সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২১ নং লাইন:
{{See also|নীহারিকা অনুকল্প}}
===প্রাক্-সৌর নীহারিকা===
[[নীহারিকা অনুকল্প|নীহারিকা অনুকল্পের]] মতে, একটি দৈত্যাকার [[আণবিক মেঘ|আণবিক মেঘের]] একটি খণ্ডাংশের অভিকর্ষীয় পতনের ফলে সৌরজগৎ গঠিত হয়েছিল।<ref name="Montmerle2006" /> মূল মেঘটি ২০ [[পারসেক]] (৬৫ [[আলোকবর্ষ]]) প্রশস্ত ছিল,<ref name="Montmerle2006" /> অন্যদিকে খণ্ডাংশটি ছিল মোটামুটি ১ পারসেক (সওয়া তিন আলোবর্ষ) প্রশস্ত।<ref name="Arizona">{{cite web|title=লেকচার ১৩: দ্য নেব্যুলার থিওরি অফ দি অরিজিন অফ দ্য সোলার সিস্টেম |অনূদিত-শিরোনাম= ত্রয়োদশ বক্তৃতা: সৌরজগতের উৎসের নীহারিকা তত্ত্ব|url = http://atropos.as.arizona.edu/aiz/teaching/nats102/mario/solar_system.html| author=অ্যান জাবলুডফ |author-link= অ্যান জাবলুডফ | access-date=২০০৬-১২-২৭ | date=বসন্ত ২০০৩ }}</ref> খণ্ডাংশগুলি আবারও ভেঙে পড়ে ০.০১-০.১ পারসেক (২,০০০-২০,০০০ [[জ্যোতির্বৈজ্ঞানিক একক|জ্যো.এ.]]) আকারবিশিষ্ট ঘন অন্তঃস্থল গঠন করে।<ref group="lower-alpha">জ্যোতির্বৈজ্ঞানিক একক বা জ্যো.এ. হল পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গড় দূরত্ব বা প্রায় ১৫ কোটি কিলোমিটার। এটি আন্তঃগ্রহ দূরত্ব পরিমাপের প্রামাণ্য একক।</ref><ref name="Montmerle2006" /><ref>{{cite journal|journal=আর্থ, মুন, অ্যান্ড প্ল্যানেটস |publisher=স্প্রিংগার নেদারল্যান্ডস |volume=৩৪ |year= ১৯৮৬ |pages=৯৩–১০০ |title= ফারদার কনসিডারেশনস অন কনট্র্যাকটিং সোলার নেব্যুলা |অনূদিত-শিরোনাম= সৌর নীহারিকার সংকোচন প্রসঙ্গে অতিরিক্ত বিবেচনা |author=জে. জে. রাওয়াল |place=নেহেরু প্ল্যানেটোরিয়াম, বোম্বাই, ভারত| doi=10.1007/BF00054038|issue=১|bibcode=1986EM&P...34...93R |s2cid=121914773}}</ref> এই পতনশীল খণ্ডাংশগুলির একটিই (যা "প্রাক্-সৌর নীহারিকা" নামে পরিচিত) যা গঠন করে তা পরিণত হয় সৌরজগতে।<ref name="composition">{{cite conference | author=ডব্লিউ. এম. আরভিন | title=দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য প্রি-সোলার নেব্যুলা |অনূদিত-শিরোনাম= প্রাক্-সৌর নীহারিকার রাসায়নিক গঠন | book-title=কমেটারি এক্সপ্লোরেশন |year=১৯৮৩ | volume=১ | editor=টি. আই. গমবোসি | pages=৩–১২ | bibcode=1983coex....1....3I }}</ref> এই অঞ্চলটির উপাদানসমষ্টির ভর ছিল সূর্যের ভরের ({{Solar mass|link=y}}) সামান্য বেশি এবং এই উপাদানসমষ্টি ছিল আজকের সূর্যের উপাদানসমষ্টিরই অনুরূপ। এই উপাদানগুলি হল [[মহাবিস্ফোরণ আণবসংশ্লেষকেন্দ্রীন সংশ্লেষ|মহাবিস্ফোরণ আণবসংশ্লেষেরকেন্দ্রীন সংশ্লেষের]] ফলে উদ্ভূত [[হাইড্রোজেন]], [[হিলিয়াম]] ও সামান্য পরিমাণে [[লিথিয়াম]], যা এটির ভরের ৯৮ শতাংশ গঠন করেছিল। অবশিষ্ট ২ শতাংশ ভর [[মেটালিসিটি|অধিকতর ভারী মৌল]] দ্বারা গঠিত, যা সৃষ্টি হয় নক্ষত্রগুলির পূর্বতর প্রজন্মগুলিতে [[আণবসংশ্লেষকেন্দ্রীন সংশ্লেষ|আণবসংশ্লেষেরকেন্দ্রীন সংশ্লেষের]] দ্বারা।{{sfn|জেইলিক|গ্রেগরি|১৯৯৮|p=২০৭}} এই নক্ষত্রগুলির জীবদ্দশার বিলম্বিত পর্যায়ে এগুলি অধিকতর ভারী মৌলগুলিকে [[আন্তঃনাক্ষত্রিক মাধ্যম|আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে]] উৎক্ষিপ্ত করে দেয়।<ref name=Lineweaver2001 />
 
== তথ্যসূত্র ও পাদটীকা ==