রেজারভোয়ার ডগ্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Almabot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: hr:Reservoir Dogs
Xqbot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: it:Le iene (film); cosmetic changes
৮ নং লাইন:
| cinematography = আন্দ্রেই সেকুলা
| editing = Sally Menke
| distributor = [[মাইরাম্যাক্স ফিল্ম্‌স]]<br /><small>(১৯৯২-এর মার্কিন থিয়েটার)</small><br />ড়্যাংক ফিল্ম ডিস্ট্রিবিউটর্‌স<br /><small>(১৯৯৩-এর ব্রিটিশ থিয়েটার)</small><br />আর্টিসান এন্টারটেইনমেন্ট<br /><small>(মার্কিন ডিভিডি)</small><br />মোমেন্টাম পিকচার্‌স<br />(<small>ব্রিটিশ ডিভিডি)</small>
| released = {{flagicon|USA}} [[২৩শে অক্টোবর]], [[১৯৯২]]
| country = {{USA}}
২১ নং লাইন:
এই সিনেমাটি ধ্রুপদী [[স্বাধীন চলচ্চিত্র|স্বাধীন চলচ্চিত্রের]] মর্যাদা পেয়েছে। [[এম্পায়ার]] এর মতে এটি "সর্বকালের সেরা স্বাধীন চলচ্চিত্র"। অনেক সমালোচকরাই সিনেমা এবং চরিত্রগুলোর প্রশংসা করেছেন, কিন্তু এটি কখনই বক্স অফিসে খুব বেশী হিট করতে পারেনি। আসলে টারান্টিনোর পরবর্তী ছবি [[পাল্প ফিকশন]] জনপ্রিয় হয়ে উঠার পরই রেজারভোয়ার ডগ্‌সের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অনেকগুলো সহিংস দৃশ্যের জন্য অনেকেই এর সমালোচনা করেছেন। অনেকে বলেছেন, কান কাটার দৃশ্যের সময় অনেকেই হল ছেড়ে উঠে আসতে বাধ্য হয়েছে।
 
== কাহিনীর সারাংশ ==
জো ক্যাবটের অপরাধ চক্রের সর্দার। ফিল্ডে সবকিছু পরিচালনা করে তার ছেলে এডি। তারা একটি অলংকারের দোকান লুট করার পরিকল্পনা করে। তাদের চূড়ান্ত মিশনে মিস্টার হোয়াইট, অরেঞ্জ, ব্লু, ব্রাউন এবং ব্লন্ড অংশ নেয়। কিন্তু লুট করতে গিয়ে দেখা যায় কেউ তাদের মধ্যে থেকে পরিকল্পনা পুলিশের কাছে ফাঁস করে দিয়েছে। তারপরও কিছু লুটের মাল নিয়ে তারা পূর্বে পরিকল্পিত হলরুমে এসে হাজির হয়। দু'জন লুটের স্থানেই মারা যায়। এরপরই তাদের চরিত্রগুলোর মধ্যে টানাপোড়েন এবং সহিংসতা শুরু হয়। এক সময় জানা যায় কে তাদের মধ্যে থেকে টিকটিকির কাজ করছে। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। মারা গেছে অনেকেই।
 
