মিউনিখ বিমান দুর্ঘটনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৬ নং লাইন:
 
== পটভূমি ==
১৯৫৫ সাল থেকে [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ|ইউরোপীয়ান কাপ]] অনুষ্ঠিত হচ্ছে, যদিও কোন ইংরেজ ক্লাব [[ফুটবল লীগ|ফুটবল লীগের]] আইনের কারণে এই প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড ১৯৫৬-৫৭ মৌসুমের ইউরোপীয়ান কাপে প্রথম অংশ নেয় এবং সেমি-ফাইনালে উন্নীত হয়, যাতে তারা চ্যাম্পিয়ন [[রিয়াল মাদ্রিদ|রিয়াল মাদ্রিদের]] কাছে পরাজিত হয়। এ কারণে ১৯৫৭-৫৮ মৌসুমের অন্যতম আলোচিত দল ছিল। ঘরোয়া লীগের খেলাগুলো শনিবারে এবং ইউরোপীয়ান খেলাগুলো সপ্তাহের মধ্যভাগে অনুষ্ঠিত হত। তাই বিমানযোগে যাতায়াত ঝুঁকিপূর্ণ হলেও লীগ সময়সূচি অক্ষুন্নঅক্ষুণ্ণ রাখতে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে অন্য বিকল্প ছিল না।<ref>Manchester United — The Betrayal of a Legend 39.</ref> ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটি [[বাজবি বেইবস]] নামে পরিচিত ছিল তৎকালীন ম্যানেজার স্যার [[ম্যাট বাজবি|ম্যাট বাজবির]] নামে। এই দলের খেলোয়াড়দের গড় বয়স খুব কম ছিল।
 
ক্লাবটি ইউরোপীয়ান কাপে [[যুগোস্লাভিয়া|যুগোস্লাভিয়ার]] দল [[এফকে রেড স্টার|রেড স্টার বেলগ্রেডের]] বিপক্ষে একটি ম্যাচ খেলার জন্য একটি বিমান ভাড়া করে। খেলাটি ৩-৩ গোলে ড্র হয় এবং ইউনাইটেড দুই লেগের খেলায় ৫-৪ গোলে জয়ী হয়। ইউনাইটেড খেলোয়াড় [[জনি বেরি]] পাসপোর্ট হারিয়ে ফেলার কারণে বিমান ছাড়তে দেরি হয়,<ref>Manchester United — The Betrayal of a Legend 46.</ref> এবং পরে মিউনিখে তেল নেয়ার জন্য থামে।