উইকিপিডিয়া:বাংলা ভাষায় ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
+
Zaheen (আলোচনা | অবদান)
আরও ব্যাখ্যা
২ নং লাইন:
 
==প্রতিবর্ণীকরণ সারণি==
নিচের সারণিতে ইংরেজি ভাষার সব ধ্বনিমূলের বর্ণনা দেওয়া হয়েছে এবং সাথে সাথে তাদের বাংলা প্রতিবর্ণীকরণের নিয়ম দেওয়া হয়েছে। ইংরেজি ভাষার বর্ণমালাতে ২৬টি বর্ণ (letter) থাকলেও ধ্বনিতাত্ত্বিক বিচারে ইংরেজি ভাষাতে ২০টি স্বরধ্বনিমূল ও ২৪টি ব্যঞ্জনধ্বনিমূল আছে। এই ৪৪টি ধ্বনিমূলের (phoneme) প্রত্যেকটিরই আবার এক বা একাধিক সহধ্বনি (allphone) থাকতে পারে। ইংরেজি ভাষার ২২টি মৌলিক স্বরধ্বনির বিপরীতে বাংলা ভাষাতে মৌলিক স্বরধ্বনি আছে মাত্র ৭টি। ইংরেজি স্বরধ্বনিগুলির প্রতিটির নিজস্ব গুণ (quality) ও পরিমাণ (quantity) আছে। এমন অনেক ইংরেজি স্বরধ্বনি আছে, যেগুলি বাংলাতে নেই। আবার কিছু কিছু ইংরেজি স্বরধ্বনি বাংলা স্বরধ্বনির কাছাকাছি হলেও এগুলি গুণে ও পরিমাণে আলাদা। কোন অতিরিক্ত চিহ্ন ব্যবহার না করে কেবল বাংলা বর্ণমালার স্বরবর্ণগুলির (অ, আ, ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ এবং ক্ষেত্রবিশেষে "য়" ব্যঞ্জনবর্ণটি) সাহায্যে ইংরেজি স্বরধ্বনিগুলির সঠিক গুণ ও পরিমাণ বজায় রেখে সঠিক প্রতিবর্ণীকরণ তাই কষ্টসাধ্য।
নিচের সারণিতে ইংরেজি ভাষার সব মূলধ্বনির বর্ণনা দেওয়া হয়েছে। ইংরেজি ভাষার প্রত্যেকটি ধ্বনি বহুভাবে বানান করা যায়। ধ্বনি ও বানানের এই অনিয়মিত সম্পর্কের কারণে ইংরেজি শব্দের বাংলা বানান খুব একটা সোজা নয়। নিচের সারণিতে যেখানে যেখানে "…" বসেছে, সেখানে ব্যঞ্জনবর্ণ কল্পনা করে নিতে হবে। যেসব ইংরেজি উচ্চারণ প্রধানত কানাডায় ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত শুদ্ধভাষায় (General North American English) শোনা যায়, সেগুলোর পাশে "মাঃ" লেখা হয়েছে। যেসব উচ্চারণ প্রধানত যুক্তরাজ্যের প্রচলিত শুদ্ধভাষায় (Received Pronunciation) শোনা যায়, সেগুলোর পাশে "ব্রিঃ" লেখা হয়েছে।
 
নিচের সারণিতে ইংরেজি ভাষার সব মূলধ্বনির বর্ণনা দেওয়া হয়েছে। ইংরেজি ভাষার প্রত্যেকটি ধ্বনি বহুভাবে বানান করা যায়। ধ্বনি ও বানানের এই অনিয়মিত সম্পর্কের কারণে ইংরেজি শব্দের বাংলা বানান খুব একটা সোজা নয়। নিচের সারণিতে যেখানে যেখানে "…" বসেছে, সেখানে ব্যঞ্জনবর্ণ কল্পনা করে নিতে হবে। যেসব ইংরেজি উচ্চারণ প্রধানত কানাডায় ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত শুদ্ধভাষায় (General North American English) শোনা যায়, সেগুলোর পাশে "মাঃ" লেখা হয়েছে। যেসব উচ্চারণ প্রধানত যুক্তরাজ্যের প্রচলিত শুদ্ধভাষায় (Received Pronunciation) শোনা যায়, সেগুলোর পাশে "ব্রিঃ" লেখা হয়েছে।
 
{| class="wikitable"
১০১ ⟶ ১০৩ নং লাইন:
| /ju/ || ''য়ু'' || '''ইউ'''/'''িউ''' || u, u…e, eu, ue, iew, eau, ieu, ueue, ui, ewe, ew || m'''u'''sic, '''u'''s'''e''', f'''eu'''d, c'''ue''', v'''iew''', b'''eau'''tiful, ad'''ieu'''*, q'''ueue''', n'''ui'''sance, '''ewe''', f'''ew'''
|}
 
 
 
 
==বিশেষ ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ==