গোটা (সূচিশিল্প): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনুবাদ, সম্প্রসারণ
অনুবাদ, সম্প্রসারণ
৪ নং লাইন:
== আলোকপাত ==
[[চিত্র:Gota_Embroidery.jpg|থাম্ব|190x190পিক্সেল| ''গোটা'' ''পট্টি'' সূচিশিল্পসহ নববধূর ঘাগরা ]]
গোটা হল [[লখনউ]] থেকে আনা [[সোনালিসোনা]] অথবা [[রুপোলিরুপো]] ফিতে।<ref>{{cite book | url=https://books.google.com/books?id=__ju6_u58zQC&pg=PA90&dq=Lucknow+%22gota%22+making&hl=en&sa=X&ei=xD3dUeCyMIGQrQeNo4CgDw&ved=0CDwQ6AEwAw#v=onepage&q=Lucknow%20%22gota%22%20making&f=false |title=A Monograph on Trade and Manufactures in Northern India | publisher=Cambridge University Press | last=Hoey | first=William | date=20 Oct 2011 | page=214|isbn= 9781108036603|access-date=10 July 2013}}</ref> বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের রঙিন সুতো আলাদা আলাদা মাপে সাটিন অথবা তেরছা বোনা কাপড়ে বুনলেও তাকে গোটা বলা হয়। এটা [[পাড়]] বরাবর ব্যবহার করা হয়। গোটাযুক্ত পোশাকগুলো কোনো ধর্মীয় অনুষ্ঠান অথবা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। <ref name="gota" /> গোটার কাজ করা হয় সাটিন কিংবা তেরছা বোনা বিভিন্ন রঙের সোনালিসোনা অথবা রুপোলিরুপোর ফিতের টুকরো দিয়ে অ্যাপ্লিক কায়দায় বুনে। জর্জেট অথবা বন্ধিনি সোনালিসোনা দেওয়া কাপড়ের বুনন দিয়ে জমির নকশাকে নানা সৃষ্টিশীল রূপ দেওয়া হয়। <ref name="wedding"/>
 
আসলে সূচিশিল্পে আগে প্রকৃত সোনা এবং রুপো ব্যবহৃত হোত, কিন্তু এগুলো ব্যয়বহুল হওয়ার জন্যে পরবর্তীকালে বিকল্প হিসেবে তামার ওপর রুপোর পরত দিয়ে কাজ চালানো হোত। এখনকার দিনে এমনকি আরো বেশি ব্যয়বহুল বিকল্পও পাওয়া যায়। তামার বদলে পলিয়েস্টার ফিল্ম নিয়ে তার ওপর প্রয়োজন অনুযায়ী ধাতব পরত সৃষ্টি করে কাজ চালানো হয়। একে বলে প্লাস্টিক গোটা এবং এটা অনেক বেশি টেকসই, কেননা, এটা জলীয় বাষ্পরোধক এবং ধাতব গোটার মতো কলঙ্ক ধরেনা।<ref name="wedding"/>
 
 
 
==তথ্যসূত্র ==