নিরাপদ যৌনতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
103.25.250.238-এর সম্পাদিত সংস্করণ হতে CptViraj-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪০ নং লাইন:
অনাভেদী যৌনক্রিয়া চুম্বন, পরস্পর একত্রে হস্তমৈথুন, শরীরে একে অপরকে কর্ষণ (ঘষা) অথবা নিজে নিজে হস্তমৈথুন করাকে বুঝায়। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ মতে এই ধরনের যৌনাচার গর্ভাধান এবং বেশিরভাগ যৌন সংক্রমক ইনফেকশন হওয়াকে রোধ করে। তবে [[herpes|হার্পস]] ও [[genital wart|জিনিটাল ওয়ার্ট]] এর মত সংক্রমক চর্মরোগ কে এই ধরনের যৌনাচার আটকাতে পারে না।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=STDs (Sexually Transmitted Diseases)|ইউআরএল=http://www.mckinley.illinois.edu/handouts/sexually_transmitted_infections.html|সংগ্রহের-তারিখ=23 January 2014|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140202144530/http://www.mckinley.illinois.edu/handouts/sexually_transmitted_infections.html|আর্কাইভের-তারিখ=২ ফেব্রুয়ারি ২০১৪|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
 
Cv hc jc
===বেষ্টনী প্রতিরক্ষা===
নিরাপদ যৌনাচারণের সময় কিছু প্রতিরক্ষা মুলক ব্যবস্থা গ্রহণ করা হয়; যাতে করে [[blood|রক্ত]], [[vaginal fluid|যোনিয় ফ্লুইড]], [[semen|সিমেন]] অথবা অন্য সংক্রামক এজেন্টের সংস্পর্শ এড়ানো যায়। [[Human sexual activity|যৌনাচারণের সময়]] ডিভাইস ব্যবহার করা হলে, একে বলা হয় '''প্রতিরক্ষামুলক যৌনতা''' (protected sex)
 
[[Image:Tysk kondomautomat.jpg|thumb|right|[[Condom machine|কনডম মেশিন]]]]
*[[Condom|কনডম]] যৌনাচারণের সময় শিশ্নকে আবৃত করে রাখে। এগুলো বেশিরভাগই [[latex|ল্যাটেক্স]] দ্বারা তৈরী এবং সিন্থেটিক উপাদান [[polyurethane|পলিইউরেথিন]] দ্বারা তৈরী করাও হয়ে থাকে।
*[[Female condom|নারী কনডম]] সঙ্গমের পুর্বে [[vagina|যোনিতে]] প্রবেশ করানো হয়।
* [[dental dam|ডেন্টাল ড্যাম]] (সাধারণত দাতেঁর চিকিৎসায় ব্যবহৃত হয়) হচ্ছে ল্যাটেক্সের শিট; যা [[oral sex|মুখ লেহনের]] সময় ব্যবহৃত হয়। এটি ব্যবহৃত হয়, মুখ ও [[vulva|স্ত্রীযোনিদ্বারের]] মধ্যে [[cunnilingus|যোনীলেহনের]] সময় প্রতিরক্ষা হিসেবে। ব্যবহৃত হতে পারে মুখ ও পায়ুর মধ্যে প্রতিরক্ষা হিসেবে [[anal–oral sex|মুখ পায়ু যৌনাচারের]] ক্ষেত্রে।
*[[Medical glove|মেডিক্যাল গ্লোভ]] ল্যাটেক্স, ভিনাইল, [[nitrile rubber|নাইট্রিল]] অথবা পলিইউরেথ্রিন দিয়ে তৈরী। হাতে অনেকসময় অদৃশ্য ক্ষত থাকতে পারে। তখন সেই ক্ষত দিয়ে রোগজীবাণু প্রবেশ করতে পারে, বা হাতে ক্ষত থাকায়, তা সঙ্গীর শরীরের প্রত্যঙ্গকে দূষিত করতে পারে।
* আরো একটি উপায় আছে, রোগ সংক্রমণ থেকে বাচাঁর আর তা হলো, পরিষ্কার [[dildo|ডিলডো]] এবং অন্যান্য [[sex toy|যৌন খেলনা]] ব্যবহার করা।
 
যখন ল্যাটেক্স বেষ্টনী ব্যবহার করা হয়, তৈল নির্ভর [[Personal lubricant|লুব্রিকেশন]] ল্যাটেক্সের গঠনকে ভেঙে দিতে পারে এবং যে কারণে এটি ব্যবহার করা হয়েছে, তার প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে যেতে পারে।
 
