ইসুসের যুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Achim55 (আলোচনা | অবদান)
Achim55 (আলোচনা | অবদান)
২৬ নং লাইন:
 
==পটভূমি==
[[Image:Battle issus movements.gifpng|thumb|300px|যুদ্ধের ময়দানে গতিবিধি। লাল দাগ পারস্য বাহিনীকে নির্দেশ করে এবং নীল দাগ ম্যাসেডোনীয় বাহিনীকে নির্দেশ করে।]]
আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে এশিয়া অভিযানে বের হন এবং গ্রানিকাসের যুদ্ধে স্থানীয় পারস্যের [[সত্রপ|প্রাদেশিক শাসককে]] পরাজিত করেন। এরপর তিনি সমস্ত উপকূলীয় জনবসতি দখল করার উদ্দেশ্য সমস্ত এশিয়া মাইনর দখল করার জন্য অগ্রসর হন, যাতে উন্নততর পারস্য বহরের শক্তিকে অকার্যকর করা যায়। তিনি খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে [[মিলেটুস|মিলেটুসের]] মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বসতি দখল করেন, এবং একই বছরের ডিসেম্বরের শেষদিকে শুরু করে চার মাস ধরে [[হালিকারনাসুস]] অবরোধ করে রাখেন। আলেকজান্ডার [[তারসুস|তারসুসে]] অবস্থানকালে জানতে পারেন দারিয়ুস [[ব্যাবিলন|ব্যাবিলনে]] এক বিশাল সেনাবাহিনী সংহত করেছেন। দারিয়ুস যদি ইসুস উপসাগরে পৌঁছান তবে তিনি তখনও [[ভূমধ্যসাগর|ভূমধ্যসাগরে]] অবস্থানরত [[ফার্নাবাজুস তৃতীয়|ফার্নাবাজুসের]] অধীনে থাকো পারস্য নৌবহরের সহায়তা ব্যবহার করতে পারতেন, এভাবে তার সরবরাহ সহজতর হতো এবং শত্রুর পিছনে সৈন্য অবতরণ করা সম্ভব হতো। আলেকজান্ডার তারসুসে তার প্রধান সেনাবাহিনী মোতায়েন করেন তবে ইসুসের আশেপাশের উপকূল দখল করার জন্য পারমেনিয়নকে প্রেরণ করেন। নভেম্বর মাসে আলেকজান্ডার সংবাদ পান যে মহান পারস্য সেনাবাহিনী সিরিয়ায় সোচোই নামক শহরে অগ্রসর হয়েছে। আলেকজান্ডার তার বিক্ষিপ্ত সেনাবাহিনীকে একত্রিত করে জোনা গিরিপথ দিয়ে ইসুস থেকে দক্ষিণে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন।