সুন সু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
সংশোধন, পরিষ্কারকরণ
৭৩ নং লাইন:
}}
 
'''সুন সু''' ({{IPAc-en|s|uː|n|_|ˈ|d|z|uː|,_|s|uː|n|_|ˈ|s|uː}} {{respell|soon|_|DZOO|,_|soon|_|SOO}};<ref>"Zi" (子; "Tzu" in [[Wade-Giles]] transliteration) was used as a suffix for the family name of a respectable man in ancient Chinese culture. In this case, "Zi" is not the personal name. It is a rough equivalent to "Sir" and is commonly translated into English as "Master".</ref><ref>[http://encyclopedia2.thefreedictionary.com/Sun+Tzu "Sun Tzu"]. ''[[Columbia Encyclopedia|Columbia Electronic Encyclopedia]]'' (2013).</ref><ref>{{cite American Heritage Dictionary|Sun Tzu|access-date=25 October 2019}}</ref> {{lang-zh|t=孫子|p=Sūnzǐ}}) (উচ্চারণ [swə́n tsɨ̀]), ছিলেন পুর্ব চাউ এর শাসনামলে প্রাচীন চীনের একজন সেনানায়ক, যুদ্ধকৌশলী, লেখক এবং দার্শনিক। তাকে [[দ্য আর্ট অফ ওয়ার]] নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটির লেখক হিসেবে বিবেচনা করা হয়। আর্ট অব ওয়ার ছিল একটি প্রভাবশালী কীর্তি, যা উভয় [[প্রাচ্য দর্শন|প্রাচ্য]] ও পশ্চিমা দর্শন এবং সামরিক চিন্তাধারায় প্রভাব ফেলে। তার কীর্তিগুলোতে স্ট্রাটাজেম, বিলম্ব, যুদ্ধকৌশল, গুপ্তচর ও যুদ্ধের বিকল্পের ব্যবহার, জোট তৈরি এবং অব্যাহত রাখা, প্রতারনার ব্যবহার এবং অধিক শক্তিশালী শত্রুদের নিকট সাময়িক সময়ের জন্য পরাজয় স্বীকার করার মতো যুদ্ধের বিকল্পগুলো অধিক প্রাধান্য লাভ করে।<ref>''Ancient warfare'' edited by John Carman and Anthony Harding, page 41</ref> চীনা এবং পূর্ব এশীয় সংস্কৃতিতে তাকে একজন কিংবদন্তি ঐতিহাসিক সামরিক ব্যক্তিত্ব বলে শ্রদ্ধা করা হয়। তার জন্মগত নাম ছিল '''সুন ওউ''' ({{lang-zh|t=孫武}}) এবং তাকে তার পরিবারের বাহিরে ভদ্র নাম, '''চ্যাংকিং''' ({{lang-zh|t=長卿}}) নামে অভিহিত করা হতো।{{Citation needed|date=December 2018}} The name ''Sun Tzu'' by which he is best known in the Western World is an [[Chinese honorifics|honorific]] which means "Master [[Sun (surname)|Sun]]". তিনি পশ্চিমা বিশ্বে সুন সু নামে বেশি পরিচিত, যা আসলে একটি পদবি (সম্মান) যার অর্থ “প্রভু সুন”।
 
সুন সুসুর এরঐতিহাসিক বাস্তবতা অনিশ্চিত।নিশ্চিতভাবে জ্ঞাত নয়। [[হান সাম্রাজ্য|হান সাম্রাজ্যের]] ইতিহাসবিদ [[সিমা কিয়ান]] সহ অনেক ইতিহাসবিদ এরইতিহাসবিদদের মতে, তিনি ওউ এর রাজা হেলো এর মন্ত্রী ছিলেন এবং ৫৪৪-৪৯৬ খ্রিষ্টপূর্ব পর্যন্ত বেঁচে ছিলেন। আধুনিক বিশেষজ্ঞগণ তার অস্তিত্ব মেনে নেন এবং [[সুন্চি বিংফা|দ্য আর্ট অফ ওয়ারওয়ারের]] এর টিকে থাকা লেখাগুলোর ধরন এবং এতে বর্ণিত যুদ্ধের বিবরণীর উপর ভিত্তি করে তারা এটিকে [[প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কাল|প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কালের]] শেষের দিকের বলে মনে করেছেন।<ref>{{Citation|last=Sawyer|first=Ralph D.|title=The Seven Military Classics of Ancient China|year=2007|publisher=Basic Books|location=New York|isbn=978-0-465-00304-4|pages=421–22}}</ref> ঐতিহ্যবাহী বিবরণী থেকে বোঝা যায় যে, তার বংশধর, সুন বিন যুদ্ধকৌশলের উপর একটি গ্রন্থ লেখে। সেটির নামও ছিল দ্য আর্ট অফ ওয়ার। সুন ওউ এবং সুন দুজনই প্রচলিত চীনা লেখায় সুন সু বলে আখ্যায়িত হওয়ায় ১৯৭২ সালে সুন বিন এরবিনের এ বইটি পুনরুদ্ধার হওয়া পর্যন্ত কিছু ইতিহাসবিদ তাদের অভিন্ন বলে মনে করত।
 
