বঙ্গভ্যাক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ট্রায়াল: সংশোধন
→‎ট্রায়াল: তথ্য যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫২ নং লাইন:
 
১৬ জুন ২০২১ তারিখে ওষুধ প্রশাসন অধিদপ্তর শর্তসাপেক্ষে হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন দেয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=শর্তসাপেক্ষে ‘বঙ্গভ্যাক্স’ টিকার হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন |ইউআরএল=https://somoynews.tv/news/2021-06-16/শর্তসাপেক্ষে--বঙ্গভ্যাক্স--টিকার-হিউম্যান-ট্রায়ালের-নীতিগত-অনুমোদন |ওয়েবসাইট=somoynews.tv |প্রকাশক=সময় টিভি |সংগ্রহের-তারিখ=১৬ জুন ২০২১ |তারিখ=১৬ জুন ২০২১}}</ref>
কিন্তু গত ২২ জুন ২০২১ তারিখে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি একটি চিঠি দিয়ে গ্লোব বায়োটেককে জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির শরীরে প্রয়োগ করে এ টিকা পরীক্ষা করতে হবে। তারপরই ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আর শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের উকিল নোটিস পাঠানো হয়েছে।
উকিল নোটিসে বলা হয়, বানর বা শিম্পাঞ্জির শরীরে পরীক্ষা চালাতে হলে তৃতীয় পক্ষের গবেষণাগার (থার্ড পার্টি রিসার্চ ল্যাব) প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো গবেষণাগার নেই। গ্লোব বায়োটেক এ বিষয়ে ভারত ও চীনের দুটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা জানায়, এ মুহূর্তে তাদের হাতে সময় নেই এবং এ ধরনের পরীক্ষার জন্য আবেদন করতে হবে সরকারের মাধ্যমে।
নোটিসে আরো বলা হয়, “এটা স্পষ্ট যে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন না দিয়ে বানর বা শিম্পাঞ্জির শরীরে ট্রায়ালের জন্য শর্ত জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে এই ভ্যাকসিনটি যাতে আলোর মুখ না দেখে।”<ref name>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন দিতে উকিল নোটিস |ইউআরএল=https://m.bdnews24.com/bn/detail/health/1918761 |ওয়েবসাইট=bdnews24.com |প্রকাশক=বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |সংগ্রহের-তারিখ=২৬ জুলাই ২০২১ |তারিখ=২৬ জুলাই ২০২১ }}</ref>
 
==গবেষণাপত্র==