কন্ডম (পুরুষ অথবা নারী) ব্যবহার করা হয়, এসটিআইয়ের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য, এবং গর্ভনিরোধের জন্য কণ্ডম ছাড়াও স্পার্মিচাইড ব্যবহার করা হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশ=Kestelman |প্রথমাংশ=P|শেষাংশ২= Trussell |প্রথমাংশ২=J |শিরোনাম=Efficacy of the simultaneous use of condoms and spermicides | সাময়িকী = Fam Plann Perspect | খণ্ড = 23 | সংখ্যা নং = 5 |পাতাসমূহ=226–232 |বছর=1991| pmid = 1743276 | ডিওআই = 10.2307/2135759 |প্রকাশক=Family Planning Perspectives, Vol. 23, No. 5 |jstor=2135759 }}</ref> যাইহোক, যদি দুইটা কন্ডম একত্রে ব্যবহার করা হয়, (যেমন পুরুষ কন্ডম, পুরুষ কন্ডমের উপরে অথবা নারী কন্ডমের অভ্যন্তরে পুরুষ কন্ডম) তাহলে এই সম্ভাবনা আছে যে, কন্ডম ব্যবহারে কোনো ফলই হবে না।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Does using two condoms provide more protection than using just one condom? |কর্ম=Condoms and Dental Dams |প্রকাশক=New York University Student Health Center |ইউআরএল=http://www.nyu.edu/shc/promotion/condoms.dental.dams.html |সংগ্রহের-তারিখ=30 June 2008}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Are two condoms better than one? |কর্ম=[[Go Ask Alice!]] |প্রকাশক=Columbia University |তারিখ=21 January 2005 |ইউআরএল=http://www.goaskalice.columbia.edu/1139.html |সংগ্রহের-তারিখ=30 June 2008 |অকার্যকর-ইউআরএল=yes |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20080719202835/http://www.goaskalice.columbia.edu/1139.html |আর্কাইভের-তারিখ=19 July 2008 |df= }}</ref>
 
প্রতিরক্ষা বিশিষ্ট ব্যবস্থাপনার সঠিক ব্যবহার করতে চাইলে, তা পরিষ্কার রাখতে হবে। তার পৃষ্ঠতল পরিষ্কার রাখতে হবে, যত্ন করতে হবে।
 
ল্যাটেক্স কণ্ডমের উপর পরীক্ষার পর জানা গিয়েছে যে, যৌনতার চর্চা করা সময়, তা ভাঙা বা ছেদ হবার পরিমাণ ১.৪৬% থেমে ১৮.৬০% হয়।<ref name="B">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://hivinsite.ucsf.edu/InSite?page=kb-07-02-02#S4.1.1X |শিরোনাম=Methods to Prevent Sexual Transmission of HIV |সংগ্রহের-তারিখ=28 July 2010 |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110112033921/http://hivinsite.ucsf.edu/InSite?page=kb-07-02-02#S4.1.1X |আর্কাইভের-তারিখ=১২ জানুয়ারি ২০১১ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> কন্ডম অবশ্যই কোনো [[bodily fluid|শরীর নিঃসৃত তরল]] বিনিময় হবার পূর্বে পরিধান করতে হবে এবং তা অবশ্যই মুখ লেহনের সময়ও ব্যবহার করতে হবে।<ref name="C">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.safesexdrive.com/health.php |শিরোনাম=Sexual Health Education |সংগ্রহের-তারিখ=28 July 2010 |আর্কাইভের-ইউআরএল=https://archive.is/20100708200847/http://www.safesexdrive.com/health.php |আর্কাইভের-তারিখ=৮ জুলাই ২০১০ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
[[Female condom|নারীর কন্ডম]] ২টি নমনীয় [[polyurethane|পলিইউরেথ্রিন]] রিং দ্বারা তৈরী এবং একটি লুস ফিটিং পলিইউরেথ্রিন কোষ থাকে।<ref name="B"/> ল্যাবটেস্টের মতে, নারীর কণ্ডম শরীরের তরল বিনিময়ে বেশ ফলপ্রসূ একই সাথে ফলপ্রসূ এইচআইভি ও এসটিয়াই প্রতিরোধে। কিছু গবেষণা দেখিয়েছে যে, ৫০ থেকে ৭৩ শতাংশ নারী যারা এই কণ্ডম ব্যবহার করে, তারা পুরুষের চেয়ে বেশি আরাম অনুভব করে। কিন্তু নারীদের এটি ব্যবহারে অনীহা দেখা যায়; কারণ এর মুল্য পুরুষের কণ্ডমের চেয়ে বেশি।। প্রচেষ্টা চালানো হচ্ছে; যাতে নারীর কন্ডম একাধিকবার ব্যবহার করা যায়। গবেষণা থেকে দেখানো হয়েছে যে, নারীর কণ্ডমে যেহেতু পলিইউরেথ্রিন ব্যবহার করা হয়, তা ৫ বারের মত ব্যবহার করা যায়। তথাপি, গবেষকরা নারীর কণ্ডম একবারই ব্যবহার করতে পরামর্শ দেন।
 
===পূর্ব প্রতিরক্ষা===