মরুভূমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎top: more about this
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
→‎top: more about this
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৩ নং লাইন:
 
'''মরুভূমি''' বলতে বোঝায় অত্যন্ত শুস্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপয়োগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়। একসময় মরুভূমিগুলো বড় বড় পাথরে অস্তিত্ব ছিল। দিন ও রাতের মধ্যে তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের ফলে এসব পাথর প্রতিদিনই সংকোচন ও প্রসারিত হতে থাকে এবং গায়ে ফাটল দেখা দেয়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে বৃহৎ পাথরখন্ডগুলো ক্রেমেই ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। [[সাহারা মরুভূমি]] হল পৃথিবীর বৃহত্তম মরু এলাকা। মরুভূমিতে [[মরীচিকা]] দেখা যায় যা পর্যটকদের প্রায়শই বিভ্রান্তের মধ্যে ফে‌লে।
মরুভূমির আবহাওয়া অত্যন্ত রূক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। খরা সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছপালার শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে পানি সংগ্রহ করতে পারে।ভারতেই রয়েছে বিশাল থর মরুভূমি। পশ্চিম ভারতের রাজস্থানের জয়সলমির জেলার এক বিশাল অঞ্চলজুড়ে ছড়িয়ে রয়েছে এই শুকনো মরুপ্রান্তর। যেখানে চার–পাঁচ বছর পরে একবার বৃষ্টি হয়। ভাবতেই কেমন লাগে, তাই না? এই জেলার ৪৬৪ কিলোমিটার বর্ডার আছে পাকিস্তানের সঙ্গে। বিরাট এই জয়সলমিরের জনসংখ্যা কত জানেন, মাত্র ৭ লাখ। প্রতি বর্গকিলোমিটার অঞ্চলে মোটে ১৭ জন মানুষ বাস করেন। তাই রাস্তা দিয়ে যেতে যেতে দুই দিকে আপনি দেখতে পাবেন বিশাল জনশূন্য শুষ্ক পাথুরে জমি। হয়তো রাস্তা পেরিয়ে যাবে জংলি উট কিংবা কৃষ্ণমৃগ অথবা ময়ূরের দল। সম্প্রতি ঘুরতে গিয়েছিলাম এই মরুপ্রান্তরে। সে গল্পই বলা যাক আজ।পারে।
 
আমরা যাত্রা শুরু করেছিলাম দিল্লি থেকে। উদ্দেশ্য ছিল কয়েকটা রাত মরুভূমিতে কাটানো। ট্যুরিস্ট স্পট হিসেবে যে মরু গ্রাম দুটি গড়ে উঠেছে, তার একটির নাম সাম, অন্যটা খুরি। জনপ্রিয়তার নিরিখে সাম অনেক বেশি জমজমাট। আগে আমি সামে গিয়েছিলাম। তাই এবার বেছে নিলাম খুরি। আপনি যদি হোটেলে না থেকে খোলা আকাশের নিচে মরুভূমির মধ্যে রাত কাটাতে চান তাহলে সেটা খুরিতেই সম্ভব। সামে থাকতে আমি নিষেধ করব।
 
==মরুভূমির তালিকাসমূহ==