প্রেরিত পিতর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইম্মানূয়েল (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ইম্মানূয়েল (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৮৩ নং লাইন:
পিটারের আসল নাম ছিল '''সিমন''' (গ্রীক Σίμων) বা '''সিমেওন''' (গ্রীক : Συμεών)। পরবর্তীকালে তাকে ''কেফা'' (আরামীয় : כֵּיפָא) বা ''পেট্রস'' (গ্রীক : Πέτρος) নাম দেওয়া হয়। এই নামটির অনেকেই অনেকরকম ব্যাখ্যা দিয়ে থাকেন, যেমন শক্ত পাথর, মূল্যবান মণি ইত্যাদি। তবে অধিকাংশ পণ্ডিতরাই মেনে থাকেন যে এই নামটির দ্বারা সিমনের সদাসহিষ্ণু চরিত্রই দর্শানো হয়েছে। এই নামটিই কালানুক্রমে ভাষান্তরে ল্যাটিন ভাষায় ''পেট্রাস'' ও ইংরেজিতে ''পিটার'' হয়ে দাঁড়ায়। নূতন নিয়মে Σίμων Πέτρος (''সিমন পেট্রস'') নামটিকে ১৯ বার উল্লেখ করা হয়েছে। সিরীয়রা তাকে ''সিমন কেফাস'' বলেও ডাকেন। বাংলায় সাধারণতঃ তাকে ''সিমন পিটার'' বা ''সিমন পিতর'' নামেই ডাকা হয়ে থাকে।
 
== নূতন নিয়মে পিটারেরপিতরের বর্ণনা ==
সকল বাণীপ্রচারকদের সুসমাচার, শিষ্যচরিত, হিব্রুদের সুসমাচার ইত্যাদি গ্রন্থগুলিতে পিটারেরপিতরের জীবনকাহিনীর উল্লেখ আছে। পিটারপিতর বেথসাইদারবৈৎসৈদার একজন জেলে ছিলেন। তারতাঁর নাম ছিল সিমনশিমোন, যোনার পুত্র। প্রথম তিনটি বাণীপ্রচারকদের সুসমাচারই বর্ণনা করে যে পিটারেরপিতরের শাশুড়ী যীশুর দ্বারা ব্যাধি থেকে সুস্থ হয়ে ওঠেন কাফারনাউমেকফরনূমে তার বাড়িতে; এর দ্বারা এটি স্পষ্ট যে পিটারপিতর বিবাহিত ছিলেন।
 
প্রথম তিনটি বাণীপ্রচারকদের সুসমাচারগুলির মধ্যে, পিটারপিতর (তখন সিমনশিমোন) তার ভাই, অ্যান্ড্রু[[প্রেরিত আন্দ্রিয়|আন্দ্রিয়]] এবং জেবডিরসিবদিয়ের দুই পুত্র - জেমস[[সিবদিয়ের পুত্র যাকোব|যাকোব]][[প্রেরিত যোহন|যোহনের]] মতমতো একজন জেলে ছিলেন। [[সাধু মথি লিখিত সুসমাচার]] এবং মার্কের[[সাধু মার্ক লিখিত সুসমাচারেসুসমাচার]]ে প্রভু যীশু সিমনশিমোন ও তার ভাই অ্যান্ড্রুকেআন্দ্রিয়কে <nowiki>''</nowiki>'''''মানবজাতির জেলে''''' ''<nowiki>''</nowiki>'' হওয়ার জন্যে তাকেতাঁকে অনুসরণ করতে বলেছিলেন।
 
মথি, মার্ক ও [[সাধু যোহন লিখিত সুসমাচার|যোহনের সুসমাচারে]] যীশুর জলের উপর দিয়ে হাঁটার ঘটনাটির উল্লেখ আছে। মথির সুসমাচারে এর সাথে রয়েছে ক্ষণিকের জন্যে পিটারেরপিতরের জলের উপর চলার কাহিনীর বর্ণনা। অবশ্য, মুহূর্তের মধ্যেই পিটারপিতর ডুবতে শুরু করে, কারণ তখনও যীশুর উপর তার সম্পুর্ণ বিশ্বাস জাগেনি।
 
যীশুর অন্তিম[[নিস্তারপর্বের সান্ধ্যভোজেভোজ]]ে তিনি যখন তারতাঁর শিষ্যদের পা ধুয়ে দিতে চাইলেন, পিটারপিতর আপত্তি জানিয়েছিলেন। তবে যীশুর কথাই তাকে মানতে হয়েছিল। আজও বেশ কিছু খ্রীস্টধর্মাবলম্বিখ্রীস্টধর্মাবলম্বী মন্ডিমণ্ডলী থার্সডে-রবৃহস্পতিবার দিন এই পা ধোয়ার অনুষ্ঠান পালন করে থাকে।
 
তিনটি প্রধান সুসমাচারেই উল্লেখ আছে যে, যীশুকে যখন বন্দিবন্দী করা হয়, তার এক সঙ্গী প্রধান যাজকের এক ভৃত্যের ডান কান কেটে ফেলে। যোহনের সুসমাচার বলে যে পিটারপিতর ছিল সেই ঘাতক ও সেই ভৃত্যের নাম ছিল ম্যাল্কাস। লুকলূক আরও উল্লেখ করেকরেন যে যীশু সেই কাটা কান সারিয়ে তোলেন এবং এটাই হয় তার ৩৭ অলৌকিক ঘটনার অন্তিম চমৎকার। সুসমাচার অনুযায়ী এরপর পিটারপিতর তিনবার যীশুকে প্রত্যাখ্যান করেন। তবে যীশুর পুনরুত্থানে যীশুর প্রশ্নে তিনি তিনবার তার প্রতি ভালোবাসা স্বীকার করেন।
 
মথির সুসমাচারে যীশু আত্মপরিচয় জানতে চাইলে পিটারইপিতরই একমাত্র স্বীকার করেন যে তিনি মানবপুত্র হয়েও মশীহ, জীবন্ত [[পুত্র ঈশ্বর|ঈশ্বরের একমাত্র সন্তান।সন্তান]]। তখন যীশু পিটারকেপিতরকে <nowiki>''</nowiki> '''''মণ্ডলীর প্রস্তর''''' <nowiki>''</nowiki> বলে আখ্যানআখ্যা করেছিলেন এবং তারতাঁর হাতে স্বর্গের চাবিকাঠি তুলে দেবার কথা বলেছিলেন।
 
রোমীয় শাসনে তাকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়।
 
==তথ্যসূত্র==
{{সূত্রতালিকা}}
 
[[বিষয়শ্রেণী:খ্রিস্টধর্মের আদিপ্রচারক]]