গাই ওভারটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৭৫ নং লাইন:
১৯৪০-এর দশকে [[Southland cricket team|সাউথল্যান্ডের]] পক্ষে বেশ কয়েকটি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। এ পর্যায়ে তিনি ডানহাতি উদ্বোধনী বোলার হিসেবে বোলিং কর্মে অগ্রসর হতেন। এরপর, ওতাগোর পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯৪৫-৪৬ মৌসুমে সাউথল্যান্ডের সদস্যরূপে ওতাগোর বিপক্ষে ৪/২৮ ও ৬/১৩ লাভ করেন। <ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/261/261546.html Southland v Otago 1945-46]</ref> এরপর, নর্থ ওতাগোর বিপক্ষে ৪/১২ ও ২/১৩ পান। ওতাগোর সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে খেলেন। প্রথম ইনিংসে ৩/৮৬ লাভ করেন। তন্মধ্যে, [[লিন্ডসে হ্যাসেট]] প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার প্রথম শিকারে পরিণত হয়েছিলেন।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/17/17583.html Otago v Australians 1945-46]</ref>
 
১৯৪৬-৪৭ মৌসুমে ওতাগো দলে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন। [[প্লাঙ্কেট শীল্ড|প্লাঙ্কেট শীল্ডে]] নিজস্ব প্রথম খেলায় [[ক্যান্টারবারি ক্রিকেট দল|ক্যান্টারবারির]] বিপক্ষে [[হ্যাট্রিক]] লাভ করেন।<ref name=RTB/> ১৯৪৯-৫০ মৌসুমের প্লাঙ্কেট শীল্ডের তিন খেলার প্রত্যেকটির প্রথম ইনিংসে পাঁচ কিংবা ছয় উইকেট লাভ করেন। এরফলে, ১৯.০০ গড়ে ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন।<ref>[https://cricketarchive.com/Archive/Events/2/Plunket_Shield_1949-50/Bowling_by_Average.html Bowling averages 1949-50]</ref> ১৯৫২-৫৩ মৌসুমের প্লাঙ্কেট শীল্ডে ১৮.৫২ গড়ে ১৯ উইকেট পান ও পরের মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমনার্থে তাকে নিউজিল্যান্ড দলের সদস্যরূপে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়।
 
১৯৫৪-৫৫ মৌসুমে খেলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৭/৮৮ লাভ করেন। ১৯৫৫-৫৬ মৌসুমে দুই খেলায় অংশ নেয়ার পর অবসর গ্রহণ করেন তিনি।