শন ইয়ং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৯৯ নং লাইন:
ইংল্যান্ডে অবস্থানকালে [[Australian cricket team in England in 1997|১৯৯৭]] সালে সফররত অস্ট্রেলিয়া দলের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। [[পল রেইফেল|পল রেইফেলের]] বোলিংকালে উপর্যুপরী আঘাতপ্রাপ্তি ও সন্তান জন্মগ্রহণের ফলে দেশে ফিরে যান এবং তাকে তার স্থলাভিষিক্ত করা হয়।<ref name=ci/><ref name=cm28apr16>Coverdale B (2016) [http://www.thecricketmonthly.com/story/1004243/shaun-young-s-ashes-outing Shaun Young's Ashes outing], ''The Cricket Monthly'', [[CricInfo]], 2016-04-28. Retrieved 2019-08-07.</ref>
 
১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার কিশোর দলের ইংল্যান্ড সফরকালে ইয়ংকে দলে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়। এ পর্যায়ে তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। [[ল্যাঙ্কাশায়ার লীগ|ল্যাঙ্কাশায়ার লীগে]] অংশগ্রহণকারী ও স্থলাভিষিক্ত হওয়া [[শেন লি|শেন লি’র]] সাথে একত্রে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় অংশ নিয়েছিলেন। [[দি ওভাল|ওভালে]] অনুষ্ঠিত [[1997 Ashes series|১৯৯৭]] সালের [[দি অ্যাশেজ|অ্যাশেজ]] সিরিজে দলে রাখা হয়।<ref name=cm28apr16/> ঐ খেলায় ইয়ং উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করেন ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার রান তুলতে সমর্থ হন। তন্মধ্যে, প্রথম ইনিংসে [[শূন্য রান|শূন্য রানে]] আউট হয়েছিলেন।<ref name=ci/>
 
[[Pakistani cricket team in Australia in 1996–97|১৯৯৬]] সালে সফররত পাকিস্তানি একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়া এ দলের সদস্যরূপে একটি খেলায় অংশ নিয়েছিলেন। তবে, ওভাল টেস্টই তার একমাত্র খেলা হিসেবে চিত্রিত হয়ে যায়।<ref name=ca/>