সুন সু এর কীর্তি প্রথম থেকেই প্রসংশা পেয়ে যাচ্ছে এবং পূর্ব এশিয়ার যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। বিংশ শতাব্দিতে,শতাব্দীতে [[দ্য আর্ট অফ ওয়ার]] এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং পশ্চিমা সমাজেও ব্যবহৃত হয়। সংস্কৃতি, রাজনীতি, বাণিজ্য, খেলা এবং আধুনিক যুদ্ধক্ষেত্র সহ এটি পৃথিবীর অনেক প্রতিযোগিতামূলক ক্ষেত্রকে প্রভাবিত করছে।<ref name=wp>{{citation|last=Scott|first=Wilson|title=Obama meets privately with Jewish leaders|date=7 March 2013|url=https://articles.washingtonpost.com/2013-03-07/politics/37535039_1_nuclear-weapons-jewish-leaders-president-obama|newspaper=The Washington Post|location=Washington, D.C.|access-date=22 May 2013|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20130724060741/http://articles.washingtonpost.com/2013-03-07/politics/37535039_1_nuclear-weapons-jewish-leaders-president-obama|archive-date=24 July 2013}}</ref><ref name=UPI>{{citation|title=Obama to challenge Israelis on peace|agency=United Press International|date=8 March 2013|url=http://www.upi.com/Top_News/US/2013/03/08/Obama-to-challenge-Israelis-on-peace/UPI-70151362729600/|access-date=22 May 2013}}</ref><ref name="Business">{{citation|last=Garner|first=Rochelle|title=Oracle's Ellison Uses 'Art of War' in Software Battle With SAP|date=16 October 2006|url=https://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=aFA0SRsqGq04|work=Bloomberg|archive-url=https://web.archive.org/web/20151020122222/https://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=aFA0SRsqGq04|url-status=dead|access-date=18 May 2013|archive-date=20 October 2015}}</ref><ref name=Football>{{citation|last=Hack|first=Damon|title=For Patriots' Coach, War Is Decided Before Game|newspaper=The New York Times|date=3 February 2005|url=https://www.nytimes.com/2005/02/03/sports/football/03belichick.html|access-date = 18 May 2013}}</ref>
==জীবনজীবনী==
সবচেয়ে প্রাচীন সূত্রগুলোর মধ্যে সুন সু এর জন্মস্থান সংক্রান্ত কোনো সাদৃশ্যতা পাওয়া যায় না। [[শরৎ বসন্ত ইতিবৃত্ত]] এবং [[সিমা কিয়ান]] এর একজন মহান ইতিহাসবিদের নথিতে তিনি সি রাজ্যে জন্মগ্রহণ করেন বলে উল্লেখ করা হয়েছে। <ref>{{harvnb|Sawyer|2007|p=151}}.</ref>[[শরৎ বসন্ত কাল|শরৎ বসন্ত কালের]] শেষের দিকে তার জন্ম হয় এবং তিনি খ্রিষ্টপূর্ব ৫১২ সালের কাছাকাছি সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দি পর্যন্ত ওউ এর রাজা, হেলু এর সেনাপতি এবং যুদ্ধকৌশলী হিসেবে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন বলে এ দুটি সূত্রে উল্লেখ করা হয়েছে। তিনি তার অর্জিত বিজয়গুলো থেকে [[দ্য আর্ট অফ ওয়ার]] লেখার অনুপ্রেরণা লাভ করেন। এ বইটি পরবর্তী [[প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কাল|প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কালের]] সবচেয়ে বেশি পঠিত সামরিক গ্রন্থ হয়ে ওঠে, যখন প্রাচীন চীনের ৭টি রাজ্য, চাও, চী, চীন, সু, হান, ওয়েই এবং ইয়ান একে অপরের সাথে পূর্ব চীনের অধিকাংশ উর্বর অংশ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ অনবরত যুদ্ধ করছিল।<ref name=mcneilly3>{{harvnb|McNeilly|2001|pp=3–4}}.</ref>
 
