সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কাজ চলছে}}
[[File:Protoplanetary-disk.jpg|thumb|upright=1.5|শিল্পীর কল্পনায় একটি [[প্রাক্গ্রহীয়আদিগ্রহীয় চাকতি]]]]
'''[[সৌরজগৎ|সৌরজগতের]] উদ্ভব ও বিবর্তন''' সূচিত হয়েছিল প্রায় ৪৫৭ কোটি বছর আগে এক দৈত্যাকার [[আণবিক মেঘ|আণবিক বেঘের]] একটি ক্ষুদ্র অংশের [[মহাকর্ষীয় পতন|মহাকর্ষীয় পতনের]] মাধ্যমে।<ref name="Bouvier" /> উক্ত পতনশীল ভরের অধিকাংশই কেন্দ্রস্থলে সঞ্চিত হয়ে [[সূর্য|সূর্যের]] উদ্ভব ঘটায় এবং অবশিষ্ট ভর চ্যাপ্টা আকার ধারণ করে একটি [[প্রাক্গ্রহীয়আদিগ্রহীয় চাকতি]] গঠন করে। এই চাকতি থেকেই [[গ্রহ]], [[প্রাকৃতিক উপগ্রহ|উপগ্রহ]], [[গ্রহাণু]] ও অন্যান্য [[সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ|ক্ষুদ্র সৌরজাগতিক বস্তুর]] উদ্ভব ঘটে।
 
[[নীহারিকাবাদ]] নামে পরিচিত এই তত্ত্বটি অষ্টাদশ শতাব্দীতে [[ইমানুয়েল সুইডেনবার্গ]], [[ইমানুয়েল কান্ট]] ও [[পিয়ের সিমোঁ লাপ্লাস]] কর্তৃক প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল। পরবর্তীকালে [[জ্যোতির্বিজ্ঞান]], [[রসায়ন]], [[ভূতত্ত্ব]], [[পদার্থবিদ্যা]] ও [[গ্রহবিজ্ঞান|গ্রহবিজ্ঞানের]] মতো বিজ্ঞানের নানা শাখা এই তত্ত্বটির সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯৫০-এর দশকে মহাকাশযুগের সূচনা এবং ১৯৯০-এর দশকে [[বহির্গ্রহ|বহির্গ্রহের]] আবিষ্কারের পর তত্ত্বটির যথার্থতা যেমন প্রতিযোগিতার পড়ে, তেমনই আবার নতুন পর্যবেক্ষণের ভিত্তিতে এই তত্ত্বে বিভিন্ন সংশোধনীও আনা হয়।