ত্রিদেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন।
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
203.78.146.21-এর করা 4764282 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে: আইপি থেকে ধ্বংসপ্রবণতা । (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১৫ নং লাইন:
}}
 
'''ত্রিদেবী''' ({{lang-sa|त्रिदेवी}}) হল হিন্দুধর্মের [[ত্রিমূর্তি]]র নারী অবতারস্বরূপ তিনজন প্রভাবশালী দেবীর একটি জোড়। এঁদের ত্রিমূর্তির পত্নীত্রয়ও বলা যায়। এই তিনজনের দলে রয়েছেন হিন্দু দেবী [[সরস্বতী]], [[লক্ষ্মী]] ও [[পার্বতী]]। হিন্দুধর্ম[[শাক্তধর্ম]] অনুযায়ী, এই ত্রিমূর্তি সর্বোচ্চ দেবী। <ref>[http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=3073 "Navaratri", in ''Hinduism Today''] magazine, October/November/December 2008.</ref>
 
==ত্রিমূর্তির নারী অবতার==
২৯ নং লাইন:
 
==শিব ও শক্তি==
শৈবধর্মের প্রধান দেবতা [[শিব|শিবের]] অর্ধাঙ্গিনীকে ''শক্তি'' বলা হয়। শক্তি বা [[পার্বতী]] হলেন হিন্দু দেবতাগণের শক্তিদায়িনী।শক্তিশক্তিদায়িনী। সগুণ রূপে, শক্তি ছাড়া শিবের কোনো অস্তিত্ব নেই, আবার শিব ছাড়া শক্তির কোনো অস্তিত্ব নেই। নির্গুণ রূপে, শক্তি একক, তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শিবের পত্নী তথা তার সামর্থ্যের চিহ্ন।
 
[[শিব]] হলেন আধ্যাত্মিক চেতনার স্থাণু, স্থির ও মহৎ আধার। অন্যদিকে, শক্তি হলেন সেই চেতনার গতিময় স্বরূপ। শক্তি শিবের পত্নী তথা তার সামর্থ্যের চিহ্ন।
 
হিন্দুধর্মে শিব ও শক্তির কোনো পার্থক্য নেই। [[শিব]] ও [[পার্বতী]] পরস্পরের অবিচ্ছেদ্য অংশ। খ্রিস্ট ধর্মের হাইপোস্ট্যাটিক ইউনিয়ন তত্ত্বের সাথে এর গভীর মিল আছে, যেখানে বলা হয়েছে, খ্রিস্টের মনুষ্যত্ব ও দেবত্ব এক ও অবিচ্ছেদ্য। শিব হলেন পরমেশ্বর, যার সেই ঐশ্বরিক রূপ শক্তিরই দান। পার্বতী কে তার বিভিন্ন রূপে পুজো করা শিবের পুজো করারই সমান, আবার শিবের পূজা ও শক্তির পূজা অভিন্ন।
 
'''আদ্যাশক্তি''' হলেন পরম ''ব্রহ্ম''
৮২ ⟶ ৮৬ নং লাইন:
 
যেহেতু বিষ্ণু বিশ্বের পালন করেন, তাই তার প্রচুর রসদের দরকার হয়, তাই তার লক্ষ্মীকে প্রয়োজন। তেমনিই ব্রহ্মাণ্ড সৃষ্টিতে ব্রহ্মার দরকার হয় জ্ঞানের, যা সরস্বতী দান করেন। মৃত্যু ও সংহারকে ডেকে আনতে শংকরের প্রয়োজন হয় ক্ষমতার, যা তিনি পান তার স্ত্রী [[মহামায়া]] [[পার্বতীর]] কাছ থেকে।
 
==ভারতের বাইরে ত্রিদেবী==
জাপানি শিন্তো দেবদেবীর সাথে [[বৌদ্ধধর্ম]] ও শিনবুৎসু ধর্মের মিলনে জাপানি পুরাণে ত্রিদেবীর প্রবেশ ঘটে ''বেনজ়াইতেন'' 弁財天女 (সরস্বতী), ''কিশ্‌শৌতেন'' 吉祥天女 (লক্ষ্মী) ও ''দাইকোকুতেন'' 大黒天女 (মহাকালী) দেবী রূপে।
 
==তথ্যসূত্র==