সামুয়েল হানেমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৩ নং লাইন:
হানেমান ১৮০৫ সালে [[হোমিওপ্যাথি]] চিকিৎসা চালু করেন। ১৮১০ সালে চিকিৎসা নিয়মাবলী সংক্রান্ত গ্রন্থ অর্গানন অব রেসনাল হেলিং আর্ট (Organon der rationellen Heilkunde)<ref>https://de.wikipedia.org/wiki/Organon_der_Heilkunst</ref> জার্মানি ভাষায় প্রকাশ করেন পরবর্তীকালে যা অর্গানন অব মেডিসিন নামে প্রকাশিত হয়। [[১৮১২|১৮১২ সালের]] ২৯ শে সেপ্টেম্বর হতে ১৮২১ সাল পর্যন্ত লিপজিগ বিশ্বিবিদ্যালয়ে হোমিওপ্যাথি বিষয়ে শিক্ষা দান করেন।। কথ্বেনে এসে সাফল্য পান। [[১৮৩৫|১৮৩৫ সালের]] জুন মাসে জার্মানি ছেড়ে প্যারিসে বসবাস শুরু করেন এবং [[১৮৪৩|১৮৪৩ সালে]] সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন।।
 
==বাল্য কাল==
 
জামুয়্যেল হ্যানেমান (জার্মান উচ্চারণ) জার্মানির সাক্সনী রাজ্যের ড্রেসড্রেন শহরের নিকটে মিশেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্রিশ্চিয়ান গটফ্রিড হ্যানেমান [[Christian Gottfried Hahnemann]] চীনামাটির পাত্রের জন্য বিখ্যাত শহর মিশেন <ref>Brief History of Life of Samuel Hahnemann, The Father of Homoeopathy. Homoeoscan.com. 10 April 2014</ref> এ একজন চীনামাটির পাত্রের ডিজাইনার ও পেইন্টার ছিলেন। তিনি পিতা মাতার ৫ জন সন্তানের মধ্য ৩য় ছিলেন <ref>http://www.homeoint.org/morrell/articles/biohahnemann.htm</ref> এবং শিশু বয়সেই বিজ্ঞান ও ভাষা শিক্ষায় দক্ষতা প্রদর্শন করেন। <ref>Cook, 28</ref>