জ্যাকারান্ডা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Galib Tufan (আলোচনা | অবদান)
চিত্র
বানান সংশোধন
১৭ নং লাইন:
 
==অলংকরণ==
সাধারণৎসাধারণত আলংকারিক বৃক্ষ হিসেবে রাস্তার ধারে সারিবদ্ধ ভাবে লাগানো হয় আলংকারিক বৃক্ষ হিসেবে।হয়। এর ফুলের রঙ বেগুনী বা নীল রঙের হয়ে থাকে,থাকে। বসন্তে কোনো পাতা থাকে না;না। ফলে গোটা বৃক্ষটিকে মনে হয় বেগুনী বা নীল বৃক্ষের মত, বেশ স্বাপ্নিক একটা আমেজ নিয়ে আসে পরিবেশটাতে। এদের সৌন্দর্যের জন্য স্থান করে নিয়েছে বিভিন্ন কৃষ্টিতে ও তাদের কথা ও সাহিত্যে, গানে বাজনায়। এমনকি কুসংস্কারেও। অস্ট্রেলিয়াবাসী এখন চিন্তাই করতে পারে না জ্যাকারান্ডা বৃক্ষ ছাড়া জীবন। '[[গ্রাফটন]]'কে (Grafton) অস্ট্রেলিয়ার জ্যাকারান্ডা রাজধানী বলা হয়, কেননা, গ্রাফটনের বেশির ভাগ রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে অসংখ্য জ্যাকারান্ডা লাগানো আছে। সেপ্টেম্বর-অক্টবর মাসে পুরো গ্রাফটনের রাস্তাগুলো জ্যাকারান্ডা ফুলে ফুলে বেগুনী হয়ে থাকে। এ উপলক্ষে প্রতি বছর এখানে উত্সবউৎসব (Jacaranda festival) অনুষ্ঠিত হয়হয়। <ref>http://www.visitnsw.com/destinations/north-coast/clarence-coast/grafton/events</ref> অস্ট্রেলিয়ার অনেক রাস্তার নাম জ্যাকারান্ডার নামে নামকরণ করা হয়েছে। যেমন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের গ্রাফটনে এবং লিসমোরে দুটি পৃথক রাস্তার নাম জ্যাকারান্ডা এভিনিউ নামে নামকরণ করা হয়েছে <ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.clarencetourism.com/about-the-clarence/grafton-and-clarence-country/grafton/p/40 |সংগ্রহের-তারিখ=১২ ডিসেম্বর ২০১৬ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20161107105321/http://www.clarencetourism.com/about-the-clarence/grafton-and-clarence-country/grafton/p/40 |আর্কাইভের-তারিখ=৭ নভেম্বর ২০১৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>।
 
==নির্বাচিত প্রজাতিসমূহ==