কলম্বীয় শান্তি প্রক্রিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৭ নং লাইন:
১৯৯০ ও ১৯৯১ সালে বেশ কয়েকটি ছোট গেরিলা আন্দোলনকারী দলের সাথে [[শান্তি]] প্রক্রিয়া অনুষ্ঠিত হলে তাদের কার্যক্রম শেষ হয় ও নাগরিক রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে অগ্রসর হয়। এম-১৯ নামে পরিচিত [[19th of April Movement|১৯শে এপ্রিল আন্দোলন]] নামীয় প্রথম গেরিলা সংগঠন শান্তি চুক্তিতে কলম্বীয় সরকারের সাথে স্বাক্ষর করে। এরফলে তাদের কার্যক্রম স্থগিত হয় ও সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের অস্ত্র সমর্পণ করা হয়। অন্যান্য গেরিলা সংগঠনও একইভাবে চুক্তিতে স্বাক্ষর করে তাদের কার্যক্রমের পরিসমাপ্তি ঘটায়। তন্মধ্যে, সম্মুখসারির [[Popular Liberation Army|পপুলার লিবারেশন আর্মি (ইপিএল)]] ও [[Movimiento Armado Quintin Lame|মোভিমিয়েন্তো আর্মাদো কুইনটিন লেম (এমএকিউএল)]] অন্যতম।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Bouvier|প্রথমাংশ১=Virginia M.|শিরোনাম=Colombia: Building Peace in a Time of War|তারিখ=2009|প্রকাশক=US Institute of Peace Press|অবস্থান=Washington, D.C.|পাতা=141}}</ref> তবে, আনুষ্ঠানিকভাবে পুণঃপুণঃ চেষ্টা চালানো হলেও সরকার ও ফার্কের মধ্যে শান্তি প্রক্রিয়া আনয়ণের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
 
বর্তমান শান্তি প্রক্রিয়া শুরুর পূর্বে [[1999–2002 FARC–Government peace process|১৯৯৯-২০০২]] সময়কালে ফার্কের সাথে রাষ্ট্রপতি [[Andrés Pastrana Arango|আন্দ্রেস পাস্তারানা]] সরকার চেষ্টা চালায়। ফার্ক নিয়ন্ত্রিত এলাকায় [[Caguan DMZ|সেনা প্রত্যাহার]] করে নেয়া হয়। তিন বছর ধরে শান্তি প্রক্রিয়ার চেষ্টা অব্যাহত থাকে। তবে, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাস্তারানা সরকার সকল প্রকার সম্পর্ক ভেঙ্গে ফেলে ও [[Colombian presidential election, 2002|২০০২]] সালের রাষ্ট্রপতি নির্বাচনের কয়েকমাস পূর্বে ২০ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে পুণরায়পুনরায় ঐ অঞ্চলে সেনা মোতায়েন করে।<ref name="Informe-historico">{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Grupo de Memoria Histórica|শিরোনাম=¡Basta ya!: Colombia: memorias de guerra y dignidad|তারিখ=2013|প্রকাশক=Imprenta Nacional|অবস্থান=Bogotá|ইউআরএল=http://centrodememoriahistorica.gov.co/descargas/informes2013/bastaYa/capitulos/basta-ya-cap2_110-195.pdf|অধ্যায়=Capítulo 2: Los motivos y las transformaciones de la guerra}}</ref> ফার্ক নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদ ঘাঁটি তৈরি করে অপহরণ, বন্দীদের বিনিময়ে আলোচনা, বিচ্ছিন্ন আক্রমণ ও আক্রমণধর্মী পরিকল্পনায় সচেষ্ট হয়। একই সাথে শান্তি প্রক্রিয়ার দিকেও অগ্রসর হয়। অন্যদিকে, [[United Self-Defense Forces of Colombia|কলম্বিয়া ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সের (এইউসি)]] ন্যায় [[Paramilitarism in colombia|বিচ্ছিন্নতাবাদী দলগুলো]] ফার্কের সাথে সরকারের আলোচনার বিষয়ে বিরোধিতা করতে থাকে।
 
== ক্ষয়-ক্ষতি ==