জাভেদ ইকবাল (খুনী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
'''জাভেদ ইকবাল উমার'''<ref>"[http://www.dawn.com/news/896/lahore-the-story-of-a-pampered-boy LAHORE: The story of a pampered boy] {{Webarchive|url=https://web.archive.org/web/20140527214941/http://www.dawn.com/news/896/lahore-the-story-of-a-pampered-boy |date=27 May 2014 }}." ''[[Dawn (newspaper)|Dawn]]''. 11 October 2001. Retrieved on 26 May 2014.<!--Old URL: http://www.dawn.com/2001/10/11/local43.htm--></ref> (1956 &ndash; ৮ অক্টোবর ২০০১) একজন বহুঘাতক বা সিরিয়িাল কিলার এবং শিশু যৌন নিপিড়ক এবং ৬ থেকে ১৬ বছর বয়সী ১০০ জন বালকের হত্যাকারী। শ্বাসরোধ করে হত্যা করার পর ইকবাল মৃতদেহগুলোকে টুকরো টুকরো করতেন এবং এসিডে ডুবিয়ে রাখতেন। পরে এসিডের ভিতরে দ্রবিভূত হয়ে যাওয়া গলিত মৃতদেহ নদীতে ফেলে দিয়ে সমস্ত প্রমাণ গোপন করতেন। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। দন্ডাদেশে সে যেভাবে বালকদেরকে হত্যা করেছে ঠিক সেই ভাবে তার মৃত্যু কার্য়কর করার নির্দেশ দেয়া হয়। অর্থাৎ, মৃতদের পিতামাতাদের সম্মুখে তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করার পর তার দেহকে একশত টুকরো করার পর (প্রতিটি খুনের জন্য একটি করে) এসিডে পূর্ণ পাত্রে চুবিয়ে রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু মৃত্যুদন্ড কার্য়কর করার পূর্বেই সে কারাগারের অভ্যন্তরে আত্মহত্যা করে।<ref>https://www.banglatelegraph.com/article/28440</ref>
 
==প্রাথমিক জীবন==
==Early life==
ব্যাবসায়ী পিতার আট সন্তানের মধ্যে ইকবাল ছিলেন ষষ্ঠ। তিনি লাহোরের রেলওয়ে রোডে অবস্থিত, সরকারী ইসলামিয়া কলেজে লেখাপড়া করেন। ১৯৭৮ সালে ছাত্র থাকা অবস্থায় তিনি স্টিল রিকাস্টিং এর ব্যবসা শুরু করেন। তিনি পিতার ক্রয়কৃত সাদবাগ নামের বাড়ীতে আরো কিছু বালকের সাথে বসবাস করতেন। <ref>"[http://www.indiatvnews.com/crime/news/serial-killer-javed-iqbal-who-sexually-abused-and-killed-2733.html Serial killer Javed Iqbal who sexually abused and killed 100 children in Pakistan]" ([https://www.webcitation.org/6PqlVwKyg Archive]). ''[[India TV]]''. Updated 26 February 2014. Retrieved on 26 May 2014.</ref>