ভারতের গভর্নর-জেনারেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১ নং লাইন:
[[চিত্র:Flag of the Governor-General of India (1885–1947).svg|right|thumb|300px|গভর্নর জেনারেলের পতাকা (১৮৮৫ - ১৯৪৭)। একটি ইউনিয়ন ফ্ল্যাগের উপর ভারতের রাজকীয় মুকুটের পেছনে ভারতীয় তারকা শোভা পাচ্ছে।]]
'''ভারতের গভর্নর-জেনারেল''' (অথবা ১৮৫৮ থেকে ১৯৪৯ পর্যন্ত '''গভর্নর-জেনারেল এবং ভারতের ভাইসরয়''') ছিলেন ভারতে ব্রিটিশ প্রশাসনের প্রধান। পরবর্তী কালে স্বাধীন ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি। ১৮৫৮ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রনে থাকা যাবতিয় এলাকা এবং সম্পদ সরাসরি ব্রিটিশ রাজের অধিনে নিয়ে আসা হয়। ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসাবে গভর্ণর জেনারেল সমস্ত ব্রিটিশ প্রদেশগুলো শাসন করত। এদের মধ্যে ছিল পাঞ্জাব, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ এবং সংযুক্ত প্রদেশ (আগ্রা ও ওউধ )। এর পাশাপাশি কিছু অন্যান্য কিছু এলাকা তাদের ব্রিটিশদের অধিনে ছিল।<ref>The term [[British India]] is mistakenly used to mean the same as the British Indian Empire, which included both the provinces and the [[princely states|Native States]].</ref> যদিও সমগ্র ভারত সরাসরি ব্রিটিশ রাজের শাসনাধীন ছিল না। প্রায় একশতরও বেশী দেশীয় রাজ্য তখন ব্রিটিশ রাজের অধিকার স্বীকার করে নিয়ে তাদের নিজ নিজ রাজ্য শাসন করত। মুঘল সম্রাটদের উত্তরাধিকার হিসাবে তারা সরাসরি ব্রিটিনের রাজ সিংহাসনের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। ১৮৫৮ সালের পর গভর্নর জেনারেলকে রাজপ্রতিনিধী হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলে এসকল দেশী রাজ্যগুলোর উপরও তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
 
== গভর্নর জেনারেলদের তালিকা ==