টাইগার হিলের যুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
| image =
| partof = [[কার্গিল যুদ্ধ]]
| date = ১৯৯৯ সালের জুনের মাঝামাঝিমে থেকে ৮ই জুলাই অবধি
| place = [[দ্রাস]], [[লাদাখ]]
| result = ভারতের জয়<ref name="Wars, Proxy-wars and Terrorism: Post Independent India">{{Cite book |url=https://books.google.com/books?id=qYK0BhcgwaQC&pg=PA142 |title=Wars, Proxy-wars and Terrorism: Post Independent India |last=Wilson Prabhakar |first=Peter |publisher=Mittal Publications |year=2003 |isbn=9788170998907 |page=142}}</ref><ref name="Asymmetric Warfare in South Asia: The Causes and Consequences of the Kargil Conflict">{{Cite book |url=https://books.google.com/books?id=sUIgAwAAQBAJ&pg=PA190 |title=Asymmetric Warfare in South Asia: The Causes and Consequences of the Kargil Conflict |publisher=Cambridge University Press |year=2009 |isbn=9781139482820 |editor-last=Lavoy |editor-first=Peter R. |page=190}}</ref>
২২ নং লাইন:
 
==প্রেক্ষাপট==
১৯৯৮ এর শীত ও ১৯৯৯ সালেরএর মধ্যবর্তী সময়ে পাকিস্তান সেনার [[নর্দান লাইট ইনফ্যান্ট্রি]] টাইগার হিল দখল করে রেখেছিল।নিয়েছিল। লাদাখ অঞ্চলের সর্বোচ্চ চূড়া হওয়ায় পাহাড়টির প্রচন্ডরকমের সামরিক কৌশলগত গুরুত্ব ছিল এবং এখান থেকে পাকিস্তানি সেনাবাহিনী ভারত সেনার ৫৬ ব্রিগেড হেড কোয়াটার পরিষ্কার দেখতে পাচ্ছিল। এহেন পরিস্থিতিতে শৃঙ্গে থাকা পাকিস্তানি সেনা ভারতের দিক থেকে হওয়া যে কোনও আক্রমণকে সহজেই ধরে ফেলতে পারতো। শৃঙ্গটি থেকে ভারতের অত্যন্ত তাৎপর্যপূর্ণ [[জাতীয় সড়ক ১ (ভারত)|জাতীয় সড়ক ১-ও]] অনায়াসেই দেখা যেত। এমনকি এই রাজপথটিকে কোনক্রমে দখল করা ছিল কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। এর কারণ জাতীয় সড়ক ১ [[সিয়াচেন হিমবাহ|সিয়াচেন হিমবাহের]] একটি কৌশলগত পথ তথা [[শ্রীনগর|শ্রীনগরকে]] লাদাখের লেহ-এর সাথে সংযুক্ত করে। ফলে টাইগার হিলকে দখল করা মানে খুব সহজেই ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির ওপর সর্বদা নজরদারি রাখতে ও আক্রমণ করতে পারা।
 
পাকিস্তানি অনুপ্রবেশকারীদের গতিবিধি পর্যবেক্ষণের কারণে ভারতের জন্য টাইগার হিলের দখল নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। টাইগার হিলের ওপর নিয়ন্ত্রণ ভারতকে মুশকো এবং আশেপাশের শিখরে পাকিস্তানি সেনার অবস্থানগুলিতে আক্রমণ করার রাস্তা করে দিতো।