রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৯ নং লাইন:
'''রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ''' (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"।<ref>http://www.dailykalerkantho.com/print_news.php?pub_no=107&cat_id=1&menu_id=43&news_type_id=1&index=14</ref> এই কবির স্মরণে বাংলাদেশের [[বাগেরহাট জেলা]]র মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"।<ref>[http://archive.prothom-alo.com/detail/date/2011-06-22/news/164331 রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত - প্রথম আলো]</ref>
 
== জন্ম ও শিশুকাল ==
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল [[বরিশাল জেলা]]য়। তার মূল বাড়ি [[বাগেরহাট জেলা]]র [[মোংলা উপজেলা]]র মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্র্যাংক থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন। কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন। কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন। তারা একটি লাইব্রেরি তৈরি করলেন। সেই লাইব্রেরির নাম দেয়া হয়েছিল বনফুল লাইব্রেরি। এছাড়া ছোটবেলায় রুদ্র অনেক অভিমানীও ছিলেন। একটা ঘটনা থেকে তা আঁচ করা যায়। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন। আবার একই স্কুলের পরিচালনা পরিষদে ছিলেন তার বাবা। নিজের ছেলেকে প্রথম স্থানের পুরস্কার দেয়াটা তিনি সমীচীন মনে করেননি। তিনি ভেবেছিলেন সেটা স্বজনপ্রীতি হতে পারে। অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে। কিন্তু রুদ্র তার বাবার দেয়া সব বই ফিরিয়ে দিয়েছিলেন অভিমান করে।<ref name="zee">{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=গল্পস্বল্প: প্রেম, দাম্পত্য, বিচ্ছেদ- তসলিমাকে নিজের হাতে গড়েছিলেন কবি রুদ্র |ইউআরএল=https://zeenews.india.com/bengali/entertainment/golposwalpo-unkown-story-of-writer-taslima-nasrin-and-bangladeshi-poet-rudra-mohammad-shahidullah_322100.html |সংগ্রহের-তারিখ=এপ্রিল ৭ ২০২১ |প্রকাশক=zee |তারিখ=জুন ২৪ ২০২০}}</ref>
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল [[বরিশাল জেলা]]য়। তার মূল বাড়ি [[বাগেরহাট জেলা]]র [[মোংলা উপজেলা]]র মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম।
 
== শিক্ষাজীবন ==
ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি এবং [[ঢাকা কলেজ]] থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। অতঃপর [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৮০ সালে সম্মানসহ বিএ এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ।<ref name="ReferenceA">সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত বাংলা একাডেমি চরিতাভিধান; ঢাকা, ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৩৫৭।</ref>