রসিকলাল চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:যশোর জেলার ব্যক্তি যোগ
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==জীবনী==
রসিকলাল চক্রবর্তীর পিতার নাম রামরতন। ভক্ত কবি রসিকলাল যশোর জেলার রায়গ্রামে জন্মগ্রহন করেন। তিনি প্ৰথমে কয়েকটি যাত্ৰাদলে যোগ দেন। পরে নিজেই বালক সঙ্গীত নামে দল গঠন করে ১২৯৫ বঙ্গাব্দে। তাঁর স্বরচিত পালা জীবোদ্ধার অভিনয় করান। তিনি ‘বালক সঙ্গীতে’র প্রবর্তক। বালক সঙ্গীত প্ৰথমে কয়েকটি সঙ্গীতের সমষ্টি ছিল, পরে তিনি তাঁর সঙ্গে শ্ৰীগৌরাঙ্গের জীবনকথা কবিতাকারে সংশ্লিষ্ট করেন। নবদ্বীপের সুধীজনমণ্ডলী তাকে ‘গুণাকর’ উপাধি ও রতনপুর গ্রামের পণ্ডিত সম্মেলন তাকে ‘গীতরত্নাকর’ উপাধি দেয়। ১৩১১ বঙ্গাব্দে তিনি সাধক সঙ্গীতের দল তৈরী করেন।
 
==রচিত গ্রন্থ==