সরকারি বাঙলা কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md Riaz Ahmed Gazi (আলোচনা | অবদান)
Md Riaz Ahmed Gazi (আলোচনা | অবদান)
৬৯ নং লাইন:
 
;যাতায়াত ব্যবস্থাঃ
ঢাকার মিরপুর -১ দারুস সালাম বাসস্ট্যান্ড থেকে ৫০ গজ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে সরকারী বাংলা কলেজের অবস্থান। কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে "বিজয়" নামের একটি বাস যা শিডিউল অনুযায়ী শহরের নির্ধারিত রুট হতে ছাত্র/ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায়। এছাড়াও ক্যাম্পাসের রুটে অনেক লোকাল ও সিটিং সার্ভিস বাস ও বি আর টি সি বাস প্রতিনিয়ত চলাচল করে। যা ব্যবহার করেও ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসা যাওয়া করে থাকে।
কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে "বিজয়" নামের একটি বাস যা শিডিউল অনুযায়ী শহরের নির্ধারিত রুট হতে ছাত্র/ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায়।
এছাড়াও ক্যাম্পাসের রুটে অনেক লোকাল ও সিটিং সার্ভিস বাস ও বি আর টি সি বাস প্রতিনিয়ত চলাচল করে। যা ব্যবহার করেও ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসা যাওয়া করে থাকে।
 
;আবাসন ব্যবস্থাঃ
বর্তমানে কলেজটিতে আবাসিক ভাবে থাকার জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য '''"প্রিন্সিপাল আবুল কাশেম হল"''' নামের একটি হল আছে। সম্প্রতি সময়ে সরকারি অনুদানে শুধুমাত্র ছাত্রদের জন্য আরেকটি হল তৈরির কাজ চলমান রয়েছে।
 
==চিত্রশালা==
<gallery>
Fileচিত্র:Principal Abul Kashem and Bangla College 1.jpg|প্রথম বর্ষের কলেজের ছাত্র ও অনুষদদের সাথে অধ্যক্ষ আবুল কাশেম, ১৯৬২
Fileচিত্র:Principal Abul Kashem 006.jpg|প্রথম বর্ষের কলেজের ছাত্র ও অনুষদদের সাথে অধ্যক্ষ আবুল কাশেম, ১৯৬২
Fileচিত্র:Principal Abul Kashem Chatrabash.JPG|বাংলা কলেজে অধ্যক্ষ আবুল কাশেম ছাত্রাবাস, ১৯৬২
Fileচিত্র:Bangla College.JPG|১৯৬২ সালে বাঙলা কলেজ
</gallery>