সিমা কিয়েন এরকিয়ানের থেকে প্রাপ্ত সুন সু এর'র একটি মোটামুটি বিখ্যাত কাহিনী অনুসারে তার প্রকৃতিকে এভাবে চিত্রিত করা যায়: রাজা ওউ সুন সুকে দায়িত্বে নিযুক্ত করার পূর্বে তাকে ৩৬০ জন [[উপপত্নী প্রথা|উপপত্নীর]] একটি [[হারেম|হারেমকে]] প্রশিক্ষণ দিয়ে সৈনিকে পরিণত করার আদেশ দিয়ে তাকে পরিক্ষাপরীক্ষা করেন। তিনি তাদেরকে দুটি সংঘে বিভক্ত করেন এবং রাজার সবচেয়ে পছন্দের দুজন উপপত্নিকেউপপত্নীকে এই দুটো সংঘের অধিনায়কসেনাপতি হিসেবে নিযুক্ত করেন। সুন সু তাদের ডান দিকে মুখ ঘুরাতে বললে তারা মুখ চেপে হাসে। তখন সুন সু বলেন যে, সৈনিকরা আদেশ বুঝছে কিনা তা নিশ্চিত করার সেনাপতির, এক্ষেত্রে তার। তিনি আবোরোআবারো আদেশ দিলে, তারা আবারো মুখ চেপে হাসে। তারপর তিনি রাজার আপত্তি সত্ত্বেও তার দুই সবচেয়ে পছন্দের উপপত্নিরউপপত্নীর মৃত্যুদন্ডেরমৃত্যুদণ্ডের আদেশ দেন। তিনি ব্যাখ্যা করেন যে, যদি সৈনিকরা সেনাপতির আদেশ বুঝেও তা মান্য না করে, তাহলে তা অধিনায়কদেরসেনাপতির দোষ। তিনি আরও বলেন যে, একবার কেউ সেনাপতি হিসেবে নিযুক্ত হলে, তার উদ্দেশ্য সম্পন্ন করাই তার দায়িত্ব, রাজা আপত্তি করলেও। সেই দুজন উপপত্নিরউপপত্নীর মৃত্যু দন্ডমৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর নতুন অধিনায়কসেনাপতি নির্বাচন করা হয়। এরপর দুটো সংঘই তাদের আরো তুচ্ছতার মূল্য সম্পর্কে সর্তক হয়ে যায় এবং নিখুতভাবে আদেশ পালন করে।<ref name=bradford134>{{harvnb|Bradford|2000|pp=134–35}}.</ref>
 
সিমা কিয়েন এরকিয়ানের মতে, সুন সু পরে তার তত্ত্বগুলোকে যুদ্ধক্ষেত্রে কার্যকর, তার কর্মজীবনের সফলতা এবং তিনি যে তার পরিক্ষিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে [[দ্য আর্ট অফ ওয়ার]] লিখেছেন তা প্রমানপ্রমাণ করেন।<ref name=bradford134/> শিযি এর কয়েক শতক আগে লেখা, সুযাও -এ বোযু যুদ্ধের ঘটনাগুলোর আরো বিবৃতি প্রদান করে কিন্তু সেখানে সুন সুকে একেবারেই উল্লেখ করা হয়নি। <ref name="Zuo Zhuan">{{citation|chapter-url=http://www2.iath.virginia.edu/saxon/servlet/SaxonServlet?source=xwomen/texts/chunqiu.xml&style=xwomen/xsl/dynaxml.xsl&chunk.id=d2.17&toc.depth=1&toc.id=0&doc.lang=bilingual|chapter=Duke Ding|volume=XI|title=Zuo Zhuan|author=Zuo Qiuming|language=zh, en|title-link=Zuo Zhuan|author-link=Zuo Qiuming}}</ref>
===অস্তিত্ব===
 
৯২ নং লাইন:
সন্দেহকারীদের মতে, লেখাগুলোয় ভূল এবং কালবৈষম্য আছে এবং [[দ্য আর্ট অফ ওয়ার]] বইটি প্রকৃতপক্ষে বিভিন্ন যুদ্ধকৌশলী এবং লেখকদের একটি সংকলন। বিভিন্ন বিশেষজ্ঞের মতে [[দ্য আর্ট অফ ওয়ার]] এর লেখক বিভিন্ন। এই বিশেষজ্ঞদের মধ্যে সুন, একজন ছদ্মনাধারী লেখক, চু এর বিশেষজ্ঞ, ওউ জিক্সু, শি এবং ওউ এ অবস্থিত তাত্ত্বিকদের একটি বিদ্যালয়, সুন বিন এবং অন্যরা।<ref>{{harvnb|Sawyer|2005|pp=34–35}}.</ref> সুন বিন আসলেই সামরিক বিষয়সমুহের একজন কর্তৃপক্ষ ছিলেন, যিনি [[ইউহিমেরিজম]] হিসেবে সুন সু এর ঐতিহাসিক ব্যক্তিত্ব সৃষ্টির অনুপ্রেরণা হয়ে ওঠেন।<ref name="Victor H 2007 pp. 9-10"/> শিজি এবং ওউ ইউ চানসু এর মতো পরবর্তী সূত্রগুলোতে “সুন ওউ” নামটি আর পাওয়া যায় না কিন্তু সুন সু এর সময়ের অনেক পরে লেখা হয়।<ref>{{harvnb|Sawyer|2007|pp=176–77}}.</ref>
 