== কাহিনী ==
{{spoiler}}
সিনেমা শুরু হয় একটি রেস্তোরাঁয় ৮ জনের ডিনার করার দৃশ্য দিয়ে। এই ৮ জন হল মিস্টার ব্লন্ড, ব্লু, ব্রাউন, অরেঞ্জ, পিংক, হোয়াইট, জো ক্যাবট ও তার ছেলে এডি। মিস্টার ব্রাউন [[ম্যাডোনা|ম্যাডোনার]] "লাইক আ ভার্জিন" সম্বন্ধে তার মত প্রকাশ করে আর মিস্টার পিংক তার হোটেলের ওয়েটারকে বকশিস না দেয়ার পলিসির কথা বলে যতক্ষণ না জো এসে তাকে বকশিসের টাকা দিতে বাধ্য করে।
৩৮ নং লাইন:
গুদাম ঘরে হোয়াইট, পিংক ও এডি এসে দেখে ব্লন্ডের লাশ পড়ে আছে। অরেঞ্জ জানায় ব্লন্ড পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারতে চাচ্ছিল। এ শুনে এডি নিজ হাতে মেরে ফেলে ন্যাশকে। অরেঞ্জ জানায় ব্লন্ড একই সাথে তাদের গ্যাং এর সবাইকে মেরে হীরাগুলো নিয়ে পালানোর পরিকল্পনা করছিল। ব্লন্ডের আগের রেকর্ডের কথা চিন্তা করে এ কথা সম্পূর্ণ অবিশ্বাস করে এডি। এমন সময় জো আসে এবং দৃঢ়তার সাথে বলে মিস্টার ব্লু মারা গেছে এবং এই মিস্টার অরেঞ্জই তাদের পরিকল্পনার কথা ফাঁস করেছে। কিন্তু মিস্টার হোয়াইট এটা বিশ্বাস করে না এবং অরেঞ্জের পক্ষ নেয়। জো অরেঞ্জের দিকে পিস্তল তাক করে, হোয়াইট সাথে সাথে জো'র দিকে পিস্তল তাক করে আর এডি পিস্তল তাক করে হোয়াইটের দিকে। তৈরী হয় একটি [[মেক্সিকান স্ট্যান্ডঅফ]]। জো মিস্টার অরেঞ্জকে গুলি করে, এর পর হোয়াইটের গুলিতে জো মারা যায়। এডি এবার হোয়াইটকে গুলি করে আর সাথে সাথেই হোয়াইটের গুলিতে মারা যায় এডি। পিছনে লুকিয়ে থাকা মিস্টার পিংক হীরাগুলো নিয়ে পালায়। তার ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট জানা যায় না তবে পেছন থেকে আসা অস্পষ্ট কিছু কথা থেকে মনে হয় পুলিশের হাতে সে ধরা পড়েছে। মিস্টার হোয়াইট কাতরাতে কাতরাতে অরেঞ্জের মাথা তার কোলে নেয় আর তখনই পুলিশের গাড়ির সাইরেন বাজে। হোয়াইট বলে, কিড আমাদের হয়তো কয়েক বছর জেল খাটতে হবে। কিন্তু তখনই অরেঞ্জ জানায় সে কপ। বিধ্বস্ত মিস্টার হোয়াইট অবশেষে অরেঞ্জের মাথায় পিস্তল তাক করে এবং ঠিক তখনই পুলিশ প্রবেশ করে। পুলিশের কথা অগ্রাহ্য করে হোয়াইট অরেঞ্জকে গুলি করে, বিনিময়ে পুলিশও হোয়াইটকে গুলি করে। অরেঞ্জ ও হোয়াইট দুজনেই মারা যায়।
[[চিত্র:Harvey Keitel Mr White.JPG|frame|right]]
== চরিত্রসমূহ ==
* হার্ভে কাইটেল - মিস্টার হোয়াইট
* টিম রথ - মিস্টার অরেঞ্জ (আন্ডারকাভার পুলিশ কর্মকর্তা)
৫১ নং লাইন:
* স্টিভেন রাইট - কে-বিলি ডিজে 'র কণ্ঠ
 
== গ্রহণযোগ্যতা ==
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই মুভি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। [[এম্পায়ার]] সাময়িকী একে র্বকালের সেরা স্বাধীন চলচ্চিত্র হিসেবে আখ্যাঙিত করেছে। [[রটেন টম্যাটোস]] এ এর ৯৫% ফ্রেশ রেটিং রয়েছে। মেটাক্রিটিকে এর রেটিং ১০ এর মধ্যে ৮.৮।
 
রেজারভোয়ার ডগ্‌স পরবর্তীতে অনেক স্বাধীন চলচ্চিত্রকে প্রভাবিত করেছে এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণে উৎসাহ যুগিয়েছে। এটি স্বাধীন চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক। [[সঞ্জয় গুপ্ত]] পরিচালিত [[বলিউড|বলিউডের]] সিনেমা [[কাটে]] এই চলচ্চিত্রের একটি স্বীকৃতিবিহীন নকল তথা রিমেইক। কাটে'র কাহিনী এবং কথোপকথনের ধরণ একেবারে রেজারভোয়ার ডগ্‌সের মত।
 
== বহিঃসংযোগ ==
{{wikiquote}}
* {{imdb title|id=0105236|title=Reservoir Dogs}}
৬৬ নং লাইন:
{{কুয়েন্টিন টারান্টিনোর চলচ্চিত্র}}
 
[[categoryবিষয়শ্রেণী:মার্কিন চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:ইংরেজি চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:১৯৯২-এর চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:অপরাধ চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:গ্যাংস্টার চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:স্বাধীন চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:মাইরাম্যাক্সের চলচ্চিত্র]]
 
[[ca:Reservoir Dogs]]
৯০ নং লাইন:
[[hu:Kutyaszorítóban]]
[[id:Reservoir Dogs]]
[[it:Le Ieneiene (film)]]
[[ja:レザボア・ドッグス]]
[[mk:Касапски кучиња]]