ইউনুস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইম্মানূয়েল (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ইম্মানূয়েল (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫৯ নং লাইন:
 
[[কুরআন|কুরআনের]] বর্ণনা অনুসারে, তিনি ছিলেন একজন [[নবী]]। যাকে 'নীনাওয়া' বাসীদেরকে হিদায়াতের জন্য [[আল্লাহ]] প্রেরণ করেন।
 
==যোনা ভাববাদীর পুস্তক==
{{মূল|যোনা ভাববাদীর পুস্তক}}
[[File:Pieter Lastman - Jonah and the Whale - Google Art Project.jpg|thumb|upright=1.3|পিটার লাস্টম্যানের আঁকা ''যোনা ও তিমি'' (১৬২১)]]
যোনা [[পুরাতন নিয়ম]] বা [[হিব্রু বাইবেল]]ের যোনা ভাববাদীর পুস্তকের কেন্দ্রীয় চরিত্র যেখানে [[ঈশ্বর|সদাপ্রভু]] তাঁকে নির্দেশ দেন যে, “তুমি উঠ, [[নীনবী]]তে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে।”<ref>{{Bibleverse||Jonah|1:2|9}}</ref> কিন্তু যোনা সদাপ্রভুর সামনে থেকে [[তর্শীশ]]ে পালাবার জন্য ওঠেন; তিনি [[যাফো]]তে নেমে গিয়ে, তর্শীশে যাবে এমন এক জাহাজ পান; তখন জাহাজের ভাড়া দিয়ে সদাপ্রভুর সামনে থেকে নাবিকদের সঙ্গে তর্শীশে যাবার জন্য সেই জাহাজে প্রবেশ করন।<ref>{{Bibleverse||Jonah|1:3|9}}</ref> কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচন্ড ঝড়ো বায়ু পাঠিয়ে দেন, সমুদ্রে ভীষণ ঝড় ওঠে, জাহাজ ভেঙে যাবার উপক্রম হয়। তখন নাবিকেরা ভয় পায়, প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কাঁদতে থাকে, আর ওজন কমানোর জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দেয়। তারা উপলব্ধি করে যে এটা কোনো সাধারণ ঝড় নয়৷ পরে নাবিকেরা গুলিবাঁট করে বুঝতে পারে যে যোনার দোষেই তাদের প্রতি এই অমঙ্গল ঘটছে।<ref>{{Bibleverse||Jonah|1:4-7|9}}</ref> যোনা তাঁর দোষ স্বীকার করেন এবং নাবিকদের বলেন তাকে ধরে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য, তাতেই সমুদ্র শান্ত হবে।<ref>{{Bibleverse||Jonah|1:8-12|9}}</ref> তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করে। কিন্তু পেরে ওঠে না, কারণ সমুদ্র তাদের বিপরীতে আরো ভয়াবহ হয়ে ওঠে। পরে তারা যোনাকে ধরে সমুদ্রে ফেলে দেয়, তাতে সমুদ্র শান্ত হয়।<ref>{{Bibleverse||Jonah|1:13-15|9}}</ref> তখন সেই লোকেরা সদাপ্রভুকে খুব ভয় পায় এবং আর তাঁর উদ্দেশ্যে বলিদান এবং নানা মানত করে।<ref>{{Bibleverse||Jonah|1:15-16|9}}</ref> আর সদাপ্রভু যোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন; সেই মাছের পেটে যোনা তিন দিন ও তিন রাত কাটান।<ref>{{Bibleverse||Jonah|1:17|9}}</ref> তখন যোনা ঐ মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করেন এবং তাঁর উদ্দেশ্যে ধন্যবাদসহ বলিদান ও মানত পূর্ণ করার সংকল্প করেন।<ref>{{Bibleverse||Jonah|2:1-9|9}}</ref> পরে সদাপ্রভু সেই মাছকে নির্দেশ করাতে সে যোনাকে শুকনো ভূমির ওপরে উগরে দেয়।<ref>{{Bibleverse||Jonah|2:10|9}}</ref>
 
[[File:Dore jonah.jpg|thumb|right|upright=1.3|গুস্তাভ দরের আঁকা ''নীনবীয়দের নিকট প্রচারণারত যোনা'' (১৮৬৬)]]
 
{{quote|তখন ঈশ্বর যোনাকে কহিলেন, “তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভাল করিতেছ?” তিনি কহিলেন, “মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভাল।” সদাপ্রভু কহিলেন, “তুমি এই এরণ্ড গাছের নিমিত্ত কোন শ্রম কর নাই, এবং এটা বাড়াও নাই; ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ইহার প্রতি দয়ার্দ্র হইয়াছ। তবে আমি কি নীনবীর প্রতি, ঐ মহানগরের প্রতি, দয়ার্দ্র হইব না? তথায় এমন এক লক্ষ বিংশতি সহস্রের অধিক মনুষ্য আছে, যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না; আর অনেক পশুও আছে।”|যোনা ৪:৯–১১<ref>{{Bibleverse||Jonah|4:9-11|9}}</ref>}}
 
== কুরআনে ইউনুসের আলোচনা ==