সাবিনা ইয়াসমিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রারম্ভিক জীবন, কর্মজীবন
→‎কর্মজীবন: সম্প্রসারণ
৪৭ নং লাইন:
সাবিনা ১৯৬৭ সালে [[আমজাদ হোসেন]] ও [[নুরুল হক বাচ্চু]] পরিচালিত ''[[আগুন নিয়ে খেলা]]'' চলচ্চিত্রে [[আলতাফ মাহমুদ]]ের সুরে "মধুর জোছনা দীপালি" গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে এর পূর্বে তিনি [[এহতেশাম]]ের ''[[নতুন সুর]]'' (১৯৬২) চলচ্চিত্রে [[রবীন ঘোষ]]ের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন।<ref name="Sabina yas">{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশ১= এমি |প্রথমাংশ১= মাহমুদা |শেষাংশ২= রহমান |প্রথমাংশ২= মোমিন |বছর= ১৯৯৮ |শিরোনাম= নিঃশব্দের সুরঃ সাবিনা ইয়াসমিন |সাময়িকী= অন্যদিন ঈদ সংখ্যা |খণ্ড=২ |সংখ্যা নং=২৫ |পাতাসমূহ= ৩৩৭ |প্রকাশক= মাজহারুল ইসলাম}}</ref>
 
এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি [[মাহমুদুন্নবী]]র সাথে "একটি পাখি দুপুরে রোদে" গানে কণ্ঠ দেন। এই সময়ে তিনি মাহমুদের সুরে ''[[আনোয়ারা (চলচ্চিত্র)|আনোয়ারা]]'' (১৯৬৭), ''নয়নতারা'' (১৯৬৭) ও ''[[টাকা আনা পাই]]'' (১৯৭০) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। পাশাপাশি তিনি [[ফেরদৌসী রহমান]], [[আঞ্জুমান আরা বেগম]] ও অন্যান্য শিল্পীদের নেপথ্যে কোরাসে অংশ নিতেন।<ref name="আকবর-২০১৫">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=আকবর |প্রথমাংশ1=জাহিদ |শিরোনাম=In reminiscence and reverence: Sabina Yasmin |ইউআরএল=https://www.thedailystar.net/showbiz/cover-story/reminiscence-and-reverence-sabina-yasmin-110488 |সংগ্রহের-তারিখ=৩১ মে ২০২১ |কর্ম=[[দ্য ডেইলি স্টার]] |তারিখ=১১ জুলাই ২০১৫ |ভাষা=en}}</ref>
== গানের ভুবনে বিচরণ ==
 
সাবিনা ইয়াসমিন, যিনি চার দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরন করছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র [[রুনা লায়লা]] ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধ হয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেননি। গত কয়েক দশকে তিনি সর্বমোট কত গান গেয়েছেন তার সঠিক হিসেব হয়তো সাবিনা নিজেও দিতে পারবেন না, তবে মরমী শিল্পী সেই [[আব্দুল আলীম]] থেকে শুরু করে একালের কোন উঠতি গায়কের সাথেও অবিরাম গেয়ে চলেছেন একের পর এক গান। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর. ডি. বর্মণের সুরে গান গাওয়ার, বিখ্যাত [[কিশোর কুমার|কিশোর কুমারের]] ও [[মান্না দে]]র সাথেও ডুয়েট গান গাওয়ার। ১৯৮৫ সালে গানের জন্য [[ভারত]] থেকে 'ডক্টরেট" ও লাভ করেছেন। সাধারণত চলচ্চিত্রের গানেই তিনি বেশি কন্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে প্রায় ১২ হাজারের মতো গান করছেন তিনি। ১৪ বার জিতেছেন জাতীয় পুরস্কার।
===১৯৭২-১৯৭৯: "গান গেয়ে পরিচয়" ও জনপ্রিয়তা===
সাবিনা ১৯৭২ সালে ''[[অবুঝ মন]]'' চলচ্চিত্রের "শুধু গান গেয়ে পরিচয়" গান দিয়ে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।<ref name="আকবর-২০১৭">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=আকবর |প্রথমাংশ1=জাহিদ |শিরোনাম=Celebrating Greatness |ইউআরএল=https://www.thedailystar.net/showbiz/cover-story/celebrating-greatness-1479370 |সংগ্রহের-তারিখ=৩১ মে ২০২১ |কর্ম=[[দ্য ডেইলি স্টার]] |তারিখ=২১ অক্টোবর ২০১৭ |ভাষা=en}}</ref>
 
১৯৭৫ সালে তিনি ''[[সুজন সখী]]'' চলচ্চিত্রে [[আব্দুল আলীম (সঙ্গীত শিল্পী)|আব্দুল আলীমের]] সাথে "সব সখীরে পাড় করিতে" দ্বৈত গানে কণ্ঠ দেন। এই গানের জন্য তিনি [[১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে]] [[শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন।
 
তিনি উপমহাদেশের বরেণ্য সুরকার আর. ডি. বর্মণের সুরে গান এবং [[কিশোর কুমার|কিশোর কুমারের]] ও [[মান্না দে]]র সাথেও দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৮৫ সালে গানের জন্য [[ভারত]] থেকে 'ডক্টরেট" ও লাভ করেছেন।
 
তিনি অভিনেতা [[বুলবুল আহমেদ]] পরিচালিত ও অভিনীত ''[[রাজলক্ষ্মী শ্রীকান্ত]]'' চলচ্চিত্রে [[আবু হেনা মোস্তফা কামাল]]ের গীতে ও আলাউদ্দিন আলীর সুরে "শত জনমের স্বপ্ন" গানে কণ্ঠ দেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=আলম |প্রথমাংশ1=জাহাঙ্গীর |শিরোনাম=Sabina Yasmin honoured |ইউআরএল=https://www.thedailystar.net/news-detail-147290 |সংগ্রহের-তারিখ=৩১ মে ২০২১ |কর্ম=[[দ্য ডেইলি স্টার]] |তারিখ=১৯ জুলাই ২০১০ |ভাষা=en}}</ref> গানটির জন্য তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
 
== সাম্প্রতিক অ্যালবাম ==