জাহান্নাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shakib2018 (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Shakib2018 (আলোচনা | অবদান)
হালনাগাদ করা হল
১৫ নং লাইন:
== জাহান্নামের পরিবেশ ==
 
বিশ্বাস করা হয়, জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেয়া হবে যাক্কুম নামক কাটা যুক্ত ফল, আর তাদেরকে দেয়া হবে জাহান্নামীদের উত্তপ্ত রক্ত ও পুঁজ। মূলে গাস্সাক শব্দ ব্যবহার করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://quran.com/78:25/tafsirs/bn-tafsir-ahsanul-bayaan?locale=bn|শিরোনাম=Tafsir Ahsanul Bayaan - 78:25 - bengali|ওয়েবসাইট=quran.com|সংগ্রহের-তারিখ=2021-08-11}}</ref> এর অর্থ হয়ঃ পুঁজ, রক্ত, পুঁজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়, যা প্রচণ্ড দুৰ্গন্ধযুক্ত।
চারিদিকে শোনা যাবে শুধু চিৎকার
 
২৮ নং লাইন:
 
== জাহান্নামে অবস্থানকাল ==
একের পর এক আগমনকারী দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করবে। এমন একটি ধারাবাহিক যুগ যে, একটি যুগ শেষ হবার পর আর একটি যুগ শুরু হয়ে যায়। এমন কোন যুগ হবে না যার পর আর কোন যুগ আসবে না। কুরআনের ৩৪ জায়গায় জাহান্নামবাসীদের জন্য ‘খুলুদ’ (চিরন্তন) শব্দ ব্যবহার করা হয়েছে। তিন জায়গায় কেবল ‘খুলুদ’ বলেই শেষ করা হয়নি বরং তার সাথে “আবাদান” (চিরকাল) শব্দও বাড়িয়ে দেয়া হয়েছে। "উপযুক্ত প্রতিফলস্বরূপ"<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://quran.com/78:26/tafsirs/bn-tafsir-ahsanul-bayaan?locale=bn|শিরোনাম=Tafsir Ahsanul Bayaan - 78:26 - bengali|ওয়েবসাইট=quran.com|সংগ্রহের-তারিখ=2021-08-11}}</ref> অর্থাৎ জাহান্নামে তাদেরকে যে শাস্তি দেয়া হবে, তা ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস ও কুকর্মের অনুরূপ হবে। এতে কোন বাড়াবাড়ি হবে না।
 
==তথ্যসূত্র==