ডাভিড হিলবের্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১২৯ নং লাইন:
হিলবের্ট তাঁর বন্ধুর মৃত্যুর তিন বছর পরে ১৯১২ সালে পদার্থবিদ্যার প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন। তিনি তাঁর জন্য “পদার্থবিদ্যার শিক্ষক” নিযুক্ত করেছিলেন।<ref>Reid 1996, p.&nbsp;129.</ref> তিনি গ্যাসের গতিতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করলেন এবং সেখান থেকে প্রাথমিক বিকিরণ তত্ত্ব এবং পদার্থের আণবিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করে যান। এমনকি ১৯১৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পরে, তিনি তাঁর সেমিনার এবং ক্লাস চালিয়ে যান যেখানে অ্যালবার্ট আইনস্টাইন এবং অন্যান্যদের গবেষণামূলক কাজ খুব কাছ থেকে অনুসরণ করা হত।
 
১৯০৭ সালের মধ্যে আইনস্টাইন মৌলিক মহাকর্ষ তত্ত্বের অবতারণা করেন, কিন্তু একটি বিভ্রান্তিকর সমস্যার কারণে এরপর প্রায় ৮ বছর ধরে তাঁকে তত্ত্বটির সর্বশেষ রূপ প্রদান করার জন্য চেষ্টা করে যেতে হয়।<ref>Isaacson 2007:218</ref> ১৯১৫ সালের গ্রীষ্মের শুরুতে হিলবের্টের পদার্থবিদ্যার প্রতি আগ্রহ সাধারণ আপেক্ষিকতাবাদের প্রতি নিবিষ্ট হয়, এবং তিনি আইনস্টাইনকে গটিনজেনে এই বিষয়ের ওপর এক সপ্তাহের ভাষণ দেবার জন্য আমন্ত্রণ জানান।<ref>Sauer 1999, Folsing 1998, Isaacson 2007:212</ref> আইনস্টাইন এই আমন্ত্রণ খুবই উৎসাহের সঙ্গে গ্রহণ করেছিলেন।<ref>Isaacson 2007:213</ref> গ্রীষ্মের সময়, আইনস্টাইন জানতে পারেন যে হিলবের্টও ক্ষেত্র সমীকরণের ওপরে কাজ করছেন যার ফলে তিনি নিজের কাজে দ্বিগুণ শ্রম বাড়িয়ে দেন। ১৯১৫ সালের নভেম্বর মাসে, আইনস্টাইন ''মহাকর্ষের ক্ষেত্র সমীকরণের'' সর্বশেষ রূপদান করে কিছু গবেষণাপত্র প্রকাশ করেন (আইনস্টাইন ক্ষেত্র সমীকরণ দেখুন)।<ref group="lower-alpha">Inসময়ের time,সাথে associatingসাথে theমহাকর্ষজ gravitationalক্ষেত্র fieldসমীকরণগুলোর equationsসাথে withহিলবের্টের Hilbert'sনাম nameজড়িয়ে becameথাকার lessব্যাপারটি andখুবই lessকমে common.যায়। Aতবে noticeableএর exceptionমধ্যে isএকজন Pব্যতিক্রম ছিলেন পি. Jordanজর্ডন (Schwerkraftশ্চয়েরক্রাফট undউন্ড Weltallওয়েল্টঅল, Braunschweigব্রাউনশ্চোয়েগ, Viewegভিওয়েগ, 1952১৯৫২), whoযিনি calledবায়ুশূন্য theঅবস্থায় equationsমহাকর্ষ ofসমীকরণকে gravitationবলতেন inআইনস্টাইন-হিলবের্ট the vacuum the Einstein–Hilbert equations.সমীকরণ। (''Leoলিও Corryকোরি, Davidডাভিড Hilbertহিলবের্ট andঅ্যান্ড theদি Axiomatizationঅ্যাক্সিমাটাইজেশন ofঅফ Physics''ফিজিক্স, p.&nbsp;437পৃঃ ৪৩৭)</ref> প্রায় একইসাথে, ডাভিড হিলবের্টও প্রকাশ করলেন “পদার্থবিজ্ঞানের ভিত্তি”, যা ছিল ক্ষেত্র সমীকরণের একটি স্বতঃসিদ্ধ উদ্ভাবনা (দেখুন, আইনস্টাইন-হিলবের্ট কাজ)। হিলবের্ট তত্ত্বটির প্রবর্তক হিসেবে আইনস্টাইনকেই সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছিলেন, তাঁদের জীবদ্দশায় ক্ষেত্র সমীকরণ নিয়ে এই দুটি মানুষের মধ্যে কখনোও কোনো বিতর্ক সৃষ্টি হয়নি।<ref group="lower-alpha">Since 1971 there have been some spirited and scholarly discussions about which of the two men first presented the now accepted form of the field equations. "Hilbert freely admitted, and frequently stated in lectures, that the great idea was Einstein's: "Every boy in the streets of Gottingen understands more about four dimensional geometry than Einstein," he once remarked. "Yet, in spite of that, Einstein did the work and not the mathematicians." (Reid 1996, pp.&nbsp;141–142, also Isaacson 2007:222 quoting Thorne p.&nbsp;119).</ref> আরো দেখুন [[অগ্রাধিকার]]।
 
এছাড়াও, হিলবের্টের কাজ কোয়ান্টাম বলবিদ্যার গাণিতিক সূত্রায়নের ক্ষেত্রে কিছু পূর্বানুমান করেছিল এবং এর অগ্রগতিতে সহায়তা করেছিল। ওয়ার্নার হাইজেনবার্গের ম্যাট্রিক্স বলবিদ্যা এবং আরউইন শ্রয়েডিংগারের তরঙ্গ সমীকরণের গাণিতিক তুলনীয়তার ওপরে হেরমান ওয়েইল এবং জন ভন নিউম্যানের কাজের প্রধান একটি দিক ছিল হিলবের্টের কাজ; এছাড়াও তাঁর নামে নামাঙ্কিত হিলবের্ট স্থান কোয়ান্টাম বলবিদ্যায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ১৯২৬ সালে, ভন নিউম্যান দেখিয়েছিলেন যে যদি কোয়ান্টাম অবস্থাকে হিলবের্ট স্থানের ভেক্টরের সঙ্গে একইসাথে অনুধাবন করা হয়, তবে তারা শ্রয়েডিংগারের তরঙ্গ ফাংশান তত্ত্ব এবং হাইজেনবার্গের ম্যাট্রিক্সের সাথে সঙ্গতি রেখে চলে।<ref group="lower-alpha">In 1926, the year after the matrix mechanics formulation of quantum theory by [[Max Born]] and [[Werner Heisenberg]], the mathematician [[John von Neumann]] became an assistant to Hilbert at Göttingen. When von&nbsp;Neumann left in 1932, von&nbsp;Neumann's book on the mathematical foundations of quantum mechanics, based on Hilbert's mathematics, was published under the title ''Mathematische Grundlagen der Quantenmechanik''. See: Norman Macrae (1999) ''John von&nbsp;Neumann: The Scientific Genius Who Pioneered the Modern Computer, Game Theory, Nuclear Deterrence, and Much More'' (reprinted by the American Mathematical Society) and Reid (1996).</ref>