উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/খাঁ শুভেন্দু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎সমর্থন: সমর্থন প্রত্যাহার করলাম
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎সমর্থন: মন্তব্য যোগ
২০৪ নং লাইন:
#: {{উত্তর|Asmita comp}} যে প্রশ্নটি নিয়ে আপনি আপত্তি তুলেছেন সেটি নীতিমালার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি না এবং সেটি কোনো আক্রমণও নয়। প্রশাসক না হতে পারলে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বিষয়টি আগে হয়েছে এবং অনেক প্রকল্পেই এমনটি হয়। তবে প্রশ্ন যারা করেন তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকেই করেন, তাই প্রশ্ন হিসেবে এটি কতোটা সুচিন্তিত সে বিষয়ে নানা মত আসতে পারে। আর উইকিপিডিয়ার অপসারণ প্রস্তাবনার সিদ্ধান্ত কোনো প্রশাসক নিলেও তা কিন্তু ঐ অপসারণ প্রস্তাবনায় অংশগ্রহণকারী ব্যবহারকারীদের মতামত ও যুক্তির সাপেক্ষেই নেওয়া হয়। ভারত ও বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলোতে কোনো বৈষম্য আছে বলে আমি মনে করি না, এবং একই সাথে দলগতভাবে প্রশাসকরা নিরপেক্ষভাবে কাজ করছেন না সেটিও আমি মনে করি না। তবে এগুলো প্রশাসকত্বের আবেদন পাতায় আলোচনার অন্তর্ভুক্ত নয়। আপনি কোনো কর্মকাণ্ডে নিরপেক্ষতার বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে চাইলে [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা]]য় সাদর আমন্ত্রণ। — [[User:Wikitanvir|তানভির]] • ১৩:০০, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
#:: "ভারত ও বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলোতে কোনো বৈষম্য আছে বলে আমি মনে করি না, এবং একই সাথে দলগতভাবে প্রশাসকরা নিরপেক্ষভাবে কাজ করছেন না সেটিও আমি মনে করি না।" বুঝেছি। তাহলে এই মিথ্যা ধারণার উপর ভিত্তি করে প্রশাসকের আবেদককে প্রশ্ন করা উইকির নীতিমালা অনুযায়ী সঠিক? বিশেষ করে যখন এই রকম হাইপোথেটিক্যাল/ লিডিং প্রশ্নের উত্তরের ওপর আবেদকের আবেদন বিচার করা হচ্ছে - তখনো এরকম হাইপোথেটিক্যাল্প্রশ্ন করা নীতিসম্মত? বেশ বুঝেছি। "আপনি কোনো কর্মকাণ্ডে নিরপেক্ষতার বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ " -- আমার অভিযোগ নেই। উপরে একজন ব্যবহারকারী এই প্রশ্ন করেছেন, এবং তাকে কোন প্রশাসক সতর্ক করেননি, সেটা তো দেখাই যাচ্ছে। আমি একটি উদাহরণ দিয়েছিলাম একটি বার্তা সংক্রান্তে - সেটার উত্তর পেলাম না। [[ব্যবহারকারী:Asmita comp|Asmita comp]] ([[ব্যবহারকারী আলাপ:Asmita comp|আলাপ]])
#::: আপনি প্রশ্ন নিয়ে সেসকল আলোচনা করছেন বা প্রশ্ন করছেন তার জন্য [[উইকিপিডিয়া আলোচনা:প্রশাসক হওয়ার আবেদন/খাঁ শুভেন্দু]] রয়েছে। আপনি সেখানে আলোচনা করতে পারেন। আশা করি অন্যরাও অংশ নেবেন। আর অন্যান্য যে-কোনো প্রশ্নের উত্তরের জন্য সুনির্দিষ্ট পাতায় প্রশ্নটি করুন বা আলোচনা শুরু করুন। এটি প্রশাসকত্বের আবেদনের পাতা ও সেই আবেদনের প্রেক্ষিতে মত প্রকাশের পাতা। আপনি সম্পূর্ণ যে সকল বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন সেজন্য সুনির্দিষ্ট পাতা আছে যার লিংক আমি আপনাকে আগেও দিয়েছি, অনুগ্রহ করে নির্দেশনাগুলো অনুসরণ করুন। — [[User:Wikitanvir|তানভির]] • ১৩:১১, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
 
==== বিরোধিতা ====