পানি দূষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:পানি সরবরাহ যোগ
সবুজাভ (আলোচনা | অবদান)
পানি দূষণের কারণ কি কি তা বিস্তারিতভাবে বলা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬৫ নং লাইন:
== ফলাফল ==
 
== কারন: ==
১. শিল্প-কারখানার পরিত্যক্ত বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করে।
 
 
 
২. পেট্রোলিয়াম জাতীয় রাসায়নিক শিল্প, খনিজ তেল পরিশোধন শিল্প ও বিভিন্ন রাসায়নিক শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, সায়ানাইড, পারদ, সিসা ইত্যাদি পানিতে মিশে পানিকে দূষিত করে।
 
৩.  বাসাবাড়ির পরিত্যক্ত ময়লা-আবর্জনা (যেমন দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত পানি,গৃহস্থালির কাজে ব্যবহৃত পানি দৈনন্দিন রান্না বস্তু, গৃহস্থলীর কাজে ব্যবহৃত পানি, গবাদিপশুর স্নান জামা কাপড় কাচার পানি এবং হোটেল-রেস্তোরাঁর ব্যবহৃত পানি প্রভৃতি । খাদ্যদ্রব্যে ও শাকসবজিরফেলে দেওয়া অংশ পঁচা অংশ এবং হোটেল-রেস্তোরাঁর পানি হৃদ, পুকুর,নদী ও সাগরের পানিতে মিশে পানি দূষিত করে।
 
৪.তেলবাহী জাহাজ থেকে তেল পানির সাথে মিশে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি থেকে তেল আহরণের সময় পানির সাথে তেল মিশে পানিকে দূষিত করে।
 
৫. কৃষিক্ষেত্রে পানিদূষন( যেমন চাষের ক্ষেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার কীটনাশক বালাইনাশক আগাছানাশক প্রভৃতি জমিতে প্রয়োগ করার ফলে সেগুলো পানিতে মিশিয়ে পানি দূষণ ঘটায়
 
৬.তাপ বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত উঞ্চ বর্জ্য পানিতে পানির সাথে মিশে অক্সিজেনের ঘাটতির সৃষ্টি করে এবং পানি দূষিত করে।
 
 
 
 
5. পারমাণবিক চুল্লি , বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ গুলো সমুদ্র বা নদীর পানিতে ফেলা হয় যার ফলে পানি দূষিত হয়।
 
 
 
 
তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত উষ্ণ দূষিত পানি,ও বর্জ্য পদার্থ পরিশোধন না করেই পানিতে ফেলা হয় যার ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং পানি দূষিত হয়।
 
 
 
 
৭. মাটির নিচের স্তর হতে প্রবল চাপে অধিক পানি উত্তোলণের ফলে মাটির নিচে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। এই ফাঁকা জায়গায় আর্সেনিকের সাথে বাতাসের বিক্রিয়ায় শক্ত ধাতব যৌগ তৈরি করে পানিকে দূষিত করে।
 
৮. পারমাণবিক চুল্লিএবং বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থ নদী বা সাগরের পানিতে ফেলা হয়। যার ফলে পানি দূষিত হয়।
 
==জলবাহিত রোগ ==