রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
নেতৃত্ব
৩০ নং লাইন:
}}
'''রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট''' (সংক্ষেপে '''রাডা''') [[ইংল্যান্ড]]ের [[লন্ডন]]ে অবস্থিত একটি নাট্যকলা প্রতিষ্ঠান। এখানে মঞ্চনাটক, টেলিভিশন, চলচ্চিত্র ও বেতারের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি [[লন্ডন বিশ্ববিদ্যালয়]]ের সিনেট হাউজ কমপ্লেক্সের নিকটে সেন্ট্রাল লন্ডনের ব্লুমসবারি এলাকায় অবস্থিত। এটি ফেডারেশন অব ড্রামা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯০৪ সালে স্যার হার্বার্ট বিরবোম ট্রি প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন নাট্যকলা প্রতিষ্ঠান। ১৯০৫ সালে গাউয়ার স্ট্রিটে এর ভবন স্থানান্তরিত হয়। ১৯২০ সালে এটি রাজকীয় চার্টারভুক্ত হয় এবং গাউয়ার স্ট্রিটের ভবনের পিছনে ম্যালেট স্ট্রিটে একটি নতুন মঞ্চ নির্মিত হয়। ১৯২১ সালে [[অষ্টম এডওয়ার্ড]] এটি উদ্বোধন করেন। ১৯২৪ সালে এটি প্রথম সরকারি পৃষ্টপোষকতা লাভ করে। রাডায় বর্তমানে পাঁচটি মঞ্চ ও একটি প্রেক্ষাগৃহ রয়েছে। এই প্রতিষ্ঠানটির প্রধান শিল্প সহযোগী হল [[ওয়ার্নার ব্রস.|ওয়ার্নার ব্রস. এন্টারটেইনমেন্ট]]।
 
==নেতৃত্ব==
রাডার পৃষ্ঠপোষক হলেন মহামান্য রানী [[দ্বিতীয় এলিজাবেথ]]। এর সভাপতি স্যার [[কেনেথ ব্র্যানা]], যিনি ২০১৪ সালে [[রিচার্ড অ্যাটনবারা]]র মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন।<ref>{{Cite news |last=ফার্নেস |first=হ্যানা |url=https://www.telegraph.co.uk/culture/theatre/theatre-news/11907947/Sir-Kenneth-Branagh-made-president-of-RADA-to-upstage-the-posh-brigade.html |title=Sir Kenneth Branagh made president of RADA to upstage the posh brigade |date=2015-10-03 |access-date=১১ নভেম্বর ২০২০ |work=[[দ্য ডেইলি টেলিগ্রাফ]]}}</ref> এর চেয়ারম্যান স্যার [[স্টিফেন ওয়ালি-কোহেন]] এবং ২০১৬ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত [[অ্যালান রিকম্যান]] এর ভাইস-চেয়ারম্যান ছিলেন। এই একাডেমির বর্তমান পরিচালক হলেন [[এডওয়ার্ড কেম্প (নাট্যকার)|এডওয়ার্ড কেম্প]]।<ref>{{Cite web |url=http://www.rada.ac.uk/about/rada-staff |title=RADA staff |publisher=রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |access-date=১১ নভেম্বর ২০২০}}</ref> <ref>{{Cite web |url=https://www.rada.ac.uk/about/governance-and-advisors |title=Governance and advisers |publisher=রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |access-date=১১ নভেম্বর ২০২০}}</ref>
 
===রাডার অধ্যক্ষ==
* স্যার [[হার্বার্ট বিরবোম ট্রি]] (প্রতিষ্ঠাতা)
* স্যার [[কেনেথ বার্নস]] (১৯০৯-১৯৫৫)
* [[জন ফেরনাল্ড]] (১৯৫৫-১৯৬৬)
* [[হিউ ক্রুটওয়েল]] (১৯৬৬-১৯৮৫)
* [[অলিভার নেভিল]] (১৯৮৪-১৯৯৩)
* [[নিকোলাস বার্টার]] (১৯৯৩-২০০৭)
* [[এডওয়ার্ড কেম্প (নাট্যকার)|এডওয়ার্ড কেম্প]] (২০০৭-বর্তমান)
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
==বহিঃসংযোগ==