অচ্যুত গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rajibul Hasan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''অচ্যুতানন্দ গোস্বামী''' (১ মার্চ, ১৯১৮ – ১৬ মার্চ, ১৯৮০) ('''অচ্যুত গোস্বামী''' নামে সমধিক পরিচিত; ছদ্মনাম''' বিক্রমাদিত্য হাজরা''') ছিলেন একজন [[বাঙালি]] ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। [[ইংরেজি সাহিত্য|ইংরেজি]]র এই অধ্যাপক [[মার্ক্সবাদ|মার্ক্সবাদী]] সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। জন্ম অধুনা [[বাংলাদেশ]] রাষ্ট্রের [[ফরিদপুর|ফরিদপুরে]]। ১৯৪০ সালে [[ঢাকা]]য় প্রগতি লেখক সংঘ স্থাপনে অন্যতম উদ্যোক্তার ভূমিকা নেন। সেই সময় [[সোমেন চন্দ|সোমেন চন্দের]] সহযোগে ''ক্রান্তি'' পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া ১৯৪০-এর দশকের ''প্রতিরোধ'' পত্রিকার সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। অধ্যাপনা করেন যাদবপুর বিজয়গড় জ্যোতিষচন্দ্র রায় কলেজে। ''নতুন সাহিত্য'', ''পরিচয়'', ''অগ্রণী'', ''চতুষ্কোণ'' প্রভৃতি পত্রিকায় তাঁর রচনা প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য সমালোচনা গ্রন্থ ''বাংলা উপন্যাসের ধারা'' (১৩৫৭ বঙ্গাব্দ) ও ''ইংরাজী সাহিত্যের ধারা''। এছাড়া ''অভিষেক'', ''কানাগলির কাহিনী'' (১৯৫৩), ''মৎস্যগন্ধা'' (১৯৫৭), ''রাজ্যচ্যুত ঈশ্বর'' প্রভৃতি উপন্যাসও রচনা করেন।
'''অচ্যুত গোস্বামী''' ([[১৯১৭]]-[[১৯৮০]]) বাঙালি ঔপন্যাসিক, প্রাবন্ধিক।
 
== তথ্যসূত্র ==
==রচিত গ্রন্থ==
*''সংসদ বাঙালি চরিতাভিধান'', দ্বিতীয় খণ্ড (পরিমার্জিত তৃতীয় সংস্করণ), অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৪
*বাংলা উপন্যাসের ধারা (প্রবন্ধ)
*''সংসদ বাংলা সাহিত্যসঙ্গী'', সংকলন ও সম্পাদনা: শিশিরকুমার দাশ, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৩
*কানাগলির কাহিনী (উপন্যাস)
*''বঙ্গসাহিত্যাভিধান'', দ্বিতীয় খণ্ড, হংসনারায়ণ ভট্টাচার্য, ফার্মা কেএলএম প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৯০
*রাজ্যচ্যুত ঈশ্বর (উপন্যাস)
 
{{অসম্পূর্ণ}}
 
[[category:বাঙালি ঔপন্যাসিক]]
[[category:১৯১৭-এ জন্ম]]
[[category:১৯৮০-এ মৃত্যু]]
[[category:বাঙালি ঔপন্যাসিক]]
[[category:বাঙালি প্রাবন্ধিক]]
[[category:বাঙালি সাহিত্য সমালোচক]]
[[category:ঢাকার ব্যক্তিত্ব]]