সাম্যবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
Nijhum is here (আলোচনা | অবদান)
বানান
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
{{refimprove|date=অক্টোবর ২০১৫}}
{{কমিউনিজম}}
'''সাম্যবাদ''' বা '''কমিউনিজ়ম''' ({{lang-en|communism}}; [[লাতিন ভাষা]] ''{{lang|la|communis}}'' থেকে, যার অর্থ "সাধারণ, চিরন্তন")<ref>{{বিশ্বকোষ উদ্ধৃতি|শিরোনাম=Communism|বিশ্বকোষ=Britannica Encyclopedia|ইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/129104/communism}}</ref><ref>''World Book'' 2008, p. 890.</ref> হল শ্রেণীহীন, শোষণহীন, ব্যক্তি মালিকানাহীন এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক [[ভাবাদর্শ]] বা [[ধর্ম]]<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ=ইউভাল নোয়াহ্ হারারি|শিরোনাম=স্যাপিয়েন্স: এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড|অনূদিত-শিরোনাম=সাপিয়েন্স: মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস|প্রকাশক=ভিন্টেজ বুক্‌স|বছর=২০১৪|ভাষা=ইংরেজি|পাতা=২৫৪-২৫৬|আইএসবিএন=978-0-099-59008-8}}</ref> যেখানে।যেখানে ব্যক্তিগত মালিকানার স্থলে উৎপাদনের সকল মাধ্যম এবং প্রাকৃতিক সম্পদ (ভূমি, খনি, কারখানা) [[রাষ্ট্র|রাষ্ট্রের]] মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন থাকে। সাম্যবাদ হল [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রের]] একটি উন্নত এবং অগ্রসর রূপ, তবে এদের মধ্যেকার পার্থক্য নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলে আসছে।<ref>[http://www.britannica.com/EBchecked/topic/129104/communism EB]</ref>
 
উভয়েরই মূল লক্ষ্য হল ব্যক্তিমালিকানা এবং শ্রমিক শ্রেণীর উপর শোষণের হাতিয়ার [[পুঁজিবাদ|পুঁজিবাদী]] অর্থ ব্যবস্থার অবসান ঘটানো।<ref>http://www.allaboutphilosophy.org/what-is-communism-faq.htm</ref>
[[কার্ল মার্কস]] যে মতাদর্শ উপস্থাপন করেছিলেন সেই মতে ''সাম্যবাদ হল সমাজের সেই চূড়ান্ত শিখর, যেখানে পৌঁছাতে হলে [[বিপ্লব|বিপ্লবের]] মাধ্যমে সমাজে অর্থনৈতিক সাম্য স্থাপন করতে হবে এবং সেই ক্রান্তিকালে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে, সমাজে সামগ্রী ও সেবার অতিপ্রাচুর্য সৃষ্টি হবে।'' কোনো দেশে সাম্যবাদ থাকলে সেখানে ধনী গরীবের ব্যবধান থাকবে না। নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দ্বায়িত্ব সরকার নেবে।
 
সাম্যবাদ হল স্বাধীন, সামাজিকভাবে সচেতন শ্রমজীবী মানুষের উঁচু মাত্রায় সুসংগঠিত সমাজ, তাতে কায়েম হবে সকলের স্বশাসন। সেই সমাজে সমাজের কল্যাণের জন্য শ্রম হয়ে উঠবে প্রত্যেকের মুখ্য অপরিহার্য প্রয়োজন এবং এই প্রয়োজন উপলব্ধি করবে প্রত্যেকেই। প্রত্যেকের সামর্থ্য নিয়োজিত হবে সর্বসাধারণের সর্বাধিক কল্যাণের জন্য'। সাম্যবাদ ব্যক্তিকে ব্যাপক সামাজিক স্বাধীনতা দেয়। এতে রয়েছে কমিউন সংস্থাগুলিতে নির্বাচিত হওয়ার ও নির্বাচন করার এবং সমাজের প্রশাসনে অংশগ্রহণের অধিকার; শিক্ষা, বিশ্রাম, বিনোদন ও ছুটির অধিকার; বৈষয়িক ও সাংস্কৃতিক উৎপাদনের সকল ক্ষেত্রে সৃজনশীল কাজের সুযোগ সুবিধা। সাম্যবাদ ব্যক্তিকে সাংস্কৃতিক সকল ফলভোগের সুযোগসহ বিজ্ঞান ও শিল্পকলায় সক্রিয় অবদান যোজনেদিতে সাহায্য করে।<ref>অনুপ সাদি; ''মার্কসবাদ''; [[ভাষাপ্রকাশ]] [[ঢাকা]]; পৃষ্ঠা-১৪২।</ref>
 
সাম্যবাদ হচ্ছে সর্বহারা শ্রেণির একটা পূর্ণাঙ্গ মতাদর্শের ব্যবস্থা এবং একই সময়ে একটা নতুন সমাজ ব্যবস্থাও। অন্য যে কোনো মতাদর্শের ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা থেকে এটা ভিন্ন, মানব ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সম্পূর্ণ, প্রগতিশীল, বিপ্লবী ও যুক্তিসংগত।<ref name="মাও">{{বই উদ্ধৃতি |শেষাংশ=মাও সেতুং |লেখক-সংযোগ=মাও সেতুং |শিরোনাম=[[সভাপতি মাও সে-তুঙের উদ্ধৃতি]] |সংস্করণ=1 |অবস্থান=বেইজিং |প্রকাশক=বিদেশী ভাষা প্রকাশালয় |বছর=১৯৬৮ |পাতা=২৫ |অকার্যকর-ইউআরএল=no |আর্কাইভের-ইউআরএল= |সংগ্রহের-তারিখ=2017-04-14 }}</ref>
১৯ নং লাইন:
== সাম্যবাদের দুই স্তর ==
# [[সমাজতন্ত্র]], নিম্নতমস্তর- এ পর্বে উৎপাদনের উপায়ে সমাজতান্ত্রিক মালিকানা হল এর অর্থনৈতিক ভিত্তি। সমাজতন্ত্র উৎখাত ঘটায় ব্যক্তিগত মালিকানার ও মানুষ মানুষের শোষণের, বিলোপ ঘটায় শ্রেণীর, বিলোপ ঘটায় অর্থনৈতিক সংকটের ও বেকারত্বের, উন্মুক্ত করে উৎপাদনী শক্তির পরিকল্পিত বিকাশ ও উৎপাদন সম্পর্কের পূর্ণতর রূপদানের প্রান্তর। সমাজতন্ত্রের আমলে সামাজিক উৎপাদনের লক্ষ্য - জনগনের সচ্ছলতা বৃদ্ধি ও সমাজের প্রতিটি লোকের সার্বিক বিকাশ। সমাজতন্ত্রের মূলনীতি হল- প্রত্যেকের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকে শ্রম অনুযায়ী।
# সম্পূর্ণ সাম্যবাদ, উচ্চতর স্তর। এ-পর্বে শ্রম অনুসারে বণ্টন ছেড়ে সমাজ এগিয়ে যাবে চাহিদা অনুযায়ী বণ্টনের দিকে। বাস্তবায়িত হবে কমুনিজমেরকমিউনিজমের মূলনীতি: প্রত্যেকের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকে চাহিদা অনুযায়ী। শ্রেণী লোপ পেয়ে লোকেদের সম্পূর্ণ সামাজিক সমতায় সমাজ হয়ে উঠবে শ্রেণিহীন।{{cn}}
 
== সাম্যবাদ ও সমাজতন্ত্রের মধ্যে তফাৎ ==