হ্যাপ্লয়েড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
(সংশোধন)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
১ নং লাইন:
একপ্রস্থ বিশিষ্ট ক্রোমোজোমগুলোকে '''হ্যাপ্লয়েড''' বলে। এবং, যেসব কোষে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে সেগুলো '''হ্যাপ্লয়েড কোষ।''' অনুরুপভাবে, যেসব জীবের দেহকোষ ''হ্যাপ্লয়েড প্রকৃতির'' তাদেরকে '''হ্যাপ্লয়েড জীব''' বলে। দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে একটি [[ডিপ্লয়েড|'''[[ডিপ্লয়েড]]''']] কোষ সৃষ্টি করে। উল্লেখ্য, হ্যাপ্লয়েড কোষকে (n) এবং ডিপ্লয়েড কোষকে (2n) দিয়ে চিহ্নিত করা হয়।
 
যেসকল ডিপ্লয়েড জীবে [[যৌন প্রজনন]] দেখা যায়, সেগুলোর জননকোষ সৃষ্টির সময় [[মিয়োসিস]] কোষ বিভাজনের মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ (2n) থেকে চারটি হ্যাপ্লয়েড কোষের (n) সৃষ্টি হয়। অর্থাৎ জীবের পুরুষ বা স্ত্রী জননকোষ হ্যাপ্লয়েড হয়ে থাকে। পরবর্তীতে [[জাইগোট]] সৃষ্টির সময় দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে একটি ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ডিপ্লয়েড কোষই [[মাইটোসিস]] প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হয়ে বিশালাকার জীবদেহ সৃষ্টি করে।
৫ নং লাইন:
কিছু উদ্ভিদ এবং প্রাণী হ্যাপ্লয়েড কিংবা '''পলিপ্লয়েড''' ''(দুইয়ের অধিক সেটের ক্রোমোজোম)'' কোষের অধিকারী। উদাহরণস্বরুপ, এক প্রজাতির গম ''হেক্সাপ্লয়েড'', অর্থাৎ তাতে ''6-set chromosome'' বিদ্যমান (যদিও অন্যান্য প্রজাতির গম ''2-set chromosome'' বিশিষ্ট।) অর্থাৎ এটি একটি পলিপ্লয়েড। অনেক সময়ই ''single set chromosome'' কে বোঝাতে "'''''মনোপ্লয়েড"''''' শব্দটি ব্যবহার করা হয়।
 
আবার, ''Hymenoptera'' বর্গের পতন্গদের মধ্যে (যেমন: পিঁপড়া, মৌমাছি এবং Wasp ইত্যাদি) পুরুষরা হ্যাপ্লয়েড। অর্থাত, মূলত তাদের একপ্রস্থবিশিষ্ট বা ''Single set chromosome'' তারা তাদের মাতা হতে লাভ করে। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে। হ্যাপ্লয়েড পতন্গদেহে উৎপন্ন সব স্পার্মই আইডেন্টিকাল হয়, যেখানে ডিপ্লয়েড male কতৃককর্তৃক উৎপন্ন স্পার্মগুল‌ো পরস্পরের থেকে জীনগতভাবে ভিন্ন হয়। সকল [[ব্যাক্টেরিয়া|ব্যাকটেরিয়া]], প্রোটোজোয়া পর্বের অধিকাংশ প্রাণীদের জীবনের অধিকাংশ সময়কাল জুড়েই হ্যাপ্লয়েড অবস্থা দেখতে পাওয়া যায়।
 
 
ডিপ্লয়েড জীবের জনন কোষের (পুরুষ বা স্ত্রী) নিউক্লিয়াস এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে যা ঐ জীবের হ্যাপ্লয়েড অবস্থা তথা '''হ্যাপ্লয়ডি''' (Haploidy)। যেমন রুই মাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ২৫ জোড়া যার প্রতিটি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে এক সেট ক্রোমোজোম গঠিত হয় এবং প্রতিটি জোড়া থেকে অপর ক্রোমোজোমটি নিয়ে অপর এক সেট ক্রোমোজোম গঠিত হয়। যায় ডিপ্লয়েড জীবের দেহকোষ যে দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে তার এক সেট আসে মায়ের জনন কোষ থেকে থেকে অন্য সেটটি আসে বাবার জনন কোষ থেকে।
 
<!-- এই সম্পাদনাটি যাচাইকৃত নয়। আপনি এই সম্পাদনাটি বিনামূল্যে সংস্কার বা সম্প্রসারণের মধ্য দিয়ে উইকিপিডিয়ার মুক্ত জগতে অবদান রাখতে পারেন -->
 
[[বিষয়শ্রেণী:বংশাণুবিজ্ঞান]]
[[বিষয়শ্রেণী:জীববিজ্ঞান পরিভাষা]]