ম্যাক্স স্টাইনার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
চলচ্চিত্রের তালিকা
২৫ নং লাইন:
স্টাইনার প্রথমে ইংল্যান্ডে ও পরে ব্রডওয়ে মঞ্চে কাজ করেন এবং ১৯২৯ সালে তিনি [[হলিউড]]ে আসেন। তিনি হলিউডে চলচ্চিত্রের জন্য সুর সৃষ্টিকারী প্রথম দিকে সুরকারদের একজন। তাকে "চলচ্চিত্রের সঙ্গীতের জনক" হিসেবে অভিহিত করা হয়, কারণ তিনি [[দিমিত্রি তিয়োমকিন]], [[ফ্রানৎস ভাক্সমান]], [[এরিখ ভোলফগাং কর্নগোল্ড]], [[অ্যালফ্রেড নিউম্যান (সুরকার)|অ্যালফ্রেড নিউম্যান]], [[বার্নার্ড হারমান]], ও [[মিকলোশ রোজা]]র মত সুরকারদের সাথে চলচ্চিত্রের সঙ্গীত সৃষ্টির ধারার সূত্রপাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
 
স্টাইনার [[আরকেও পিকচার্স]] ও [[ওয়ার্নার ব্রস.|ওয়ার্নার ব্রসের]] প্রযোজিত তিন শতাধিক চলচ্চিত্রের সুরারোপ করেন, এবং ২৪টি [[একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন থেকে ''[[দি ইনফর্মার (১৯৩৫-এর চলচ্চিত্র)|দি ইনফর্মার]]'' (১৯৩৫), ''[[নাউ, ভয়েজার]]'' (১৯৪২) ও ''[[সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে]]'' (১৯৪৪) চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ মৌলিক সুর]] বিভাগে তিনটি পুরস্কার অর্জন করেন। অস্কার বিজয়ী এই চলচ্চিত্রগুলো ছাড়াও তার অন্যান্য জনপ্রিয় কাজ হল ''[[কিং কং (১৯৩৩-এর চলচ্চিত্র)|কিং কং]]'' (১৯৩৩), ''[[লিটল উইমেন (১৯৩৩-এর চলচ্চিত্র)|লিটল উইমেন]]'' (১৯৩৩), ''জেজবেল'' (১৯৩৮) ও ''[[কাসাব্লাঙ্কা (চলচ্চিত্র)|কাসাব্লাঙ্কা]]'' (১৯৪২)। তার সুরারোপিত ''[[গন উইথ দ্য উইন্ড (চলচ্চিত্র)|গন উইথ দ্য উইন্ড]]'' (১৯৩৯) ও ''[[কিং কং (১৯৩৩-এর চলচ্চিত্র)|কিং কং]]'' (১৯৩৩) চলচ্চিত্রের সুরটিসুর দুটি [[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]]ের ২০০৫ সালের করা সেরা মার্কিন চলচ্চিত্রের সুর তালিকায় দ্বিতীয়যথাক্রমে ২য় ও ১৩তম স্থান অধিকার করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=AFI's 100 YEARS OF FILM SCORES |ইউআরএল=https://www.afi.com/afis-100-years-of-film-scores/ |ওয়েবসাইট=এএফআই |প্রকাশক=[[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]] |সংগ্রহের-তারিখ=২৫ ফেব্রুয়ারি ২০২১}}</ref>
 
তিনি [[শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার]]ের প্রথম বিজেতা। তিনি ''[[লাইফ উইথ ফাদার (চলচ্চিত্র)|লাইফ উইথ ফাদার]]'' (১৯৪৭) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন। স্টাইনার [[মাইকেল কার্টিজ]], [[জন ফোর্ড]], [[উইলিয়াম ওয়াইলার]]সহ ইতিহাসের বেশ কয়েকজন প্রসিদ্ধ চলচ্চিত্রের পরিচালকের সাথে একাধিকবার কাজ করেছেন এবং [[এরল ফ্লিন]], [[বেটি ডেভিস]], [[হামফ্রি বোগার্ট]] ও [[ফ্রেড অ্যাস্টেয়ার]]দের একাধিক চলচ্চিত্রের সুরারোপ করেছেন। তার একাধিক চলচ্চিত্রের সুর আলাদা সাউন্ডট্র্যাক রেকর্ডিং হিসেবে পাওয়া যায়।
 
==চলচ্চিত্রের তালিকা==
[[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]]ের তার সুরারোপিত ''[[গন উইথ দ্য উইন্ড (চলচ্চিত্র)|গন উইথ দ্য উইন্ড]]'' (১৯৩৯) ও ''[[কিং কং (১৯৩৩-এর চলচ্চিত্র)|কিং কং]]'' (১৯৩৩) চলচ্চিত্রের সুর দুটিকে তাদের ২০০৫ সালের সেরা ২৫ চলচ্চিত্রের সুর তালিকায় যথাক্রমে ২ ও ১৩ নং স্থান প্রদান করে। এই তালিকায় মনোনীত তার অন্যান্য চলচ্চিত্রের সুর হল:<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=AFI's 100 YEARS OF FILM SCORES |ইউআরএল=http://www.afi.com/Docs/100Years/scores250.pdf |ওয়েবসাইট=এএফআই |প্রকাশক=[[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]] |সংগ্রহের-তারিখ=২৫ ফেব্রুয়ারি ২০২১ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110313150632/http://www.afi.com/Docs/100Years/scores250.pdf |আর্কাইভের-তারিখ=১৩ মার্চ ২০১১}}</ref>
 
* ''[[দি ইনফর্মার (১৯৩৫-এর চলচ্চিত্র)|দি ইনফর্মার]]'' (১৯৩৫)
* ''জেজবেল'' (১৯৩৮)
* ''[[ডার্ক ভিক্টরি]]'' (১৯৩৯)
* ''[[কাসাব্লাঙ্কা (চলচ্চিত্র)|কাসাব্লাঙ্কা]]'' (১৯৪২)
* ''[[নাউ, ভয়েজার]]'' (১৯৪২)
* ''অ্যাডভেঞ্চার অব ডন জুয়ান'' (১৯৪৮)
* ''[[জনি বেলিন্ডা (১৯৪৮-এর চলচ্চিত্র)|জনি বেলিন্ডা]]'' (১৯৪৮)
* ''দ্য ট্রেজার অব দ্য সিয়েরা মাদ্রি'' (১৯৪৮)
* ''[[আ সামার প্লেস (চলচ্চিত্র)|আ সামার প্লেস]]'' (১৯৫৯)
 
==টীকা==