ব্যবহারকারী:Dr. Bir/মণিরত্ন মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dr. Bir (আলোচনা | অবদান)
→‎প্রথম জীবন: সম্প্রসারণ
Dr. Bir (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৬ নং লাইন:
 
=== প্রথম জীবন ===
বীরভূম জেলার সিউড়ি শহর থেকে প্রায় দু-মাইল দূরে মুখুড়িয়া গ্রামে মামার বাড়িতে প্রণবকুমার মুখোপাধ্যায় (ছদ্মনাম: মণিরত্ন মুখোপাধ্যায়)-এর জন্ম। সরকারি জন্ম সাল ১৯৪০, পয়লা সেপ্টেম্বর। প্রাথমিক পড়াশুনা সেখানকার গ্রামের স্কুলে। শৈশব কৈশোর গ্রামের মুক্ত পরিবেশের মধ্যে অতিবাহিত হয়েছে। বেশ কয়েকবার জলে ডুবে যেতে যতে বেঁচে গেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://epaper.thestatesman.com/c/61067714|শিরোনাম=Clipping of The Statesman - Dainik-Statesman|ওয়েবসাইট=epaper.thestatesman.com|সংগ্রহের-তারিখ=2021-07-21}}</ref> বাবা চাকরি করতেন পূর্ববঙ্গে, দেশভাগের পর এপারে চলে আসেন তিনি। বীরভূমের পর মণিরত্নের পরবর্তী কৈশোর কেটেছে হুগলির চুঁচুড়াতে। দেশভাগের প্রভাব তাদের সংসারে বেশ গভীর ছিল। তাঁর এক বোন এই সময় মারা যান। হুগলি কলিজিয়েট স্কুলে ভর্তি হন। তারপর হুগলি কলেজে ফ্রি স্টুডেন্টশিপ পেয়ে ভর্তি হন।<ref name=":0" /> সেখান থেকে আই এস সি-তে স্কলারশিপ, বি এস সি-তে ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেন। এম এস সি ভর্তি হন কলকাতার [[প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা|প্রসিডেন্সি কলেজে]] । প্রেসিডেন্সি কলেজে পাঠ অসম্পূর্ণ রেখে তিনি জামালপুর রেল কারখানায় অ্যাপ্রেন্টিস রেলওয়ে ইঞ্জিনিয়ারারিং কোর্স এ যোগ দেন।
 
=== কর্মজীবন ===
প্রথম কর্মজীবন শিয়ালদহ ডিভিশনে ১৯৬৪ সালে।
 
=== সাহিত্য কর্ম ===