এস্রাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কাঠামো পরিবর্তন, দিলরুবা নামে পৃথক অনুচ্ছেদ
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ
১ নং লাইন:
[[চিত্র:Dilruba woman.jpg|thumb]]
'''এস্রাজ''' (বিকল্প উচ্চারণঃ ইস্রাজ ; হিন্দী: [[wikt:इसराज|इसराज]]) হচ্ছে একটি তার যন্ত্র। এই যন্ত্রটি মূলতঃ [[ভারত|ভারতীয়]] উপমহাদেশেই ব্যবহৃত হয়। এর উৎপত্তিও খুব বেশী দিন আগে নয়। প্রায়আনুমানিক দু'শ২-৩ শত বৎসর আগে, হাজার বছর ধরে এইপ্রচলিত বাদ্যযস্ত্রটির[[সারেঙ্গী|সারেঙ্গীর]] ব্যবহারসরলরূপ দেখাহিসাবে যায়।যন্ত্রটি আবিষ্কৃত হয়।<ref>[http://kksongs.org/esraj/history.html এস্রাজের ইতিহাস]</ref> বলা হয় এস্রাজ এর[[সিতার]] এ [[সারেঙ্গী|সারেঙ্গীর]] সমন্বিত রূপ।<ref>[http://josh.bakehorn.net/indian.html]</ref> এস্রাজের ব্যবহার দেখা যায় মূলতঃ পূর্ব ও মধ্য [[ভারত|ভারতে]] এবং [[বাংলাদেশ|বাংলাদেশে ]]। এটি তারের ওপর ছড় টেনে বাজাতে হয়। মূলতঃ সঙ্গতকারী যন্ত্র হিসেবেই এস্রাজ ব্যবহৃত হলেও এটিতে পূর্ণ গানের সুর তোলা সম্ভব। রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে এস্রাজের সঙ্গত শ্রুতিমধুরতা সৃষ্টি করে।<ref>[http://www.indian-instruments.com/bowed_instruments/esraj_bogen.htm]</ref>
 
== দিলরুবা ==
এস্রাজের সমরূপ আরেকটি বাদ্যযন্ত্র রয়েছে যা '''দিলরুবা''' নামে পরিচিত। এটি ভারতের উত্তরাংশে সচরাচর ব্যবহৃত হয়। ধর্মীয় সঙ্গীত ও হালকা রাগপ্রধান সঙ্গীতে দিলরূবা ব্যবহৃত হয়। নির্মিতির দিক থেকে ঐক্য থাকলেও দিলরুবার বাদন পদ্ধতি ভিন্ন।
 
== তারসেহনাজ ==
এস্রাজের আরেকটি রূপ হলো '''তারসেহনাজ'''।
 
== গঠন ==
এস্রাজ এবং দিলরুবা উভয়েরই কাঠামো ও গঠন শৈলী প্রায় অভিন্ন।<ref>[http://josh.bakehorn.net/indian.html]</ref> মাঝারী আকৃতির [[সেতার|সেতারের]] মতে ডান্ডির উপর ২০টি ধাতব ঘাট বেঁধে দেয়া হয়। এগুলোর উপর ১২ থেকে ১৫টি সহায়কসহমর্মী সুরের বা তরঙ্গের তার বাঁধা হয়। দিলরুবায় অবশ্য এরচেয়ে বেশী সংখ্যক তার ব্যবহৃত হয়।হয়, এ কারণে দিলরুবার পাটাতনটি একটু চওড়া হয়ে থাকে। । দু'টো যন্ত্রেই প্রধান তার চারটি। এগুলো বেহালার মতো ছড়ের সাহায্যে বাজানো হয়। নিচের অংশ সেতারের লাউয়ের তুম্বার পরিবর্তে কাঠের ছোট তুম্বাকৃতির খোলের উপর [[তবলা|তবলার]] উপরিভাতেরউপরিভাগের মতো টান টান করে বাঁধা হয়। উল্লেখযোগ্য যে সারেঙ্গীতে ব্যবহৃত হতো প্রাণীজ তার, অন্যপক্ষে এস্রাজ ও দিলরুবায় ধাতব তার ব্যবহার হয়।
 
== বাদন ==
বাম কাধেঁ ভর রেখে ভূমিতে এস্রাজ স্থাপন করা হয়। এরপর ডান হাতে ছড় টানা হয় এবং বাম হাতে তারের বিভিন্ন স্থানে স্পর্শ করা হয়।
 
== বিখ্যাত বাদক ==
রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে বিষ্ণুপুরের আশিষ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এস্রাজের শিক্ষকতা করেছিলেন। তাঁর শিষ্য রণধীর রায় এস্রাজবাদক হিসাবে বিশেষ সুখ্যাতি অর্জন করেছিলেন।<ref>[http://portalmarket.com/esraj.html ভারতীয় এস্রাজ]</ref>
 
== তথ্যসূত্র ==
<references/>