বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Annilkhan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
 
<div style="border-style: none; padding: 0px; font-size: 100%;">
 
৩৭ ⟶ ৩৬ নং লাইন:
আশা করি আপনি [[উইকিপিডিয়া:Community Portal|বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের]] একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!&nbsp;
</div>
 
 
 
 
 
--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৮:১৫, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)
 
উইকিপিডিয়াতে অবদানের জন্য ধন্যবাদ। আপনার জন্য একটি পরামর্শ হল এক লাইনের নতুন নিবন্ধ তৈরি থেকে বিরত থাকুন। একটি নিবন্ধে অন্তত দুই প্যারা লেখা যোগ করুন। একটির কাজ শেষ করে তবেই আরেকটির কাজ ধরুন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৮:৩৭, ২৭ অক্টোবর ২০০৯ (UTC)
 
== নিজের পরিচয় দিন ==
 
আপনার ব্যবহারকারীর পাতায় আপনার পরিচয় সম্পর্কে লিখুন। এতে অন্য ব্যবহারকারী, কাকে বার্তা রাখছে তা জেনে আলাপ চারিতায় সুবিধা হবে। ধন্যবাদ।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৬:৫৪, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)
 
== আন্তর্জাতিক ফৌজদারি আদালত/ আন্তর্জাতিক অপরাধী আদালত ==
 
প্রথমেই পরামর্শ রইলো কোনো বার্তা রাখার শেষে অর্থ্যাৎ বার্তার শেষে <nowiki>--~~~~</nowiki> লিখুন অথবা টুলবারের "স্বাক্ষর" বোতামটি ক্লিক করুন। এবার আসি মূল বার্তায়, আমি পাতা দুটোকে এক করার জন্য একটি ট্যাগ জুড়ে দিয়েছি। ফৌজদারি আদালতটা ভাল শোনায় তবে, এ ব্যাপারে অন্যদের মতামত প্রয়োজন। আপনি দুটো পাতার যেকোনো একটি পাতার আলোচনা পাতায় এ ব্যাপারে আলোচনা শুরু করতে পারেন। বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনার অবদান অব্যহত থাকবে।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৭:১০, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)
 
== উৎসনির্দেশ ট্যাগ ==
 
এই ট্যাগটা দিতে চাইলেই অনেক নিবন্ধেই দেওয়া যায়। পুরো নিবন্ধের উপরে ট্যাগ না লাগিয়ে কোন বাক্য বা অনুচ্ছেদের জন্য রেফারেন্স লাগবে, সেটি উল্লেখ করুন। এটি করার জন্য যে বাক্য বা অনুচ্ছেদের জন্য তথ্যসূত্র দরকার মনে করছেন, তার ঠিক পরে <nowiki>{{সত্যতা}}</nowiki> ট্যাগটি যোগ করুন। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ২২:২৮, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)
 
== বিষয়শ্রেণী ==
 
একটু ধীরে, বুঝে শুনে। গহনা বিষয়শ্রেণী শুধু বাংলাদেশের নয়, অন্যসব জায়গায়। মাসুদ পারভেজ দেখুন বাংলাদেশী অভিনেতা বিষয়শ্রেণী রয়েছে। তাড়াহুড়ো এবং না বুঝে বিষয়শ্রেণী তৈরি করবেন না। অনুরোধ রইলো।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৬:৫০, ২৯ অক্টোবর ২০০৯ (UTC)
 
:বিষয়শ্রেণীর ওপর আপনার কাজের জন্য কৃতজ্ঞতা। তবে বিষয়শ্রেণী তৈরি ও বণ্টনের ক্ষেত্রে একটু বিবেচনা করার অনুরোধ। যে বিষয়শ্রেণীতে নিবন্ধটি সংযোজন করতে চাচ্ছেন, তাতে আসলেই ওই নিবন্ধটি যায় কী না? যেমন: টাক "শারীরস্থান" বা অ্যানাটমি'র অন্তর্গত নয়। আবার "অমনিবাস" সরাসরি বই বিষয়শ্রেণীতে পড়ে না। আপনি এর জন্য দেখতে পারেন, অমনিবাস কী ধরনের বই, সে হিসেবে এটি সে নামের বিষয়শ্রেণীতে যাওয়া উচিত। অর্থাৎ, অমনিবাস হচ্ছে আসলে বইয়ের একটা প্রকার। তাই এটি যাওয়ার কথা প্রকারভেদ অনুযায়ী বইয়ের আওতায়। আর বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বিষয়শ্রেণীতে কিছু লেখার প্রয়োজন নেই, আপনি যেমন বিষয়শ্রেণীর অন্তর্গত অতৈরিকৃত মূল নিবন্ধ শিরোনামটি লিখে দিয়েছেন, এমনটি প্রয়োজন নেই। বিষয়শ্রেণীতে শুধু মাত্র যে বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণী করতে চান, সেটাই <nowiki>[[বিষয়শ্রেণী:বিষয়শ্রেণীর নাম]]</nowiki> লিখে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। পরামর্শটি খেয়াল রাখার অনুরোধ। আর, কোনো প্রশ্ন বা অবোধগম্যতায় আমার আলাপ পাতায় নিসঙ্কোচে প্রশ্ন রাখুন। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১৩:২৩, ২৯ অক্টোবর ২০০৯ (UTC)