আফতাব বালুচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৮২ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন আফতাব বালুচ। ৮ নভেম্বর, ১৯৬৯ তারিখে ঢাকায় সফরকারী [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৫ ফেব্রুয়ারি, ১৯৭৫ তারিখে লাহোরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] গমনার্থে পাকিস্তান দলে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়। তবে, তিনি কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাননি। তার এ রেকর্ড ইনিংসের স্বীকৃতিস্বরূপ তাদের দলের হোটেলের ৪২৮ নম্বর কক্ষ তাকে বরাদ্দ দেয়া হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/magazine/content/story/149050.html |শিরোনাম=Languid, laconic, brilliant |কর্ম=ESPN Cricinfo |সংগ্রহের-তারিখ=3 April 2019}}</ref> এক বছর পর ফেব্রুয়ারি, ১৯৭৫ সালে আফতাব বালুচকে পুণরায় দলে ফিরিয়ে আনা হয়।
 
নভেম্বর, ১৯৬৯ সালে মাত্র ১৬ বছর ২২১ দিন বয়সে অভিষেক ঘটে তার। এরফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ অভিষেকধারী খেলোয়াড়ের মর্যাদা পান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://aus.cricinfo.com/db/STATS/TESTS/INDIVIDUAL/TESTS_YOUNGEST_PLAYERS.html|শিরোনাম=Records - Test matches - Individual records (captains, players, umpires) - Youngest players - ESPN Cricinfo|সংগ্রহের-তারিখ=2007-04-09|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20070129061444/http://aus.cricinfo.com/db/STATS/TESTS/INDIVIDUAL/TESTS_YOUNGEST_PLAYERS.html|আর্কাইভের-তারিখ=2007-01-29|ইউআরএল-অবস্থা=dead}}</ref> [[ঢাকা|ঢাকায়]] সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ২৫ রান সংগ্রহ করেছিলেন। [[ভিক পোলার্ড|ভিক পোলার্ডের]] বলে বিদেয় নেন। [[ফলাফল (ক্রিকেট)|জয়ের]] জন্যে ১৮৪ রানের লক্ষ্যমাত্রায় অর্জন করে তার দল ও তাকে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।