ডগি মারিলিয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৮৭ নং লাইন:
১৯৯৬ সালে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ পর্যায়ে স্বীয় বন্ধু [[মার্ক ভার্মুলেন|মার্ক ভার্মুলেনের]] সাথে প্রথম উইকেট জুটিতে ২৬৮ রানের বিশ্বরেকর্ড গড়েন। লীগ ক্রিকেটে অংশগ্রহণের পূর্বে এ সফরের মাধ্যমে অপূর্ব ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। সুন্দর ক্রীড়াশৈলীর কারণে তাকে জিম্বাবুয়ে বি দলের সদস্যরূপে মনোনীত করা হয়। কিন্তু, সামগ্রীকভাবে তিনি খেলেননি। তবে, যখন খেলেন খুব ভালোমানের খেলা উপহার দেন। বর্ডার বি দলের বিপক্ষে ১০৮ রান তুলেন। ১৯৯৮ সালে ইংল্যান্ডে কেনিলওয়ার্থের পক্ষে খেলেন। এ মৌসুমে ১২০৭ রান করার পর ১৯৯৯ সালে ১২১৮ রান সংগ্রহ করতে সমর্থ হন।
 
আবেদন মঞ্জুর হলে ১৯৯৯ সালে [[সিএফএক্স একাডেমি ক্রিকেট দল|সিএফএক্স একাডেমি]] ও পরের বছর [[Australian Cricket Academy|অস্ট্রেলিয়া ক্রিকেট একাডেমির]] বৃত্তি প্রাপক হন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Douglas Marillier to attend Commonwealth Bank Cricket Academy in Australia|ইউআরএল=http://www.espncricinfo.com/zimbabwe/content/story/85172.html|প্রকাশক=[[Cricinfo]]|তারিখ=17 August 2000}}</ref> ফিরে আসার পর একাডেমির সদস্যরূপে সফররত নিউজিল্যান্ডীয় একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতিমূলক খেলায় সেঞ্চুরি করেন। ফলশ্রুতিতে, জাতীয় দলের পক্ষে ওডিআই সিরিজের জন্যে তাকে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==