শরচ্চন্দ্র পণ্ডিত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
GeneralNotability (আলোচনা | অবদান)
Reverted 1 edit by Armankhanpa4041 (talk): Spam (TwinkleGlobal)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
Aishik Rehman (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন অউব্রা ব্যবহার করে
৩ নং লাইন:
| imagesize =
| caption =
| name = শরচ্চন্দ্র পন্ডিতপণ্ডিত
| birth_date = {{জন্ম তারিখ|১৮৮১|০৪|২৭|df=yes}}
| birth_place = সিমলাদ্দি, [[বীরভূম জেলা ]], [[বেঙ্গল প্রেসিডেন্সি]], [[বৃটিশ ভারত]]
১৩ নং লাইন:
}}
 
'''শরৎ চন্দ্র পণ্ডিত''' (২৭ এপ্রিল, ১৮৮১ - ২৭ এপ্রিল, ১৯৬৮)<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|titleশিরোনাম=History of Murshidabad|urlইউআরএল=http://murshidabad.nic.in/history2.htm|accessdateসংগ্রহের-তারিখ=8 March 2012|urlইউআরএল-statusঅবস্থা=dead|archiveurlআর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120204043332/http://murshidabad.nic.in/history2.htm|archivedateআর্কাইভের-তারিখ=4 February 2012}}</ref><ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|titleশিরোনাম=Obituary: Sarat Chandra Pandit|urlইউআরএল=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680428&printsec=frontpage&hl=en|accessdateসংগ্রহের-তারিখ=16 February 2018|newspaperসংবাদপত্র=The Indian Express|dateতারিখ=28 April 1968|pageপাতা=7}}</ref> [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] পাঠক সমাজে '''দাদাঠাকুর''' নামেই পরিচিত, তিনি ছিলেন একজন [[বাঙালি]] কথাশিল্পী ও সাংবাদিক৷ যিনি মুখে মুখে ছড়া, হেঁয়ালী ও হাস্য কৌতুক রচনা করতেন। তার রচিত নানান হাসির গল্প বাঙলা সাহিত্যের অমর কীর্তি৷ তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ বোতল পুরাণ।
 
== জীবনী ==
২১ নং লাইন:
 
=== প্রারম্ভিক জীবন ===
শরচ্চন্দ্র [[মুর্শিদাবাদ জেলা]]<nowiki/>র [[জঙ্গীপুর মহকুমা|জঙ্গীপুর মহকুমার]] দফরপুর গ্রামে বাস করতেন। তাঁর জন্ম মাতুলালয়ে [[বীরভূম জেলা|বীরভূম জেলার]] [[নলহাটি]] থানার অন্তর্গত সিমলাদ্দি গ্রামে। পিতা দরিদ্র ব্রাহ্মণ হরিলাল পন্ডিত।পণ্ডিত। শৈশবেই তিনি পিতা-মাতাকে হারান। কিন্তু তাঁর পিতৃব্য রসিকলাল তাঁকে কোনদিনই তাঁদের অভাব বুঝতে দেন নি। তাঁর স্নেহ-ভালবাসা বেড়ে ওঠা দরিদ্র পরিবারের সন্তান শরচ্চন্দ্র জঙ্গিপুর হাইস্কুল থেকে এন্ট্রান্স পাশ করে [[বর্ধমান রাজ কলেজ|বর্ধমান রাজ কলেজে]] এফ.এ. ক্লাসে ভর্তি হন কিন্তু আর্থিক কারণে পড়া শেষ করতে পারেননি।<ref name=":0">{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাঙালি চরিতাভিধান|শেষাংশ=প্রথম খন্ড|প্রথমাংশ=সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু|প্রকাশক=সাহিত্য সংসদ|বছর=২০০২|আইএসবিএন=|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=৫১১, ৫১২}}</ref>
 
=== সাংবাদিকতা ও সাহিত্য ===
[[জঙ্গীপুর|জঙ্গীপুরে]] তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন কিন্তু অত্যন্ত তেজস্বী মানুষ ছিলেন। চারিত্রিক দৃঢ়তায় ছিলেন আধুনিক কালের বিদ্যাসাগর। মাত্র ২১ বৎসর বয়সে ১৯০২ খ্রিস্টাব্দে 'পন্ডিতপণ্ডিত প্রেস' নামে একটি হস্তচালিত ছাপাখানা রঘুনাথগঞ্জে স্থাপন করেন তিনি। তার একক প্রচেষ্টায় 'জঙ্গীপুর সংবাদ' নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করতে থাকেন। এই পত্রিকা বাংলার বলিষ্ঠ মফস্বল সাংবাদিকতার প্রথম উদাহরণ। পন্ডিতপণ্ডিত প্রেসে তিনিই ছিলেন কম্পোজিটর,প্রুফ রিডার, মেশিনম্যান। সমস্ত কিছুই একা হাতে কর‍তেন। পরবর্তীকালে তিনি তাঁর ছাপাখানার বিবরণ দিতে গিয়ে বলতেন -
{{উক্তি |" আমার ছাপাখানার আমিই প্রোপাইটর, আমি কম্পোজিটর, আমি প্রুফ রিডার, আর আমিই ইঙ্ক-ম্যান। কেবল প্রেস-ম্যান আমি নই। সেটি ম্যান নয় - উওম্যান অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী। ছাপাখানার কাজে ব্রাহ্মণী আমাকে সাহায্য করেন, স্বামী-স্ত্রীতে আমরা ছাপাখানা চালাই।"}}
এছাড়া তার প্রকাশিত 'বিদুষক'পত্রিকায় বেরতো তার নিজের রচিত নানা হাসির গল্প ও হাস্য কৌতুক। বিদূষক পত্রিকা রসিকজনের দৃষ্টি আকর্ষণ করে। দাদাঠাকুর নিজে কলকাতার রাস্তায় রাস্তায় গিয়ে বিক্রি করতেন এই পত্রিকা। প্রাক স্বাধীনতার সময় [[কলকাতা]]<nowiki/>র রাস্তায় গান গেয়ে 'বোতল পুরান' পুস্তিকাটি ফেরি করতে গেলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে, তাদের জন্য তৎক্ষণাৎ বানিয়ে ইংরেজিতে গান ধরলেন তিনি।
৩১ নং লাইন:
 
== চলচ্চিত্র ==
তার জীবন নিয়ে ৬০ এর দশকে একটি ছায়াছবি নির্মিত হয়েছে দাদাঠাকুর শরৎচন্দ্র পন্ডিতেরপণ্ডিতের জীবিতকালে। নাম ভূমিকায় অভিনয় করেছেন [[ছবি বিশ্বাস]]। এছাড়া অন্যান্য শিল্পীরা হলেন [[ভানু বন্দ্যোপাধ্যায়]], [[বিশ্বজিৎ চ্যাটার্জী]], সুলতা চৌধুরী ও তরুণ কুমার। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ছবি বিশ্বাস জাতীয় পুরস্কার লাভ করেন।<ref name=":0" />
 
== তথ্যসূত্র ==
৩৯ নং লাইন:
==বহিঃসংযোগ==
* [http://www.esnips.com/thumbnails.php?album=811030 A collection of songs composed by Dadathakur]
 
 
[[বিষয়শ্রেণী:১৮৮০-এ জন্ম]]