সেলিম-সুলেমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কর্মজীবন: সম্প্রসারণ
→‎কর্মজীবন: সম্প্রসারণ
৩৭ নং লাইন:
২০০০-এর দশকের শুরুতে তারা বিভিন্ন চলচ্চিত্রের আবহ সঙ্গীতের কাজ করেছেন। ২০০৫ সালে তারা [[করণ জোহর]]-[[শাহরুখ খান]]ের প্রযোজনায় ''[[কাল (২০০৫-এর চলচ্চিত্র)|কাল]]'' (২০০৫) চলচ্চিত্রের গানের সুর করার সুযোগ পান। গানগুলো সমাদৃত হয়। এই চলচ্চিত্রের জন্য পরিচালক সোহম শাহ শাহরুখ খানের উন্মুক্ত ছাতি ও সিক্স প্যাক নিয়ে পরিবেশনা করবেন এমন একটি গানের সুরের জন্য সুরকার খুঁজছিলেন, যারা বিরাট শব্দের সৃষ্টি করতে পারে। তারা দুজন সুপার হিট "কাল ধামাল" গানটির সুর করেন। ''নিল 'এন' নিকি'' (২০০৫) চলচ্চিত্রের জন্য তার ভুল ইংরেজি ব্যবহারের সিদ্ধান্ত নেন। চলচ্চিত্রটির পাঞ্জাবি নায়কের জন্য তারা অন্বিতা দত্তের গীতে ভুল ইংরেজি ব্যবহার করেন। ''ইকবাল'' (২০০৫) চলচ্চিত্রের "আশায়েঁ" গানটি মাত্র একদিনে সুর করেন।<ref name="ঘোষ-২০২০"/>
 
[[চিত্র:Salimmerchant2.jpg|থাম্ব|বাম|200px|২০১১ সালে সেলিম মার্চেন্ট]]
তাদের জনপ্রিয় একটি গান হল ''[[ডোর (চলচ্চিত্র)|ডোর]]'' (২০০৬) চলচ্চিত্রের "ইয়ে হোঁসলা"। এই গানে তারা যে সুর সৃষ্টি করেন, তা ''[[চাক দে! ইন্ডিয়া]]'' (২০০৭) চলচ্চিত্রের "মওলা মেরে" গানেও ব্যবহৃত হয়। অন্যদিকে, এই ''চাক দে! ইন্ডিয়া''-র শীর্ষ গানটি প্রযোজক [[আদিত্য চোপড়া]]র সাতবার পুনরাবৃত্তি করার পর চূড়ান্ত করা হয়। তাদের সুরারোপিত ''[[আজা নাচলে]]'' (২০০৭) চলচ্চিত্রে শীর্ষ গানটি হিট হয়। পাশাপাশি এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের ঠোঁট না মিলানো "ওরে পিয়া" গানটিও হিট হয়। ''[[রব নে বানা দি জোড়ি]]'' (২০০৮) চলচ্চিত্রের "হলে হল" গানটিও তারা একদিনে সুর করেন। এছাড়া তারা ''[[ফ্যাশন (২০০৮-এর চলচ্চিত্র)|ফ্যাশন]]'' (২০০৮) ও ''[[কুরবান (২০০৯-এর চলচ্চিত্র)|কুরবান]]'' (২০০৯) চলচ্চিত্রের সুরারোপ করেন।<ref name="ঘোষ-২০২০"/> সেলিম ''কুরবান'' চলচ্চিত্রের "শুকরান আল্লাহ" গানে কণ্ঠ দিয়ে [[সোনু নিগম]]ের সাথে যৌথভাবে [[শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Filmfare Awards 2010 Nominees |ইউআরএল=https://www.desiblitz.com/content/filmfare-awards-2010-nominees |সংগ্রহের-তারিখ=২৩ জানুয়ারি ২০২১ |কর্ম=দেশি ব্লিটজ |তারিখ=১৬ ফেব্রুয়ারি ২০১০ |ভাষা=en}}</ref>
 
তাদের সুরারোপিত ''[[ব্যান্ড বাজা বারাত]]'' চলচ্চিত্রের "অ্যাঁয়ভি অ্যাঁয়ভি লুট গয়া" পরিচ্ছন্ন গীতসমৃদ্ধ আনন্দদায়ক গান। পাঞ্জাবি লোকসঙ্গীত ধারার সুর সংবলিত গানটি পার্টি গান হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে।<ref name="গয়াল-২০২০">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=গয়াল |প্রথমাংশ1=সমর্থ |শিরোনাম=Salim-Sulaiman: People today are almost afraid of making good music |ইউআরএল=https://www.hindustantimes.com/music/salim-sulaiman-people-today-are-almost-afraid-of-making-good-music/story-RtKbpPnnOfwcnE1ti3kkRI.html |সংগ্রহের-তারিখ=২৩ জানুয়ারি ২০২১ |কর্ম=[[হিন্দুস্তান টাইমস]] |তারিখ=২৭ জুলাই ২০২০ |ভাষা=en}}</ref>
 
[[চিত্র:SalimSuleiman.jpg|থাম্ব|ডান|240px|২০১৪ সালে পপুলার নাইটে সঙ্গীত পরিবেশনা করছেন সুলেমান]]
২০১৯ সালে তারা দুজন মির্জা হাদী রুসওয়ার উর্দু ভাষার উপন্যাস অবলম্বনে রাজীব গোস্বামীর সঙ্গীতনাট্য ''উমরাও জান আদা''-র জন্য সুরারোপ করেন এবং মৌলিক সুর সৃষ্টি করেন। সেলিম-সুলেমান তাদের বিভিন্ন কাজের সহযোগী কর্ষ কালে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ''রক ডিস্কো তবলা''-এর প্রযোজনা করেন। প্রামাণ্যচিত্রটি ২০২০ সালের অক্টোবরে গোল্ডেন গেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দুটি পুরস্কার অর্জন করে।<ref name="ঘোষ-২০২০"/>
 
সেলিম-সুলেমান ২০২০ সালের জুলাই মাসে মার্চেন্ট রেকর্ডস নামে একটি সঙ্গীত লেবেল প্রতিষ্ঠা করেন।<ref name="ঘোষ-২০২০"/> এই লেবেল থেকে প্রকাশিত প্রথম একক গান "মাঙ্গি দুয়ায়েঁ"।<ref name="গয়াল-২০২০"/> ২০২০ সালে এই লেবেল থেকে ৯টি একক গান মুক্তি পায়। তারা ''ভূমি ২০২০'' নামে সাতটি একক গান সংবলিত একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন [[সুখবিন্দর সিং]], [[জোনিতা গান্ধী]], [[শ্রেয়া ঘোষাল]], [[অরিজিৎ সিং]], [[কৌশিকী চক্রবর্তী]], রাজ পণ্ডিত, ওসমান মির, নিকিতা গান্ধী, সালমান আলি, স্বরূপ খান ও বিপুল মেহতা। এই অ্যালবামের প্রথম গান "সাঁওয়াল" ২৩শে নভেম্বর মুক্তি পায়। এছাড়া "জব তুম পাস হো" ও "মান মেঁ আমন" গান দুটি শ্রুতিমধুর, কিন্তু এই দুটি গানে ইলেকট্রনিক প্রভাব রয়েছে।<ref name="ঘোষ-২০২০"/>
 
==পুরস্কার ও মনোনয়ন==