বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Frdayeen (আলোচনা | অবদান)
৪৪১ নং লাইন:
 
বাজে কথা। আপনি এই সব শব্দের উচ্চারণ ও বানান কোথায় শুনেছেন/পড়েছেন/দেখেছেন? আপনি এগুলি নিয়ে আদৌ পড়াশোনা করেন কি না আমার ভাল সন্দেহ আছে। কিন্তু আমি করি। আপনি যেটা করেছেন, সেটা হল ইংরেজি উইকির কিছু অংশের অনুবাদ, এবং ইংরেজিতে লেখা শব্দগুলির উচ্চারণ যেভাবে যেভাবে আপনার মাথায় এসেছে, সেভাবে আপনি লিখেছেন। যেমন ইংরেজিতে লেখা আছে registan, আপনিও লিখেছেন "রেগিস্তান" অথচ শব্দটার আসল উচ্চারণ "রিগেস্তন"। ইংরেজির বানান দেখে ফার্সি উচ্চারণ হয় না। আপনার জ্ঞানের দৌড় কতদূর আমার জানা আছে। বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণের ব্যাপারে উইকিতে নীতি পাতা আছে, সেটা অনুসারেই আমার বানানগুলি করা। মনগড়া কিছু নয়। এগুলি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আপনি এগুলি সব খুব ভালমতই জানেন। আপনার এ ধরনের কাজকর্ম আমার আগেও ভাল লাগেনি, এখনও ভাল লাগছে না। আপনি বয়সে ছোট মানুষ, উৎসাহ অতিরিক্ত বেশি, ফাঁকা আত্মবিশ্বাসটাও একটু বেশি মনে হয়। এসব বন্ধ করুন। যাই হোক, ইংরেজি উইকির কিছু অংশ অনুবাদের জন্য ধন্যবাদ। আমি পরে নিবন্ধটা ঠিক করে নেব। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১৯:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
 
== বাংলা ফন্ট ভেঙ্গে যাচ্ছে ==
 
বেলায়েত ভাই অনেক দিন পর কাজ করতে এসে ভালো লাগছে । কিন্তু FF 3.5 এ যখনি আমি সম্পাদনা tab এ ক্লিক করছি তখন ফন্ট গুলো ভেঙ্গে যাচ্ছে । এমনি বাংলা লিখলেও সম্পাদনাতে আ-কার, ই-কার গুলো অক্ষরের পর আসছে । আমি wikipedia র বাংলা কি-বোর্ড+অভ্র দুটোদিয়েই try করেছি। কোন সমাধান দিতে পারবেন কি? এভাবে edit করতে কষ্ট হচ্ছে । --[[User:Frdayeen|<font color="002200">দায়ীন</font>]]<b><sup>([[User talk:Frdayeen|<font color="9999CC">আলাপ</font>]])</sup>/<sub>([[Special:Contributions/Frdayeen|<font color="996633">অবদান</font>]])</sub></b> ০৬:২২, ১৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)