দ্য ম্যাথোডমেথড অফ সিমা সহ অন্যান্য কাজে এ বিষয়টির ব্যবহার সুন সু এর ঐতিহাসিক গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়।<ref name=sawyer149>{{harvnb|Sawyer|1994|pp=149–50}}.</ref> রাফ সোইয়ার এর মতে, সুন সু এর শুধু অস্তিত্বই ছিল না, বরং বইটির ভিত্তিও তিনিই লিখেছেন, যাতে তার নাম রয়েছে।<ref name="sawyer"/> বড় যুদ্ধ, লেখায় বর্ণিত বাস্তবধর্মী কৌশল এবং চীনে বিরাজমান ছোট যুদ্ধগুলোর মধ্যে একটি পার্থক্য রয়েছে বলে বিতর্ক আছে। সুন ওউ এর শিক্ষা তার পরিবারের পরবর্তী প্রজন্মকে অথবা কোনো ছোট বিদ্যালয়ে দেওয়া হয়, যেখানে সুন বিন অধ্যায়ন করতেন। সেই বংশধর অথবা শিষ্যরা সেটিকে সংশোধন করেন এবং প্রকৃত লেখাটির কিছু অংশ বর্ধিত করেন।<ref name="sawyer">{{harvnb|Sawyer|2007|pp=150–51}}.</ref>
 
সন্দেহ পোষনকারীদের মতে, সনাতনবাদী দৃষ্টিভঙ্গি থেকে দ্য আর্ট অফ ওয়ার এ বর্ণিত প্রযুক্তি (যেমন, অন্য সময়ের ক্রসবো এবং অনুল্লেখিত অশ্বারোহী), দর্শন ধারণা, ঘটনাসমুহ, সামরিক কৌশল সুন ওউ এর সময়ের নয়।<ref>Yang, Sang. ''The Art of War''. Wordsworth Editions Ltd (5 December 1999). pp. 14–15. {{ISBN|978-1853267796}}</ref><ref name="Asian History">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://asianhistory.about.com/od/ancientchina/p/Sun-Tzu-Art-of-War.htm|শিরোনাম=Sun Tzu and the Art of War|প্রকাশক=Asian History|লেখক=Szczepanski, Kallie}} 4 February 2015</ref> এছাড়াও শরৎ বসন্ত কালের পেশাদার সেনাপতিদের কোনো নথিও নেই। এগুলোই একমাত্র অক্ষত থাকা নথি, তাই সুন সু এর সেনাপতিত্ব এবং পদের উপর সন্দেহ থেকে যায় তাদের।<ref name="Asian History"/> এতে দ্য আর্ট অফ ওয়ার কখন রচনা করা হয়েছে তা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রথম ঐতিহ্যবাহী ধারণা ছিল যে সুন ওউ বইটি ৫১২ খ্রিষ্টাব্দে লিখেছেন এবং বইটি শরৎ বসন্ত কালের শেষ বছরগুলোতে (৭২২-৪৮১ খ্রিষ্টপূর্ব সক্রিয় ছিলেন। সেমুয়েল গ্রিফিট এর মতো বিশেষজ্ঞদের মতে, বইটি প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কালের মধ্য থেকে শেষের দিকের (৪৮১-২২১ খ্রিষ্টপূর্ব)। আরেকটি বিদ্যালয় দাবি করে যে, বইয়ের পাতাগুলো ৫ম খ্রিষ্টপূর্বের শেষের দিকে প্রকাশিত হয়। সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৯৭২ সালে ইনকি শান থেকে উদ্ধার করা বাঁশের পুঁথিতে এর ব্যাখ্যা দিতে গিয়ে এই মত সামনে আসে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.classicsofstrategy.com/2015/11/sun-tzu-the-art-of-war-c-500-300-bc.html|শিরোনাম=Sun Tzu, The Art of War (c. 500–300 B.C.)|প্রকাশক=Classics of Strategy|লেখক=Morrow, Nicholas|তারিখ=4 February 2015}}</ref>
 
==দ্য আর্ট অফ ওয়ার==
১৫৯ নং লাইন:
{{Portal bar|China|Biography}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{Good article}}
 
[[বিষয়শ্রেণী:প্রাচীন চীনের সমর লেখক]]