রোতাদের মাঝে [[জনসংস্কৃতি|জনসাংষ্কৃতিক]] ও বাস্তবধর্মী টেলিভিশন অনুষ্ঠান প্রচার করে, যার মূল দর্শক হচ্ছেন সদ্য পরিণত যুবক-যুবতী এবং কিশোর-কিশোরীরা।
 
কার্যক্রমের শুরু থেকেই এমটিভি [[সঙ্গীত শিল্প]] ও জনসংস্কৃতিতে একটি প্রভাব বিস্তার করে আসছে। "আমার এমটিভি চাই" বা "I want my MTV" ধরনের স্লোগান মানুষের ভেতরে ঢুকে গিয়েছিলো। এছাড়া এমটিভিই সর্বপ্রথম [[ভিজে (গণমাধ্যম ব্যক্তিত্ব)|ভিজে]]-এর মতো ধারণাকে মানুষের মধ্যে প্রচার ও জনপ্রিয় করে তোলে। এছাড়াও যে ব্যাপারগুলো এমটিভি জনপ্রিয় করে তোলে তার মধ্যে আছে, ভিডিও ভিত্তিক সঙ্গীত, সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে সংঙ্গীতশিল্পী ও সঙ্গীতপ্রেমী উভয়কেই একত্রিত করা, বিভিন্ন সঙ্গীত বিষয়ক খবরাদি প্রচার, এবং প্রচারণা চালানো। এছাড়া সঙ্গীতশিল্পী, টিভি চ্যানেল, চিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, ও বইয়ের মাধ্যমে সঙ্গীত বিষয়ক বিভিন্ন সূত্র পরিবেশন করাতেও এমটিভি ভূমিকা রাখে।
 
== তথ্যসূত্র ==