পরিগাণনিক বিশ্লেষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অ্যানালিটিক্স -এর উপর নিবন্ধ শুরু
(কোনও পার্থক্য নেই)

০৪:৪৫, ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

অ্যানালিটিক্স হল তথ্য বা পরিসংখ্যানের পদ্ধতিগত গণিতিক বিশ্লেষণ।[১] তথ্য-উপাত্তের ছাঁচ বা ধরণ কেমন তা অর্থপূর্ণভাবে জানা, এর ব্যাখ্যা করা এবং সেটা ব্যবহার উপয়োগী করে উপস্থাপন করার কাজে অ্যানালিটিক্স ব্যবহৃত হয়। কার্যকরভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের ধরণ সম্পর্কে সম্যক জ্ঞানের প্রয়োগও এর আওতাভুক্ত। যেসব ক্ষেত্রে প্রচুর তথ্য উপাত্ত তৈরি হয় এবং নথিভুক্ত করা হয় সেসব ক্ষেত্রে এর ব্যবহার বহুবিধ। অ্যানিালিটিক্সের কাজে পরিসংখ্যান, কম্পিউটার প্রোগ্রামিং এবং অপারেশনস রিসার্চ একসাথে ব্যবহার করা হয়।

ব্যবসায়ীক তথ্য-উপাত্তের সংজ্ঞায়ন, এর থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে ভবিষ্যত অবস্থার পূর্বাভাস এবং ব্যবসায়ীক ফলাফল উন্নয়নের জন্য প্রতিষ্ঠানগুলো অ্যানালিটিক্স ব্যবহার করে থাকে।

References

  1. "Oxford definition of analytics"