মুনীর চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
লাবিব আলী (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত সম্পাদনা!
৪১ নং লাইন:
 
==পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কাজ==
১৯৪৭ সালে দেশ ভাগের পরপরই [[ভারতের কমিউনিস্ট পার্টি]]র বঙ্গীয় প্রাদেশিক কমিটির অধীনে পূর্ববঙ্গে (নববগঠিত পূর্ব পাকিস্তান) কাজকর্ম পরিচালনার জন্য একটি আঞ্চলিক (জোনাল) কমিটি গঠন করা হয়। এই জোনাল কমিটির সাত সদস্যের একজন ছিলেন মুনীর চৌধুরী। ১৯৪৮ সালের মার্চ মাসে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে মুনীর চৌধুরী যোগদান করেন। একই বছরের শেষের দিকে [[বাংলাদেশ প্রগতি লেখক সংঘ|প্রগতি লেখক সংঘের]] সম্পাদক নির্বাচিত হন।<ref name="একাডেমী">{{বিশ্বকোষ উদ্ধৃতি |সম্পাদক-শেষাংশ=হোসেন |সম্পাদক-প্রথমাংশ=সেলিনা |সম্পাদক-সংযোগ=সেলিনা হোসেন |সম্পাদক২-শেষাংশ=ইসলাম |সম্পাদক২-প্রথমাংশ=নুরুল |বিশ্বকোষ=বাংলা একাডেমী চরিতাভিধান |পাতা=২৯২-২৯৩ |শিরোনাম=অনিল মুখার্জি |বিন্যাস=ছাপা |তারিখ=ফেব্রুয়ারি ১৯৯৭ |সংস্করণ=পরিমার্জিত ও পরিবর্ধিত বিতীয় সংস্করণ |প্রকাশক=[[বাংলা একাডেমী]] |অবস্থান=ঢাকা |সংগ্রহের-তারিখ=2020-04-16১৬ এপ্রিল ২০২০}}</ref>
 
== শিক্ষকতা পর্ব ==
[[Image:Munier Choudhury 1957.jpg|thumb|right|স্ত্রী লিলির সাথে মুনীর চৌধুরী (১৯৫৭)]]
১৯৪৯ সালে মুনীর চৌধুরী [[খুলনা|খুলনার]] [[ব্রজলাল কলেজ|ব্রজলাল কলেজে]] ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে তিনি কিছুদিন বাংলাও পড়িয়েছিলেন। ঐ বছর মার্চে তিনি ঢাকায় এসে রাজনৈতিক তৎপরতার কারণে গ্রেপ্তার হন, তবে রাজনীতি না করার প্রতিশ্রুতিতে ছাড়া পান। একই বছর তিনি লিলি মীর্জাকে বিয়ে করেন। ১৯৫০ সালে তিনি ঢাকার [[জগন্নাথ কলেজ|জগন্নাথ কলেজে]] যোগ দেন এবং সে বছরই আগস্ট মাসে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্তি লাভ করেন। কিন্তু রাজনীতি থেকে বেশি দূরে থাকতে পারেন নি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে পুলিশের ধাক্কা খেয়ে পড়ে যান। ২৬শে ফেব্রুয়ারি শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে গ্রেফতার হন ও তাকে চাকরিচ্যুত করা হয়। এসময় প্রায় দুই বছর তিনি দিনাজপুর ও ঢাকা জেলে বন্দী জীবনযাপন করেন। বন্দী অবস্থায় ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের জন্য লেখেন ''কবর'' নামের একাঙ্কিকা। ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উৎযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি ঐ নাটকটি রচনা করেন।<ref>{{সাময়িকী উদ্ধৃতি | শেষাংশ = জয়নুদ্দীন | প্রথমাংশ = মোহাম্মদ | শিরোনাম = কবর নাটকের স্বাতন্ত্র্য ও সাফল্য | সাময়িকী =থিয়েটার | খণ্ড =৩৪ | সংখ্যা নং =২ | পাতাসমূহ =১৫৩-১৬২ | অবস্থান =ঢাকা | তারিখ =২৩ নভেম্বর ২০০৫ | সংগ্রহের-তারিখ = ২৩ অক্টোবর ২০০৭}}</ref> এ নাটকটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন।
| শেষাংশ = জয়নুদ্দীন | প্রথমাংশ = মোহাম্মদ | শিরোনাম = কবর নাটকের স্বাতন্ত্র্য ও সাফল্য | সাময়িকী =থিয়েটার | খণ্ড =৩৪ | সংখ্যা নং =২
| পাতাসমূহ =১৫৩-১৬২ | অবস্থান =ঢাকা | তারিখ =নভেম্বর ২০০৫ | সংগ্রহের-তারিখ =[[২০০৭-১০-০৪]] }}</ref> এ নাটকটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন।
 
সঙ্গী কারাবন্দী অধ্যাপক অজিত গুহের কাছ থেকে তিনি প্রাচীন ও মধ্য যুগের বাংলা সাহিত্যের পাঠ গ্রহণ করেন, কারাগারে থেকেই ১৯৫৩ সালে বাংলায় প্রাথমিক এম এ পরীক্ষা দেন ও প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
৯৯ ⟶ ৯৭ নং লাইন:
১৯৮২ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বাংলা একাডেমি থেকে [[আনিসুজ্জামান]]ের সম্পাদনায় চার খণ্ডে ''মুনীর চৌধুরী রচনাবলি'' প্রকাশিত হয়। প্রথম খণ্ডে (১৯৮২) মৌলিক নাট্যকর্ম, দ্বিতীয় খণ্ডে (১৯৮৪) অনুবাদ নাট্যকর্ম, তৃতীয় খণ্ডে (১৯৮৪) সমালোচনামূলক গ্রন্থাবলি এবং চতুর্থ খণ্ডে (১৯৮৬) ছোটগল্প, প্রবন্ধ, পুস্তক সমালোচনা ও আত্মকথনমূলক রচনা প্রকাশিত হয়।
 
== পুরস্কার ও সম্মাননা ==
* [[বাংলা একাডেমি পুরস্কার]] (নাটক), ১৯৬২
* দাউদ পুরস্কার (''মীর মানস'' গ্রন্থের জন্য) ১৯৬৫
১০৫ ⟶ ১০৩ নং লাইন:
* [[স্বাধীনতা পুরস্কার]] (সাহিত্য) ১৯৮০
 
অনুসন্ধান ইঞ্জিন [[গুগল]] তার ৯৫তম জন্মদিনে তাকে নিয়ে [[গুগল ডুডল|ডুডল]] দিনব্যাপী প্রদর্শন করে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Google Doodle pays tribute to Munier Chowdhury on 95th birth anniversary|ইউআরএল=http://www.theindependentbd.com/post/256569 |সংগ্রহের-তারিখ=২৭ নভেম্বর ২০২০ |কর্ম=দিইন্ডিপেন্ডেন্টবিডি.কম |তারিখ=২৭ নভেম্বর ২০২০|ভাষা=en}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=munier chowdhurys 95th birthday|ইউআরএল=https://www.google.com/doodles/munier-chowdhurys-95th-birthday|ওয়েবসাইট=www.google.com|প্রকাশক=গুগল|সংগ্রহের-তারিখ=২৭ নভেম্বর ২০২০}}</ref>
2020 সালে গুগল ডুডল প্রকাশ করে।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== বহিঃসংযোগ ==