রফিকউদ্দিন আহমদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: *{{বাংলাপিডিয়া}}
Mr Kazi Tuhin (আলোচনা | অবদান)
ছবি যুক্তকরণ
১ নং লাইন:
{{তথ্যছক ব্যক্তি
| image =ভাষা শহীদ রফিকরফিকউদ্দিন আহমদ.jpegjpg
|name= রফিকউদ্দিন আহমদ
|caption=
২০ নং লাইন:
 
== ভাষা আন্দোলনে অংশগ্রহণ ==
[[চিত্র:শহীদ রফিক.jpeg|right|thumb|]]
রফিক ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম [[রাষ্ট্রভাষা]] করার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি [[ঢাকা মেডিকেল কলেজ|ঢাকা মেডিকেল কলেজের]] সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে আসলে পুলিশ গুলি চালায়, এতে রফিকউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেডিকেল হোস্টেলের ১৭ নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়ে ছিল। ছয় সাত জন আন্দোলনকর্মী তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=রফিকউদ্দিন আহমদ |ইউআরএল=https://www.banglanews24.com/kids/news/bd/467119.details |প্রকাশক=বাংলানিউজ২৪.কম |সংগ্রহের-তারিখ=২২ ফেব্রুয়ারি ২০১৯ |ভাষা=en}}</ref> তাদের মাঝে ডাঃ মশাররফুর রহমান খান রফিকের গুলিতে ছিটকে পড়া মগজ হাতে করে নিয়ে যান।<ref>একুশের ইতিহাস আমাদের ইতিহাস - আহমদ রফিক; পৃষ্ঠা: ৪১</ref> পরে পুলিশ তার মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রাত ৩টায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।