জ্যাক ব্ল্যাকহাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
চিত্রমালা - অনুচ্ছেদ সৃষ্টি!
InternetArchiveBot (আলোচনা | অবদান)
Adding 1 book for যাচাইযোগ্যতা (20210126)) #IABot (v2.0.8) (GreenC bot
১১৬ নং লাইন:
ইংল্যান্ড সফরে প্রথম আটটি অস্ট্রেলীয় ক্রিকেট দলের অন্যতম সদস্যের মর্যাদা পান। মার্চ, ১৮৭৭ সালে [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে]] অনুষ্ঠিত খেলায় [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] বিপক্ষে প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] তার অভিষেক ঘটে। এরপর ১৮৮২ সালে খ্যাতনামা [[দি অ্যাশেজ|অ্যাশেজ টেস্টে]] অংশ নেন তিনি। উইকেট-রক্ষণে তিনি শিল্পশৈলীর পরিচয় দিয়ে বিপ্লব আনেন ও ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ শিরোনামে আখ্যায়িত হন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা|জাতীয় দলের অধিনায়কের]] দায়িত্ব পান।
 
[[১৮৭৬-৭৭ ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর|১৮৭৬-৭৭]] মৌসুমে মেলবোর্নে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে খেলার জন্য তিনি মনোনীত হন।<ref name="Beard"/> অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বোলার [[ফ্রেড স্পফোর্থ]] [[নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল|নিউ সাউথ ওয়েলসের]] দলীয় সঙ্গী [[বিলি মারডক|বিলি মারডকের]] পরিবর্তে তাকে খেলতে নামানোয় মনঃক্ষুণ্ন হন ও খেলতে অস্বীকৃতি জানান। ঐ টেস্টে তিনি তিনটি ক্যাচ নেন ও প্রথম স্ট্যাম্পিং করেন। দ্বিতীয় [[ইনিংস|ইনিংসে]] [[আলফ্রেড শ|আলফ্রেড শয়ের]] [[অফ ব্রেক]] বলে [[টম কেন্ডল|টম কেন্ডলকে]] প্রথমবারের মতো স্ট্যাম্পিং করে এ কৃতিত্ব অর্জন করেন।<ref name="Beard">{{বই উদ্ধৃতি |শিরোনাম=Ask Bearders |শেষাংশ=Frindall |প্রথমাংশ=Bill |লেখক-সংযোগ=বিল ফ্রিন্ডল|coauthors= |বছর=2009 |প্রকাশক=[[BBC Books]]|অবস্থান= |আইএসবিএন=978-1-84607-880-4 |পাতা=[https://archive.org/details/askbearders0000frin/page/191 191]|পাতাসমূহ= |ইউআরএল= https://archive.org/details/askbearders0000frin|সংগ্রহের-তারিখ=15 June 2011}}</ref>
 
দলীয় সঙ্গীগণ তাকে ‘প্রিন্স অব উইকেট-কিপার্স’ বা ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ নামে আখ্যায়িত করতেন। ১৮৭৭ থেকে ১৮৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার নিয়মিত উইকেট-রক্ষক ছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্ল্যাকহাম [[ব্যাটিং অর্ডার|নিচেরসারির]] কার্যকরী ভূমিকা রেখেছেন। চল্লিশ বছর বয়সে [[সিডনি ক্রিকেট গ্রাউন্ড|সিডনি ক্রিকেট গ্রাউন্ডে]] [[অ্যান্ড্রু স্টডার্ট|অ্যান্ড্রু স্টডার্টের]] [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংরেজ দলের]] বিপক্ষে সর্বশেষ [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশ নেন।