সমর দাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
+en
সম্প্রসারণ
১ নং লাইন:
'''সমর দাস''' ([[ডিসেম্বর ১০]], [[১৯২৯]] - [[সেপ্টেম্বর ২৫]], [[২০০১]]) একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি [[পুরানো ঢাকা|পুরানো ঢাকার]] নবদ্বীপ বসাক লেন এলাকায় জন্ম গ্রহনগ্রহণ করেন। ২০০১ সালের ২৫শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন।
 
==সঙ্গীত জীবন==
তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের তথা বাংলাদেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র [[মুখ ও মুখোশ|মুখ ও মুখোশের]] সঙ্গীত পরিচালনা করেছিলেন। ''পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল''; তাঁর অন্যতম কীর্তি। তিনি [[স্বাধীন বাংলা বেতার কেন্দ্র|স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের]] প্রধান সঙ্গীত পরিচালক ছিলেন।
তিনি যন্ত্রশিল্পী বিশেষ করে গিটার ও পিয়ানোবাদক। তিনি বহু [[বাংলা গান|বাঙলা গানের]] সুরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার সুর করা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙ্গর তোলো তোলো’ প্রভৃতি গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। রেডিও-টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্য অসংখ্য গানের তিনি সঙ্গীত পরিচালক।
 
==মৃত্যু==
২০০১ খৃস্টাব্দের ২৫শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। ঢাকার [[ওয়ারী|ওয়ারীস্খ]] খৃষ্টান গোরস্খানে তার সমাধি রয়েছে।
 
 
 
 
 
 
{{অসম্পূর্ণ}}