জিরোলামো কার্দানো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে ১৫৭৬-এ মৃত্যু ( হটক্যাট ব্যবহার করে)
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: la:Hieronymus Cardanus; cosmetic changes
১ নং লাইন:
[[চিত্র:Cardano.jpg|thumb|right|জিরোলামো কার্দানো এর স্কেচ]]
'''জিরোলামো কার্দানো''' ([[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]]: Girolamo Cardano) ([[১৫০১]]-[[১৫৭৬]]) [[ইতালি|ইতালীয়]] [[চিকিৎসাবিজ্ঞান|চিকিৎসক]], [[গণিত|গণিতবিদ]], জ্যোতিষী ও জুয়াড়ি। তিনি ইতালির পাভিয়াতে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব সুখের ছিল না। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাধর ছিলেন। বড় হয়ে তিনি এক উচ্ছৃঙ্খল বহুশাস্ত্রজ্ঞে পরিণত হন। তিনি [[১৫৪৩]] সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়ে এবং [[১৫৬২]] সালে বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। [[১৫৫১]] সালে তিনি স্কটল্যান্ডের আর্চবিশপ সেন্ট অ্যান্ড্রুজের অ্যাজমা সারিয়ে দেন এবং লন্ডনে রাজা ৬ষ্ঠ এডওয়ার্ডের রাশিফল বলে দেন। তিনি যীশুখ্রিস্টের রাশিফলও প্রকাশ করেছিলেন। এ কারণে ১৫৭০ সালে তাকে ধর্মদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হয়। কিন্তু পোপ ৫ম পিউস তাঁকে মুক্তি দেন।
 
কার্দানো প্রায় ২০০টির মত বই লিখেছিলেন, তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ''আর্স মাগ্‌না'' (''Ars Magna'') বইটি। এই বইতেই সাধারণ ত্রিঘাত সমীকরণ ও সাধারণ চতুর্ঘাত সমীকরণের সমাধান প্রথম প্রকাশিত হয়, যদিও এই সমাধান দুইটি যথাক্রমে তারতাইলিয়া ও কার্দানোর সহকারী [[লুদোভিকো ফেরারি|লুদোভিকো ফেরারি-র]] অবদান ছিল। কার্দানো তাঁর সময়কার [[বীজগণিত]] ও [[ত্রিকোণমিতি|ত্রিকোণমিতিতে]] জ্ঞানসম্পন্ন একজন অসাধারণ গণিতবিদ ছিলেন। কার্দানোর আরেকটি বিখ্যাত বই হল ''লিবের দে লুদো আলেয়ায়ে'' (''Liber de ludo aleae''), যাতে সম্ভাবনার একেবারে প্রাথমিক কিছু গাণিতিক ধারণা সন্নিবিষ্ট হয়েছে; এই বইতে কার্দানো তাঁর জুয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগান।
 
মৃত্যুর কিছুদিন আগে কার্দানো তাঁর আত্মজীবনী ''দে প্রোপ্রিয়া ভিতা'' (''De propria vita'') লেখা শেষ করেন। কার্দানোর ব্যক্তিজীবন সুখের ছিল না। তাঁর এক ছেলেকে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তাঁর আরেক ছেলে বিভিন্ন অপরাধের কারণে প্রায়ই কারাগারে নিক্ষিপ্ত হতেন।
 
[[Categoryবিষয়শ্রেণী:ইতালীয় গণিতবিদ]]
[[Categoryবিষয়শ্রেণী:১৫০১-এ জন্ম]]
[[Categoryবিষয়শ্রেণী:১৫৭৬-এ মৃত্যু]]
 
[[az:Cerolamo Kardano]]
২৬ নং লাইন:
[[ja:ジェロラモ・カルダーノ]]
[[ko:지롤라모 카르다노]]
[[la:Hieronymus Cardanus]]
[[nl:Girolamo Cardano]]
[[no:Girolamo Cardano]]